Ajker Patrika

সাতক্ষীরায় ছাদ থেকে পড়ে নির্মাণশ্রমিকের মৃত্যু 

সাতক্ষীরা প্রতিনিধি
সাতক্ষীরায় ছাদ থেকে পড়ে নির্মাণশ্রমিকের মৃত্যু 

সাতক্ষীরা শহরের পলাশপোলে ছাদ থেকে পড়ে আনারুল ইসলাম নামের এক নির্মাণশ্রমিক নিহত হয়েছেন। আজ শনিবার সকাল সাড়ে ৯টার দিকে ভবনের কাজ করার সময় ছাদ থেকে তিনি পড়ে গুরুতর আহত হন। 

পরে চিকিৎসাধীন অবস্থায় বেলা ১২টার দিকে তিনি সদর হাসপাতালে মারা যান। তিনি সদর উপজেলার খানপুর গ্রামের মৃত মাওলা বক্সের ছেলে। 

সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জিহাদ মো. ফকরুল আলম খান জানান, নির্মাণশ্রমিক আনারুল ইসলাম সাতক্ষীরার দক্ষিণ পলাশপোল এলাকায় আজগর আলী নামের এক ব্যক্তির দোতলা বাড়ির ছাদে কাজ করছিলেন। তবে অসাবধানতাবশত পা পিছলে নিচে পড়ে তিনি গুরুতর আহত হন। 

গুরুতর আহত অবস্থায় তাকে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হলে বেলা ১২টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। মরদেহটি ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পরিবারের অভিযোগের প্রেক্ষিতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান ওসি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত