চৈত্রের বৃষ্টিতে রসুন নিয়ে বিপাকে কৃষক
কেউ থালা দিয়ে জমির পানি সেচছেন, কেউবা নালা তৈরি করে পানি অপসারণের ব্যবস্থা করছেন আবার কেউ আবার পানিবন্দী জমিতে কাঁদার মধ্যেই রসুন তোলছেন। আজ সোমবার সকালে দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার বিভিন্ন এলাকার মাঠে এমন দৃশ্য দেখা যায়।