সিরাজগঞ্জ প্রতিনিধি
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় যুবলীগের সাইনবোর্ড ঝুলিয়ে হাটের টোলঘর দখলে নেওয়া হয়েছে। হাটের ইজারা না পেয়ে উপজেলার সলপ ইউনিয়নে সরকারি অর্থায়নে নির্মিত এই টোলঘর দখলে নেওয়া হয় বলে অভিযোগ উঠেছে।
উপজেলার সলপ ইউনিয়ন পরিষদ সূত্রে জানা গেছে, সলপ ইউনিয়নে ‘জনতা হাট’ নামের একটি হাট রয়েছে। এখানে গরু-ছাগলের পাশাপাশি বিভিন্ন পণ্য বিক্রি করা হয়। হাটটি প্রতিবছর সরকারিভাবে ইজারা দেওয়া হয়। ইজারাদারদের টোল আদায়ের সুবিধার্থে হাটে সরকারি অর্থায়নে একটি টোলঘর নির্মাণ করা হয় প্রায় চার বছর আগে। হাটের ইজারাদাররা এই টোলঘর ব্যবহার করে আসছিলেন।
সম্প্রতি ইজারাদার পরিবর্তন হওয়ায় সলপ ইউনিয়ন যুবলীগের নেতা-কর্মীরা টোলঘরটি দখল করে স্থানীয় সংসদ সদস্য তানভীর ইমামের ছবিসহ ইউনিয়ন যুবলীগের কার্যালয় নামে একটি সাইনবোর্ড ঝুলিয়ে দেন। হাট ইজারা না পেয়ে ইউনিয়ন যুবলীগের কয়েকজন নেতা উপজেলা আওয়ামী লীগের সিনিয়র কয়েকজন নেতার উপস্থিতিতে সাইনবোর্ড ঝুলিয়ে দিয়েছেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
সলপ ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান শওকাত ওসমান বলেন, ‘সরকারি টাকায় নির্মিত প্রতিষ্ঠান কখনো দলীয় অফিস হতে পারে না। এই হাট এবার ৬৫ লাখ ৫০ হাজার টাকায় ইজারা নিয়েছেন আব্দুস সালাম। সরকারি কোষাগারে এই টাকা জমা হয়েছে। টোলঘরটি চার বছর ধরে ইজারাদারেরা ব্যবহার করে আসছিলেন। হঠাৎ ইউনিয়ন যুবলীগের কার্যালয় নামে একটি সাইনবোর্ড ঝুলিয়ে দেওয়া হয়। বিষয়টি জানার পর উপজেলা নির্বাহী কর্মকর্তাকে অবগত করেছি।’
ইজারাদার আব্দুস সালাম বলেন, ‘গত বছর যুবলীগ কর্মী শামীম হোসেন ইজারা নিয়েছিলেন। তখন যুবলীগের অনেক তাঁর সঙ্গে পার্টনার ছিলেন। এবার আমরা যার যার মতো ইজারায় অংশ নিই। শেষে আমি ইজারা পাই। ইজারা পাওয়ার পর শামীম ও তাঁর পার্টনারদের কাছে টোল আদায় ঘরের চাবি চাইলে তারা দিতে অস্বীকৃতি জানায়। পরে তারা সেখানে যুবলীগের কার্যালয়ের নামে সাইনবোর্ড ঝুলিয়ে দেয়।’
তবে সলপ ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক আবুল বাশার বলেন, ‘যেখানে যুবলীগের কার্যালয়ের নামে সাইনবোর্ড ঝোলানো হয়েছে, এটি ক্লাব ঘর ছিল। একসময় তা টিনের ঘর ছিল। পরে পাকা করা হয়েছে। আমরা এর আগে হাটের ইজারাদার ছিলাম। তখন ক্লাব ঘরটিকে আমরা টোলঘর হিসেবে ব্যবহার করতাম। এখন একটি কক্ষকে ক্লাব ও একটি কক্ষ টোলঘর হিসেবে ব্যবহার করা হচ্ছে। ক্লাবকে আমরা অফিস বানিয়েছি।’
উল্লাপাড়া উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক তোফায়েল আহমেদ বকুল বলেন, ‘টোল আদায়ের ঘরে যুবলীগের নামে সাইনবোর্ড টাঙানোর বিষয়টি জানতে পেরেছি। কিন্তু আমি কিছুই করতে পারব না। এরা প্রভাবশালী নেতাদের ছত্রচ্ছায়ায় থাকে। এ কারণে তাদের কেউ কিছু বলতে পারে না।’
উল্লাপাড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা বলেন, ‘আওয়ামী লীগের নেতা-কর্মীরা সাইনবোর্ড ঝোলালে আমি তাৎক্ষণিক ব্যবস্থা নিতে পারতাম। যেহেতু যুবলীগের বিরুদ্ধে অভিযোগ, তাই সবার সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নিতে হবে।’
এ বিষয়ে জানতে চাইলে উল্লাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. উজ্জ্বল হোসেন আজকের পত্রিকাকে বলেন, টোলঘরে যুবলীগের সাইনবোর্ড ঝোলানোর বিষয়ে এখন পর্যন্ত কেউ অভিযোগ করেনি। লিখিত অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় যুবলীগের সাইনবোর্ড ঝুলিয়ে হাটের টোলঘর দখলে নেওয়া হয়েছে। হাটের ইজারা না পেয়ে উপজেলার সলপ ইউনিয়নে সরকারি অর্থায়নে নির্মিত এই টোলঘর দখলে নেওয়া হয় বলে অভিযোগ উঠেছে।
উপজেলার সলপ ইউনিয়ন পরিষদ সূত্রে জানা গেছে, সলপ ইউনিয়নে ‘জনতা হাট’ নামের একটি হাট রয়েছে। এখানে গরু-ছাগলের পাশাপাশি বিভিন্ন পণ্য বিক্রি করা হয়। হাটটি প্রতিবছর সরকারিভাবে ইজারা দেওয়া হয়। ইজারাদারদের টোল আদায়ের সুবিধার্থে হাটে সরকারি অর্থায়নে একটি টোলঘর নির্মাণ করা হয় প্রায় চার বছর আগে। হাটের ইজারাদাররা এই টোলঘর ব্যবহার করে আসছিলেন।
সম্প্রতি ইজারাদার পরিবর্তন হওয়ায় সলপ ইউনিয়ন যুবলীগের নেতা-কর্মীরা টোলঘরটি দখল করে স্থানীয় সংসদ সদস্য তানভীর ইমামের ছবিসহ ইউনিয়ন যুবলীগের কার্যালয় নামে একটি সাইনবোর্ড ঝুলিয়ে দেন। হাট ইজারা না পেয়ে ইউনিয়ন যুবলীগের কয়েকজন নেতা উপজেলা আওয়ামী লীগের সিনিয়র কয়েকজন নেতার উপস্থিতিতে সাইনবোর্ড ঝুলিয়ে দিয়েছেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
সলপ ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান শওকাত ওসমান বলেন, ‘সরকারি টাকায় নির্মিত প্রতিষ্ঠান কখনো দলীয় অফিস হতে পারে না। এই হাট এবার ৬৫ লাখ ৫০ হাজার টাকায় ইজারা নিয়েছেন আব্দুস সালাম। সরকারি কোষাগারে এই টাকা জমা হয়েছে। টোলঘরটি চার বছর ধরে ইজারাদারেরা ব্যবহার করে আসছিলেন। হঠাৎ ইউনিয়ন যুবলীগের কার্যালয় নামে একটি সাইনবোর্ড ঝুলিয়ে দেওয়া হয়। বিষয়টি জানার পর উপজেলা নির্বাহী কর্মকর্তাকে অবগত করেছি।’
ইজারাদার আব্দুস সালাম বলেন, ‘গত বছর যুবলীগ কর্মী শামীম হোসেন ইজারা নিয়েছিলেন। তখন যুবলীগের অনেক তাঁর সঙ্গে পার্টনার ছিলেন। এবার আমরা যার যার মতো ইজারায় অংশ নিই। শেষে আমি ইজারা পাই। ইজারা পাওয়ার পর শামীম ও তাঁর পার্টনারদের কাছে টোল আদায় ঘরের চাবি চাইলে তারা দিতে অস্বীকৃতি জানায়। পরে তারা সেখানে যুবলীগের কার্যালয়ের নামে সাইনবোর্ড ঝুলিয়ে দেয়।’
