শনিবার সন্ধ্যায় আহত জেলেসহ ট্রলার দুটি বরগুনার নলী বাজার সংলগ্ন চড়কগাছীয়া ঘাটে ফিরে আসে। পরে কামাল হোসেনকে বরগুনা জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসার পর তাঁকে বরিশাল মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
এক পরিচ্ছন্নতাকর্মী প্রতিদিনের মতো অফিসে কাজ করতে গিয়ে একটি রুমের ভেতর শব্দ শুনতে পান। বিষয়টি অন্যদের জানালে তাঁরা এসে আগুন দেখতে পেয়ে দ্রুত ফায়ার সার্ভিসে খবর দেন। ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন।
রাজধানীর মিটফোর্ড এলাকায় ভাঙারি ব্যবসায়ী লাল চান ওরফে সোহাগকে নৃশংসভাবে হত্যার প্রতিবাদে এবং জড়িতদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে বরগুনায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
স্বামীর কবরে পাশে বার বার মুর্ছা যাচ্ছেন স্ত্রী লাকী আক্তার। কবরের মাটি ছুয়ে বার বার বলছেন, আমার স্বামীকে কেন এমন নির্মমতার শিকার হতে হলো। আমার ছেলে মেয়েদের এভাবে এতিম হতে হলো। আমি কিভাবে ওদের মানুষ করবো। এই নির্মমতার কি কোন বিচার করবে এই দেশের মানুষ?