Ajker Patrika

শাহজাদপুরে সড়ক দুর্ঘটনায় বিএডিসি প্রকৌশলীর মৃত্যু, আহত ২

প্রতিনিধি
আপডেট : ২৭ মে ২০২১, ১৪: ১০
শাহজাদপুরে সড়ক দুর্ঘটনায় বিএডিসি প্রকৌশলীর মৃত্যু, আহত ২

সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের শাহজাদপুরে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশন (বিএডিসি), পাবনার নির্বাহী প্রকৌশলী ও প্রকল্প পরিচালক সাজ্জাদ হোসেন ভূঁইয়া নিহত হয়েছেন।

এ ঘটনায় আহত হয়েছেন পাবনা সার্কেলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী এবিএম মাহমুদ হাসান (৪০) ও গাড়িচালক সাইদুল (৩৫)।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, বগুড়া-নগরবাড়ি মহাসড়কের শাহজাদপুর উপজেলার টেটিয়ারকান্দা এলাকায় তাঁদের বহন করা সরকারি গাড়িটির চাকা ফেটে যায়। এতে চালক গাড়ির নিয়ন্ত্রণ হারালে সজোরে গাছের সঙ্গে ধাক্কা লাগে। তখন গাড়িতে থাকা ওই তিনজন গুরুতর আহত হয়।

খবর পেয়ে এলাকাবাসী ও শাহজাদপুর ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দল ঘটনাস্থলে গিয়ে তাঁদের উদ্ধার করে শাহজাদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক সাজ্জাদ হোসেন ভূঁইয়াকে মৃত ঘোষণা করেন। পরে আহত অপর দুজনের অবস্থা শোচনীয় হলে উন্নত চিকিৎসার জন্য এনায়েতনগর খাজা ইউনুস মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

এ বিষয়ে বিএডিসির সহকারী প্রকৌশলী আশরাফুজ্জামান জানান, মতিঝিলে কৃষি ভবনে মিটিংয়ে যোগদানের উদ্দেশ্যে তাঁরা পাবনা থেকে ঢাকা যাচ্ছিলেন।

হাটিকুমরুল হাইওয়ে থানার উপপরিদর্শক ফিরোজ জানান, দুর্ঘটনার খবর পেয়ে নিহতের লাশ ও দুর্ঘটনা কবলিত গাড়িটি উদ্ধার করে থানায় আনা হয়েছে। লাশ সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট শেখ ফজিলাতুন্নেছা মুজিব হাসপাতালে ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত