গত ১৭ বছর যে নেতা হামলা-মামলা ও গুমের শিকার হয়েছেন, তাঁর বিরুদ্ধে কটূক্তিমূলক বক্তব্য দিয়েছেন এনসিপির নেতারা। এই বক্তব্যের জন্য যদি ক্ষমা না চান, তবে আমরা (ছাত্রদল) আগামীকাল সোমবার পদযাত্রা অংশ নিতে এলে তাঁদের ফেনীতে প্রবেশ করতে দেব না।’
ফেনীর সোনাগাজী উপজেলা ৫০ শয্যাবিশিষ্ট স্বাস্থ্য কমপ্লেক্সে তিন দিন ধরে পানি সরবরাহ ব্যবস্থা বন্ধ হয়ে রয়েছে। এতে হাসপাতালের রোগীসহ চিকিৎসক ও কর্মকর্তা-কর্মচারীদের ভোগান্তিতে পড়েছেন। যান্ত্রিক ত্রুটির কারণে হাসপাতালে পানি ওঠানোর একমাত্র পাম্পটি বিকল যাওয়ায় এমন পরিস্থিতি তৈরি হয়েছে।
বাবলুর বড় ভাই কামাল উদ্দিন বলেন, ‘সকালে ভাগনির বিয়ের জন্য সদাই কিনতে ছোট ভাই ফেনীতে যাচ্ছিল। এখন লাশ হয়ে ফিরছে। এটা মানতে পারছি না। তার তিনটি কন্যাসন্তান রয়েছে। তাদের কী অবস্থা হবে, জানি না।’
ফেনীর সোনাগাজীতে ফেনী নদীর তীরবর্তী বিস্তীর্ণ চরে জোয়ারের পানিতে ডুবে ও কুকুরের আক্রমণে তিন শতাধিক ভেড়া মারা গেছে। এতে নিঃস্ব হয়ে পড়েছেন খামারি কামাল হোসেন। গত মঙ্গলবার গভীর রাতে নদীতে হঠাৎ প্রবল জোয়ারের তীব্রতায় বাঁশ ও টিনের তৈরি ভেড়ার টংঘর ভেঙে পড়ে। এতে পানিতে ডুবে মারা যায় বেশির ভাগ ভেড়া।