সলঙ্গায় সড়ক দুর্ঘটনায় দুই ভাই নিহত
সলঙ্গার রামকৃষ্ণপুর ইউনিয়নের শুত্রাহাটি বাজারের পাশে নছিমন দুর্ঘটনায় দুই ভাই নিহত হয়েছে। নিহত দুজন হলেন- উল্লাপাড়া উপজেলার বাঙ্গালা ইউনিয়নের প্রতাপ গ্রামের মৃত হারান খানের ছেলে ওসমান আলী (৫৫) ও নূর ইসলাম (৪০)। গতকাল শনিবার সন্ধ্যায় শুত্রাহাটি বাজারের কালিকাপুর গ্রামের রাস্তায় এ দুর্ঘটনা ঘটে।