Ajker Patrika

নোয়াখালীতে হত্যা মামলায় বাবা-ছেলের যাবজ্জীবন

নোয়াখালী প্রতিনিধি
নোয়াখালীতে হত্যা মামলায় বাবা-ছেলের যাবজ্জীবন

নোয়াখালীতে ১৮ বছর পর ব্যবসায়ী গোলাম মোস্তফা হত্যা মামলায় দুজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। একই সঙ্গে তাদের ২০ হাজার টাকা করে অর্থদণ্ড অনাদায়ে আরও ৬ মাসের কারাদণ্ড দেওয়া হয়। দণ্ডপ্রাপ্তরা হলেন আবদুল মান্নান (৬৫) ও সোহেল (৩৫)। সম্পর্কে তারা বাবা-ছেলে।

আজ বুধবার বিকেলে নোয়াখালী বিশেষ জজ আদালতের বিচারক এ এন এম মোর্শেদ খান এ রায় দেন। রায় ঘোষণার সময় আসামি সোহেল উপস্থিত ছিলেন। অপর আসামি আবদুল মান্নান পলাতক।

মামলায় রাষ্ট্রপক্ষের আইনজীবী মো. এমদাদ হোসেন কৈশোর বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেন।

মামলা সূত্রে জানা গেছে, গত ২০০৬ সালের ২৯ জুলাই রাত ১০টার দিকে গোলাম মোস্তফা নিজের প্রতিষ্ঠান জনতা বেকারিতে আয়-ব্যয়ের হিসাব করছিলেন। এ সময় আসামিরা তাকে ধারালো অস্ত্র দিয়ে জখম করে। তারা মোস্তফাকে শ্বাসরোধ করে মৃত্যু নিশ্চিত করেন। নিহতের ছেলে জুয়েল ও কর্মচারী জসিম বাঁচানোর চেষ্টা করলেও আসামিদের বাধার মুখে এগিয়ে আসতে পারেননি।

এরপর দোকান থেকে এক লাখ টাকা লুট করে নিয়ে যান হামলাকারীরা। পরে নিহতের ছেলে নুর উদ্দিন জুয়েল ৯ জনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করলে দীর্ঘ ১৮ বছর পর ১৪ জনের সাক্ষ্যগ্রহণ শেষে আদালত আজ এ মামলার রায় দেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত