সিরাজগঞ্জে পেটব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি, বের হলো ১৫টি কলম
মানুষের পেটের ভেতর ডজনেরও বেশি কলম! এন্ডোস্কপির মাধ্যমে বের করে আনা হলো সেগুলো। রোগী এখন সুস্থ। এই কঠিন কাজটি করেছে সিরাজগঞ্জ শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালের সার্জারি বিভাগ। চিকিৎসকেরা জানিয়েছেন, ওই ব্যক্তি মানসিক রোগী। কলম খেয়ে ফেলেছিলেন।