সরকারি গুদামের ড্রেনে মিলল হরিণের মাংস ও বন্দুক
সাতক্ষীরার শ্যামনগরে সরকারি খাদ্য গুদামের ড্রেনে পাওয়া গেল চিত্রল হরিণের শুকনা মাংস, শিং ও একটি একনলা বন্দুক। গতকাল সোমবার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার হরিনগর বাজার সংলগ্ন সরকারি খাদ্য গুদামের ড্রেন থেকে এগুলো জব্দ করে রায়নগর নৌ-পুলিশ সদস্যরা।