‘রোদে কাম করতি আইসি মনে হচ্ছে গা পুড়ি যাচ্চে, তবুও উপায় নেই’
রাজমিস্ত্রি দুলাল হোসেন বলেন, ‘কি যে গরম পড়িছে খোদা, ভাষায় বুঝাতি পারব না। মনে হচ্ছে জানডা বাইর হয়ি যাচ্ছে। রোদে কাম করতি আইসি মনে হচ্ছে গা পুড়ি যাচ্চে। তবুও উপায় নেই বাবা। রোদবৃষ্টির ভয়ে কাজ বন্ধ রাখার উপায়নি। আমারে কাম করতিই হবি।’