ময়মনসিংহ প্রতিনিধি
ময়মনসিংহের তারাকান্দা উপজেলা পরিষদ নির্বাচনের ভোটগ্রহণ শান্তিপূর্ণ পরিবেশে শুরু হয়েছে। আজ সোমবার সকাল ৮টা থেকে শুরু হওয়া এ ভোট চলবে বিকেল ৪টা পর্যন্ত।
তবে আওয়ামী লীগ ও বিদ্রোহী প্রার্থীর সমর্থকদের সঙ্গে সংঘর্ষ, ৭২ ঘণ্টার ১৪৪ ধারা জারি ও নানা অঘটনের পর আজকের এ নির্বাচনকে ঘিরে রয়েছে উত্তেজনা। একইসঙ্গে গৃহায়ণ ও গৃণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদের নির্বাচনী এলাকা হওয়ায় ভোট নিয়ে বাড়তি নজর রয়েছে এখানে। আর নির্বাচন সুষ্ঠু ও সুন্দর করতে সকল প্রস্তুতি রয়েছে বলে জানিয়েছে প্রশাসন।
মোট ১০টি ইউনিয়ন নিয়ে গঠিত উপজেলাটিতে এ ভোট অনুষ্ঠিত হচ্ছে। এতে উপজেলা চেয়ারম্যান পদে ৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। আওয়ামী লীগের প্রার্থী ও বর্তমান চেয়ারম্যান ফজলুল হক, আওয়ামী লীগের ‘বিদ্রোহী’ প্রার্থী এবং উপজেলা আওয়ামী লীগের শিক্ষা ও মানবসম্পদবিষয়ক সম্পাদক (বহিষ্কৃত) নুরুজ্জামান সরকার বকুল, জাতীয় পার্টির প্রার্থী এম এ মাসুদ তালুকদার, ইসলামী আন্দোলনের প্রার্থী রফিকুল ইসলাম মন্ডল। ভাইস চেয়ারম্যান পদে তিনজন এবং নারী ভাইস চেয়ারম্যান পদে দুজন লড়ছেন।
এ উপজেলাটিতে মোট ভোটার রয়েছেন ২ লাখ ৫৯ হাজার ৪ জন। এর মধ্যে পুরুষ ১ লাখ ৩২ হাজার ৫৫০ জন এবং নারী ভোটার রয়েছে ১ লাখ ২৬ হাজার ৪৫৪ জন। মোট ১০৪টি কেন্দ্রে ভোট গ্রহণ হচ্ছে। উপজেলাটির কোনো ভোট কেন্দ্রকে ঝুঁকিপূর্ণ বা অধিক ঝুঁকিপূর্ণ না বললেও ৩৬টি কেন্দ্রকে গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচনা করে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে।
গত ১ জুন আওয়ামী লীগের দলীয় প্রার্থীর সমর্থকেরা মিছিল নিয়ে বিদ্রোহী প্রার্থীর নির্বাচনী প্রধান ক্যাম্পে গুলি ও ককটেল বিস্ফোরণ ঘটিয়ে হামলা করে এমন অভিযোগ উঠে। এতে বিদ্রোহী প্রার্থীর অন্তত ১৫ জন নেতাকর্মী গুলিবিদ্ধসহ গুরুতর আহত হন। আওয়ামী লীগের দলীয় প্রার্থীও তাদের শান্তিপূর্ণ মিছিলে হামলার অভিযোগ তুলে তাদের পাঁচজন নেতাকর্মী আহত হওয়ার অভিযোগ করেন।
এতে উত্তেজনা ছড়িয়ে পড়লে ২ জুন থেকে ৫ জুন ৭২ ঘণ্টার জন্য উপজেলা সদর এলাকায় ১৪৪ ধারা জারি করে প্রশাসন। এতে পরিস্থিতি কিছুটা শান্ত হলেও তৃণমূলে উত্তেজনা চলে আওয়ামী লীগ ও বিদ্রোহী প্রার্থীর সমর্থকদের মধ্যে।
আওয়ামী লীগ ও বিদ্রোহী প্রার্থীর মধ্যে হাঙ্গামার ঘটনায় ৪ জুন তারাকান্দা থানার এসআই রায়হানুর রহমান বাদি হয়ে অজ্ঞাত পরিচয় ১৫০ জনকে আসামী করে থানায় একটি মামলা করেন। তবে কাউকে গ্রেপ্তার করা হয়নি।
তারাকান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজাবে রহমত বলেন, ‘নির্বাচনী পরিবেশ শান্তিপূর্ণ রয়েছে। যে কোনো ধরণের অপ্রীতিকর পরিস্থিতি ঠেকাতে আমাদের সকল প্রস্তুতি রয়েছে, বিপুল আইনশৃংখলাবাহিনীও মোতায়েন রয়েছে।’
ময়মনসিংহের তারাকান্দা উপজেলা পরিষদ নির্বাচনের ভোটগ্রহণ শান্তিপূর্ণ পরিবেশে শুরু হয়েছে। আজ সোমবার সকাল ৮টা থেকে শুরু হওয়া এ ভোট চলবে বিকেল ৪টা পর্যন্ত।
তবে আওয়ামী লীগ ও বিদ্রোহী প্রার্থীর সমর্থকদের সঙ্গে সংঘর্ষ, ৭২ ঘণ্টার ১৪৪ ধারা জারি ও নানা অঘটনের পর আজকের এ নির্বাচনকে ঘিরে রয়েছে উত্তেজনা। একইসঙ্গে গৃহায়ণ ও গৃণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদের নির্বাচনী এলাকা হওয়ায় ভোট নিয়ে বাড়তি নজর রয়েছে এখানে। আর নির্বাচন সুষ্ঠু ও সুন্দর করতে সকল প্রস্তুতি রয়েছে বলে জানিয়েছে প্রশাসন।
মোট ১০টি ইউনিয়ন নিয়ে গঠিত উপজেলাটিতে এ ভোট অনুষ্ঠিত হচ্ছে। এতে উপজেলা চেয়ারম্যান পদে ৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। আওয়ামী লীগের প্রার্থী ও বর্তমান চেয়ারম্যান ফজলুল হক, আওয়ামী লীগের ‘বিদ্রোহী’ প্রার্থী এবং উপজেলা আওয়ামী লীগের শিক্ষা ও মানবসম্পদবিষয়ক সম্পাদক (বহিষ্কৃত) নুরুজ্জামান সরকার বকুল, জাতীয় পার্টির প্রার্থী এম এ মাসুদ তালুকদার, ইসলামী আন্দোলনের প্রার্থী রফিকুল ইসলাম মন্ডল। ভাইস চেয়ারম্যান পদে তিনজন এবং নারী ভাইস চেয়ারম্যান পদে দুজন লড়ছেন।
এ উপজেলাটিতে মোট ভোটার রয়েছেন ২ লাখ ৫৯ হাজার ৪ জন। এর মধ্যে পুরুষ ১ লাখ ৩২ হাজার ৫৫০ জন এবং নারী ভোটার রয়েছে ১ লাখ ২৬ হাজার ৪৫৪ জন। মোট ১০৪টি কেন্দ্রে ভোট গ্রহণ হচ্ছে। উপজেলাটির কোনো ভোট কেন্দ্রকে ঝুঁকিপূর্ণ বা অধিক ঝুঁকিপূর্ণ না বললেও ৩৬টি কেন্দ্রকে গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচনা করে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে।
গত ১ জুন আওয়ামী লীগের দলীয় প্রার্থীর সমর্থকেরা মিছিল নিয়ে বিদ্রোহী প্রার্থীর নির্বাচনী প্রধান ক্যাম্পে গুলি ও ককটেল বিস্ফোরণ ঘটিয়ে হামলা করে এমন অভিযোগ উঠে। এতে বিদ্রোহী প্রার্থীর অন্তত ১৫ জন নেতাকর্মী গুলিবিদ্ধসহ গুরুতর আহত হন। আওয়ামী লীগের দলীয় প্রার্থীও তাদের শান্তিপূর্ণ মিছিলে হামলার অভিযোগ তুলে তাদের পাঁচজন নেতাকর্মী আহত হওয়ার অভিযোগ করেন।
এতে উত্তেজনা ছড়িয়ে পড়লে ২ জুন থেকে ৫ জুন ৭২ ঘণ্টার জন্য উপজেলা সদর এলাকায় ১৪৪ ধারা জারি করে প্রশাসন। এতে পরিস্থিতি কিছুটা শান্ত হলেও তৃণমূলে উত্তেজনা চলে আওয়ামী লীগ ও বিদ্রোহী প্রার্থীর সমর্থকদের মধ্যে।
আওয়ামী লীগ ও বিদ্রোহী প্রার্থীর মধ্যে হাঙ্গামার ঘটনায় ৪ জুন তারাকান্দা থানার এসআই রায়হানুর রহমান বাদি হয়ে অজ্ঞাত পরিচয় ১৫০ জনকে আসামী করে থানায় একটি মামলা করেন। তবে কাউকে গ্রেপ্তার করা হয়নি।
তারাকান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজাবে রহমত বলেন, ‘নির্বাচনী পরিবেশ শান্তিপূর্ণ রয়েছে। যে কোনো ধরণের অপ্রীতিকর পরিস্থিতি ঠেকাতে আমাদের সকল প্রস্তুতি রয়েছে, বিপুল আইনশৃংখলাবাহিনীও মোতায়েন রয়েছে।’
জাতীয় নাগরিক পার্টি (এনসিপির) উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলমের বিরুদ্ধে মানহানি মামলা করেছেন বিএনপি নেতা। সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যায় বিএনপিকে জড়িয়ে অপপ্রচার করার অভিযোগে গাজীপুর আদালতে এ মামলা করেছেন তিনি।
১৮ দিন আগেলক্ষ্মীপুরে রামগতিতে নৌকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ফারুক হোসেন (৪০) নামে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত মারা গেছেন দুজন। এখনো চিকিৎসাধীন অবস্থায় আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন আরও দুজন। আজ মঙ্গলবার ভোরে জাতীয় বার্ন প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় ফারুক হোসেন মারা যান।
১৮ দিন আগেদুই বছর আগে ফেনী পৌরসভার সুমাইয়া হোসেন আনিকা যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে ফ্রিল্যান্সিং ও গ্রাফিক ডিজাইনের প্রশিক্ষণ নিয়েছিলেন। এরপর বিভিন্ন অনলাইন প্রতিষ্ঠানে চাকরির চেষ্টা করেও সফল হননি। এখন স্বামীর অনলাইন ব্যবসা দেখাশোনা করছেন। আনিকা বলেন, ‘প্রশিক্ষণ পেয়েছি, কিন্তু কাজের সুযোগ খুবই কম।’ আনিকার
১৮ দিন আগেচট্টগ্রাম বন্দরে আন্দোলন দমাতে টাকা দাবির ভিডিও ভাইরালের পর এবার জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) চট্টগ্রাম নগরের যুগ্ম সমন্বয়কারী নিজাম উদ্দিনকে কেন্দ্র থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে তাঁকে কেন স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না তাঁর লিখিত ব্যাখা আগামী ৪৮ ঘণ্টার মধ্যে দলকে জানানো কথা বলা হয়েছে।
১৮ দিন আগে