থানচি (বান্দরবান) প্রতিনিধি
চলতি মাসের ৩০ তারিখে এসএসসি পরীক্ষায় অংশ নেওয়ার কথা ১৬ বছরে তরুণ মংশৈম্যা মারমার। ইতিমধ্যে পরীক্ষার সকল প্রস্তুতিও নিয়েছে সে। লেখাপড়ার পাশাপাশি খেলার প্রতিও তার বেশ আগ্রহ। বিদ্যালয় কিংবা খেলার মাঠ হই হুল্লোড় করে মাতিয়ে রাখা এই প্রাণোচ্ছল তরুণের ধরা পড়েছে মরণব্যাধি ক্যানসার। মংশৈম্যা মারমার পরিবারের পক্ষে চিকিৎসার ব্যয় বহন করা সম্ভব নয়। এমন অবস্থায় সমাজের বিত্তবানদের কাছে সাহায্য চায় তার পরিবার।
মংশৈম্যা মারমার বাড়ি বান্দরবানের থানচি উপজেলা দুর্গম রেমাক্রী ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডে কলাপাড়া গ্রামে। সে জুমিয়া উথোয়াইচিং মারমা ও উম্যানু মারমার সন্তান।
গত জানুয়ারি মাসে হঠাৎ কাশি, জ্বর ও ক্লান্ত অনুভব করে মংশৈম্যা মারমা। প্রথমে থানচি স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করা হয়। কয়েক দিন পর বান্দরবান সদর হাসপাতালের স্থানান্তর করা হয় তাকে। একইভাবে বান্দরবানের হাসপাতালে কয়েক দিন নিবিড় পর্যবেক্ষণ করে সেখান থেকে চিকিৎসক চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠান। সেখানে পরীক্ষা করে জানা গেছে ব্লাড ক্যানসার আক্রান্ত হয়েছে মংশৈম্যা মারমা।
স্থানীয় জনপ্রতিনিধি, প্রভাবশালী লোকজন, ব্যবসায়ীসহ আত্মীয়দের কাছ থেকে সহযোগিতা ও ধার করে চিকিৎসা খরচ চালাই মংশৈম্যা মারমার পরিবার। পরে উন্নত চিকিৎসার জন্য রাজধানীর গ্রীন রোডে আহসানিয়া মিশন ক্যানসার জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। এ পর্যন্ত প্রায় ৫ লাখ টাকা চিকিৎসায় ব্যয় হয়েছে।
চিকিৎসকেরা বলছেন, মংশৈম্যা মারমা শারীরিক পরীক্ষার রিপোর্ট এসেছে ভারত থেকে। তাকে অপারেশনের পাশাপাশি কেমোথেরাপি চিকিৎসা করা হলে পূর্ণ সুস্থ হয়ে উঠতে পারবে। আগের মতো লেখাপড়া খেলাধুলাসহ সবকিছু করতে পারবে। তার এ রোগে ভারতে ক্যানসার নিরাময় কেন্দ্রের চিকিৎসা অপারেশনসহ প্রায় ছয় টাকার প্রয়োজন বলে চিকিৎসক জানান।
পরিবারের সূত্রে জানা গেছে, মংশৈম্যা মারমা পরিবারের দ্বিতীয় সন্তান। সে রাঙামাটি জেলার বাঙ্গাল হালিয়া উচ্চবিদ্যালয় থেকে ৩০ এপ্রিল এসএসসি পরীক্ষায় অংশ নেবে। তার ছোট বোন থানচি বালিকা উচ্চবিদ্যালয়ে দশম শ্রেণিতে অধ্যয়নরত। বড় ভাই অষ্টম শ্রেণি পর্যন্ত লেখাপড়া করে। খরচ চালাতে না পাড়ায় তার লেখাপড়া বন্ধ হয়ে যায়। বাবা-মায়ের জুমচাষের টাকায় সন্তানদের লেখাপড়ার খরচ চালিয়ে চিকিৎসার খরচ জোগানো অসম্ভব। তাই মংশৈম্যা মারমার জীবন রক্ষায় দেশবাসীর কাছে সাহায্যের আবেদন জানিয়েছেন তার বাবা-মা।
মংশৈম্যা মারমা ব্লাড ক্যানসারে আক্রান্ত হওয়ার সত্যতা নিশ্চিত করে রেমাক্রী ইউনিয়নের চেয়ারম্যান মুইশৈথুই মারমা (রনি) বলেন, ‘মংশৈম্যা মারমার চিকিৎসায় আমিও সহযোগিতা করেছি। মেধাবী এই শিক্ষার্থী জীবন রক্ষার্থে সমাজের বিত্তবানদের কাছেও সহায়তা কামনা করছি।’
চলতি মাসের ৩০ তারিখে এসএসসি পরীক্ষায় অংশ নেওয়ার কথা ১৬ বছরে তরুণ মংশৈম্যা মারমার। ইতিমধ্যে পরীক্ষার সকল প্রস্তুতিও নিয়েছে সে। লেখাপড়ার পাশাপাশি খেলার প্রতিও তার বেশ আগ্রহ। বিদ্যালয় কিংবা খেলার মাঠ হই হুল্লোড় করে মাতিয়ে রাখা এই প্রাণোচ্ছল তরুণের ধরা পড়েছে মরণব্যাধি ক্যানসার। মংশৈম্যা মারমার পরিবারের পক্ষে চিকিৎসার ব্যয় বহন করা সম্ভব নয়। এমন অবস্থায় সমাজের বিত্তবানদের কাছে সাহায্য চায় তার পরিবার।
মংশৈম্যা মারমার বাড়ি বান্দরবানের থানচি উপজেলা দুর্গম রেমাক্রী ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডে কলাপাড়া গ্রামে। সে জুমিয়া উথোয়াইচিং মারমা ও উম্যানু মারমার সন্তান।
গত জানুয়ারি মাসে হঠাৎ কাশি, জ্বর ও ক্লান্ত অনুভব করে মংশৈম্যা মারমা। প্রথমে থানচি স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করা হয়। কয়েক দিন পর বান্দরবান সদর হাসপাতালের স্থানান্তর করা হয় তাকে। একইভাবে বান্দরবানের হাসপাতালে কয়েক দিন নিবিড় পর্যবেক্ষণ করে সেখান থেকে চিকিৎসক চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠান। সেখানে পরীক্ষা করে জানা গেছে ব্লাড ক্যানসার আক্রান্ত হয়েছে মংশৈম্যা মারমা।
স্থানীয় জনপ্রতিনিধি, প্রভাবশালী লোকজন, ব্যবসায়ীসহ আত্মীয়দের কাছ থেকে সহযোগিতা ও ধার করে চিকিৎসা খরচ চালাই মংশৈম্যা মারমার পরিবার। পরে উন্নত চিকিৎসার জন্য রাজধানীর গ্রীন রোডে আহসানিয়া মিশন ক্যানসার জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। এ পর্যন্ত প্রায় ৫ লাখ টাকা চিকিৎসায় ব্যয় হয়েছে।
চিকিৎসকেরা বলছেন, মংশৈম্যা মারমা শারীরিক পরীক্ষার রিপোর্ট এসেছে ভারত থেকে। তাকে অপারেশনের পাশাপাশি কেমোথেরাপি চিকিৎসা করা হলে পূর্ণ সুস্থ হয়ে উঠতে পারবে। আগের মতো লেখাপড়া খেলাধুলাসহ সবকিছু করতে পারবে। তার এ রোগে ভারতে ক্যানসার নিরাময় কেন্দ্রের চিকিৎসা অপারেশনসহ প্রায় ছয় টাকার প্রয়োজন বলে চিকিৎসক জানান।
পরিবারের সূত্রে জানা গেছে, মংশৈম্যা মারমা পরিবারের দ্বিতীয় সন্তান। সে রাঙামাটি জেলার বাঙ্গাল হালিয়া উচ্চবিদ্যালয় থেকে ৩০ এপ্রিল এসএসসি পরীক্ষায় অংশ নেবে। তার ছোট বোন থানচি বালিকা উচ্চবিদ্যালয়ে দশম শ্রেণিতে অধ্যয়নরত। বড় ভাই অষ্টম শ্রেণি পর্যন্ত লেখাপড়া করে। খরচ চালাতে না পাড়ায় তার লেখাপড়া বন্ধ হয়ে যায়। বাবা-মায়ের জুমচাষের টাকায় সন্তানদের লেখাপড়ার খরচ চালিয়ে চিকিৎসার খরচ জোগানো অসম্ভব। তাই মংশৈম্যা মারমার জীবন রক্ষায় দেশবাসীর কাছে সাহায্যের আবেদন জানিয়েছেন তার বাবা-মা।
মংশৈম্যা মারমা ব্লাড ক্যানসারে আক্রান্ত হওয়ার সত্যতা নিশ্চিত করে রেমাক্রী ইউনিয়নের চেয়ারম্যান মুইশৈথুই মারমা (রনি) বলেন, ‘মংশৈম্যা মারমার চিকিৎসায় আমিও সহযোগিতা করেছি। মেধাবী এই শিক্ষার্থী জীবন রক্ষার্থে সমাজের বিত্তবানদের কাছেও সহায়তা কামনা করছি।’
জাতীয় নাগরিক পার্টি (এনসিপির) উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলমের বিরুদ্ধে মানহানি মামলা করেছেন বিএনপি নেতা। সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যায় বিএনপিকে জড়িয়ে অপপ্রচার করার অভিযোগে গাজীপুর আদালতে এ মামলা করেছেন তিনি।
১৯ দিন আগেলক্ষ্মীপুরে রামগতিতে নৌকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ফারুক হোসেন (৪০) নামে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত মারা গেছেন দুজন। এখনো চিকিৎসাধীন অবস্থায় আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন আরও দুজন। আজ মঙ্গলবার ভোরে জাতীয় বার্ন প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় ফারুক হোসেন মারা যান।
১৯ দিন আগেদুই বছর আগে ফেনী পৌরসভার সুমাইয়া হোসেন আনিকা যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে ফ্রিল্যান্সিং ও গ্রাফিক ডিজাইনের প্রশিক্ষণ নিয়েছিলেন। এরপর বিভিন্ন অনলাইন প্রতিষ্ঠানে চাকরির চেষ্টা করেও সফল হননি। এখন স্বামীর অনলাইন ব্যবসা দেখাশোনা করছেন। আনিকা বলেন, ‘প্রশিক্ষণ পেয়েছি, কিন্তু কাজের সুযোগ খুবই কম।’ আনিকার
১৯ দিন আগেচট্টগ্রাম বন্দরে আন্দোলন দমাতে টাকা দাবির ভিডিও ভাইরালের পর এবার জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) চট্টগ্রাম নগরের যুগ্ম সমন্বয়কারী নিজাম উদ্দিনকে কেন্দ্র থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে তাঁকে কেন স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না তাঁর লিখিত ব্যাখা আগামী ৪৮ ঘণ্টার মধ্যে দলকে জানানো কথা বলা হয়েছে।
১৯ দিন আগে