নিজস্ব প্রতিবেদক, বরিশাল
বরিশালের কীর্তনখোলা নদীতে ‘এমটি এবাদী-১’ নামের জাহাজের তেলের ট্যাংকারে অগ্নিকাণ্ডের ঘটনায় দুই শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় এক শ্রমিক নিখোঁজ রয়েছেন। এদিকে দগ্ধ হয়ে তিন শ্রমিক হাসপাতালে চিকিৎসাধীন।
আজ বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪টার দিকে নগরীর মুক্তিযোদ্ধা পার্ক সংলগ্ন কীর্তনখোলা নদীতে ঘটনা ঘটে। মেঘনা ডিপোর জন্য চট্টগ্রাম থেকে জ্বালানি তেল নিয়ে আসা এ জাহাজটি আজ সকালে বরিশালে পৌঁছে। তেল খালাসের অপেক্ষায় ট্যাংকারটি নদীর পূর্ব প্রান্তে (বরিশাল নগরীর অপর প্রান্ত) নোঙর করা ছিল।
নিহতেরা হলেন—ট্যাংকারের শ্রমিক বাবুল কান্তি দাস (৬৪) ও স্বাধীন (২২)। নিখোঁজ রয়েছেন শ্রমিক আবুল কাশেম (৪৫)।
মেঘনা ডিপো সূত্রে জানা গেছে, ট্যাংকারটিতে মোট ১৬ জন শ্রমিক ছিলেন। হতাহতরা সবাই ইঞ্জিন রুমে ছিলেন। গুরুতর আহত চালক কুতুব উদ্দিন (৫০) ও রুবেল (৪০), গ্রীজার কামাল পাশাকে (৫৪) বরিশাল শের-ই বাংলা চিকিৎসা মহাবিদ্যালয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকি ১০ শ্রমিককে অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়েছে।
বরিশালের জেলা প্রশাসক মো. জাহাঙ্গীর হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। ট্যাংকারে প্রায় সাড়ে ১৩ লাখ লিটার তেল ছিল বলে বরিশাল ডিপোর কর্মকর্তারা জানিয়েছেন।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের বরিশালের উপপরিচালক মো. মিজানুর রহমান জানান, বিকেল সাড়ে ৪টার দিকে ট্যাংকারের ইঞ্জিন রুমে বিকট শব্দ হয়ে আগুন লেগে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দল পৌনে ৫টার দিকে ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে। আগুন ইঞ্জিন রুমের বাইরে ছড়িয়ে পড়ার আগেই তারা নেভাতে সক্ষম হয়।
মিজানুর রহমান বলেন, ট্যাংকারটিতে বিপুল পরিমাণ পেট্রল, অকটেন ও ডিজেল মজুত ছিল। মজুতস্থলে আগুন পৌঁছানোর আগেই নিভিয়ে ফেলাতে সক্ষম হওয়ায় বড় দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছে জাহাজটি। নিহত দুজনের মরদেহ ইঞ্জিন রুম থেকে উদ্ধার করা হয়।
নিখোঁজ ব্যক্তিও ইঞ্জিন রুমে রয়েছে বলে ধারণা করছেন উপপরিচালক। তিনি বলেন, ইঞ্জিন রুম প্রচণ্ড গরম হয়ে যাওয়ায় উদ্ধার কাজ স্থগিত রাখা হয়েছে।
বরিশালের কীর্তনখোলা নদীতে ‘এমটি এবাদী-১’ নামের জাহাজের তেলের ট্যাংকারে অগ্নিকাণ্ডের ঘটনায় দুই শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় এক শ্রমিক নিখোঁজ রয়েছেন। এদিকে দগ্ধ হয়ে তিন শ্রমিক হাসপাতালে চিকিৎসাধীন।
আজ বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪টার দিকে নগরীর মুক্তিযোদ্ধা পার্ক সংলগ্ন কীর্তনখোলা নদীতে ঘটনা ঘটে। মেঘনা ডিপোর জন্য চট্টগ্রাম থেকে জ্বালানি তেল নিয়ে আসা এ জাহাজটি আজ সকালে বরিশালে পৌঁছে। তেল খালাসের অপেক্ষায় ট্যাংকারটি নদীর পূর্ব প্রান্তে (বরিশাল নগরীর অপর প্রান্ত) নোঙর করা ছিল।
নিহতেরা হলেন—ট্যাংকারের শ্রমিক বাবুল কান্তি দাস (৬৪) ও স্বাধীন (২২)। নিখোঁজ রয়েছেন শ্রমিক আবুল কাশেম (৪৫)।
