খুলনায় বিএনপি নেতার নেতৃত্বে সড়ক ভবনে হামলা, প্রহরী লাঞ্ছিত
খুলনায় এক বিএনপি নেতার নেতৃত্বে সড়ক ভবনে হামলা ও নিরাপত্তা প্রহরীকে লাঞ্ছিত করার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় আজ মঙ্গলবার বিভাগীয় কমিশনার, খুলনা মেট্রোপলিটন পুলিশ (কেএমপি) কমিশনারসহ একাধিক স্থানে লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। মহানগরীর সোনাডাঙ্গা থানার বয়রা এলাকায় গতকাল সোমবার এ হামলা হয়।