পার্বত্য মানুষ দুর্গমতা কাটিয়ে স্মার্ট দেশ নির্মাণে অংশ নিবে: বীর বাহাদুর
পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং বলেছেন, ‘দুর্গম পার্বত্য অঞ্চলের প্রতিটি গ্রাম বিদ্যুতের আলোতে আলোকিত হয়েছে। পাহাড়ের দুর্গম এলাকা সোলারের আলোয় আলোকিত করা হবে। প্রধানমন্ত্রীর সদিচ্ছায় তিন পার্বত্য জেলায় ৪২ হাজার ৫০০ পরিবারের মধ্যে সোলার বিতরণ করে আলোর ব্যবস্থা করা হয়েছে।’