তবে সলপ ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক আবুল বাশার বলেন, ‘যেখানে যুবলীগের কার্যালয়ের নামে সাইনবোর্ড ঝোলানো হয়েছে, এটি ক্লাব ঘর ছিল। একসময় তা টিনের ঘর ছিল। পরে পাকা করা হয়েছে। আমরা এর আগে হাটের ইজারাদার ছিলাম। তখন ক্লাব ঘরটিকে আমরা টোলঘর হিসেবে ব্যবহার করতাম। এখন একটি কক্ষকে ক্লাব ও একটি কক্ষ টোলঘর হিসেবে ব্যবহার করা হচ্ছে। ক্লাবকে আমরা অফিস বানিয়েছি।’
উল্লাপাড়া উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক তোফায়েল আহমেদ বকুল বলেন, ‘টোল আদায়ের ঘরে যুবলীগের নামে সাইনবোর্ড টাঙানোর বিষয়টি জানতে পেরেছি। কিন্তু আমি কিছুই করতে পারব না। এরা প্রভাবশালী নেতাদের ছত্রচ্ছায়ায় থাকে। এ কারণে তাদের কেউ কিছু বলতে পারে না।’
উল্লাপাড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা বলেন, ‘আওয়ামী লীগের নেতা-কর্মীরা সাইনবোর্ড ঝোলালে আমি তাৎক্ষণিক ব্যবস্থা নিতে পারতাম। যেহেতু যুবলীগের বিরুদ্ধে অভিযোগ, তাই সবার সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নিতে হবে।’
এ বিষয়ে জানতে চাইলে উল্লাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. উজ্জ্বল হোসেন আজকের পত্রিকাকে বলেন, টোলঘরে যুবলীগের সাইনবোর্ড ঝোলানোর বিষয়ে এখন পর্যন্ত কেউ অভিযোগ করেনি। লিখিত অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।
জাতীয় নাগরিক পার্টি (এনসিপির) উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলমের বিরুদ্ধে মানহানি মামলা করেছেন বিএনপি নেতা। সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যায় বিএনপিকে জড়িয়ে অপপ্রচার করার অভিযোগে গাজীপুর আদালতে এ মামলা করেছেন তিনি।
১৮ দিন আগেলক্ষ্মীপুরে রামগতিতে নৌকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ফারুক হোসেন (৪০) নামে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত মারা গেছেন দুজন। এখনো চিকিৎসাধীন অবস্থায় আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন আরও দুজন। আজ মঙ্গলবার ভোরে জাতীয় বার্ন প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় ফারুক হোসেন মারা যান।
১৮ দিন আগেদুই বছর আগে ফেনী পৌরসভার সুমাইয়া হোসেন আনিকা যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে ফ্রিল্যান্সিং ও গ্রাফিক ডিজাইনের প্রশিক্ষণ নিয়েছিলেন। এরপর বিভিন্ন অনলাইন প্রতিষ্ঠানে চাকরির চেষ্টা করেও সফল হননি। এখন স্বামীর অনলাইন ব্যবসা দেখাশোনা করছেন। আনিকা বলেন, ‘প্রশিক্ষণ পেয়েছি, কিন্তু কাজের সুযোগ খুবই কম।’ আনিকার
১৮ দিন আগেচট্টগ্রাম বন্দরে আন্দোলন দমাতে টাকা দাবির ভিডিও ভাইরালের পর এবার জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) চট্টগ্রাম নগরের যুগ্ম সমন্বয়কারী নিজাম উদ্দিনকে কেন্দ্র থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে তাঁকে কেন স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না তাঁর লিখিত ব্যাখা আগামী ৪৮ ঘণ্টার মধ্যে দলকে জানানো কথা বলা হয়েছে।
১৮ দিন আগে