চুরির পর গৃহবধূকে ধর্ষণ করে হত্যা, গ্রেপ্তার ২
নোয়াখালীতে গৃহবধূ নাজমুন নাহারকে (৩৫) হত্যার ঘটনায় দুই যুবককে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় হত্যাকাণ্ডে ব্যবহৃত ছুরি, এক জোড়া কানের দুল, এক জোড়া রুপার নূপুর ও একটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে। গতকাল মঙ্গলবার কুমিল্লার লালমাই ও বসুরহাট বাজার থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।