ঈদকে সামনে রেখে কর্মব্যস্ত দরজিরা
দরজার কড়া নাড়ছে পবিত্র ঈদ। করোনার কারণে দীর্ঘ দুই বছর পর চুয়াডাঙ্গার ঈদ বাজার এখন পুরোদমে চাঙা। মূলত ১০ রোজার পর থেকেই ঈদ মার্কেটগুলোতে ক্রেতাদের ভিড় শুরু হয়। এবারের ঈদ বাজারে থ্রি-পিসের দোকান, লেডিস কর্নার ও টেইলার্সগুলোতে রমজানের শুরু থেকে বেশি ভিড় দেখা গেছে।