দাঁড়িয়ে থাকা ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কায় নিহত ২
দিনাজপুর সদর উপজেলার কাউগা মোড়ে বিকল হয়ে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকে মোটরসাইকেলের ধাক্কায় দুজন মারা গেছেন। আজ রোববার ভোর ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, সদর উপজেলার রামসাগর তাজপাড়া এলাকার নজরুল ইসলাম (৪০) ও শহরের বড়বন্দর চলতাতলা এলাকার কৃষ্ণ মজুমদার ওরফে আনোয়ারুল ইসলাম (৩৫)।