মোখার প্রভাবে বরিশালে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি
ঘূর্ণিঝড় মোখার প্রভাবে বরিশালে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হয়েছে। আজ রোববার দুপুরের দিকে এই বৃষ্টি শুরু হয়। এ ছাড়া জোয়ারের কারণে কীর্তনখোলা, মেঘনা ও কালাবদর নদী তীর সংলগ্ন নিম্নাঞ্চলে পানি বাড়ায় মানুষের দুর্ভোগ দেখা দিয়েছে। তবে ঝড়ে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।