ঠিকাদার কাজ পেলেই প্রকৌশলীর পকেটে ২ শতাংশ
সরকারের প্রথম শ্রেণির কর্মকর্তারা সাধারণত নিজ জেলায় পদায়ন পান না। তবে বিভিন্ন মাধ্যমে লবিং করে নিজ জেলায় পদায়ন নিয়ে দাপটের সঙ্গে চাকরি করছেন ময়মনসিংহের তারাকান্দা উপজেলার প্রকৌশলী মোহাম্মদ জোবায়ের হোসেন। যোগদানের পর থেকে স্বজনপ্রীতি, ঘুষ-বাণিজ্যসহ ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে এই কর্মকর্তার বিরুদ্ধে।