মেঘনা ডিপো সূত্রে জানা গেছে, ট্যাংকারটিতে মোট ১৬ জন শ্রমিক ছিলেন। হতাহতরা সবাই ইঞ্জিন রুমে ছিলেন। গুরুতর আহত চালক কুতুব উদ্দিন (৫০) ও রুবেল (৪০), গ্রীজার কামাল পাশাকে (৫৪) বরিশাল শের-ই বাংলা চিকিৎসা মহাবিদ্যালয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকি ১০ শ্রমিককে অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়েছে।
বরিশালের জেলা প্রশাসক মো. জাহাঙ্গীর হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। ট্যাংকারে প্রায় সাড়ে ১৩ লাখ লিটার তেল ছিল বলে বরিশাল ডিপোর কর্মকর্তারা জানিয়েছেন।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের বরিশালের উপপরিচালক মো. মিজানুর রহমান জানান, বিকেল সাড়ে ৪টার দিকে ট্যাংকারের ইঞ্জিন রুমে বিকট শব্দ হয়ে আগুন লেগে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দল পৌনে ৫টার দিকে ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে। আগুন ইঞ্জিন রুমের বাইরে ছড়িয়ে পড়ার আগেই তারা নেভাতে সক্ষম হয়।
মিজানুর রহমান বলেন, ট্যাংকারটিতে বিপুল পরিমাণ পেট্রল, অকটেন ও ডিজেল মজুত ছিল। মজুতস্থলে আগুন পৌঁছানোর আগেই নিভিয়ে ফেলাতে সক্ষম হওয়ায় বড় দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছে জাহাজটি। নিহত দুজনের মরদেহ ইঞ্জিন রুম থেকে উদ্ধার করা হয়।
নিখোঁজ ব্যক্তিও ইঞ্জিন রুমে রয়েছে বলে ধারণা করছেন উপপরিচালক। তিনি বলেন, ইঞ্জিন রুম প্রচণ্ড গরম হয়ে যাওয়ায় উদ্ধার কাজ স্থগিত রাখা হয়েছে।
জাতীয় নাগরিক পার্টি (এনসিপির) উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলমের বিরুদ্ধে মানহানি মামলা করেছেন বিএনপি নেতা। সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যায় বিএনপিকে জড়িয়ে অপপ্রচার করার অভিযোগে গাজীপুর আদালতে এ মামলা করেছেন তিনি।
১২ আগস্ট ২০২৫লক্ষ্মীপুরে রামগতিতে নৌকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ফারুক হোসেন (৪০) নামে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত মারা গেছেন দুজন। এখনো চিকিৎসাধীন অবস্থায় আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন আরও দুজন। আজ মঙ্গলবার ভোরে জাতীয় বার্ন প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় ফারুক হোসেন মারা যান।
১২ আগস্ট ২০২৫দুই বছর আগে ফেনী পৌরসভার সুমাইয়া হোসেন আনিকা যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে ফ্রিল্যান্সিং ও গ্রাফিক ডিজাইনের প্রশিক্ষণ নিয়েছিলেন। এরপর বিভিন্ন অনলাইন প্রতিষ্ঠানে চাকরির চেষ্টা করেও সফল হননি। এখন স্বামীর অনলাইন ব্যবসা দেখাশোনা করছেন। আনিকা বলেন, ‘প্রশিক্ষণ পেয়েছি, কিন্তু কাজের সুযোগ খুবই কম।’ আনিকার
১২ আগস্ট ২০২৫চট্টগ্রাম বন্দরে আন্দোলন দমাতে টাকা দাবির ভিডিও ভাইরালের পর এবার জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) চট্টগ্রাম নগরের যুগ্ম সমন্বয়কারী নিজাম উদ্দিনকে কেন্দ্র থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে তাঁকে কেন স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না তাঁর লিখিত ব্যাখা আগামী ৪৮ ঘণ্টার মধ্যে দলকে জানানো কথা বলা হয়েছে।
১২ আগস্ট ২০২৫