হামাস-ইসরায়েল যুদ্ধ বিশ্ব অর্থনীতির উন্নয়নে বড় আঘাত হানতে পারে বলে জানিয়েছেন বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট অজয় বঙ্গা। আজ মঙ্গলবার সৌদি আরবে বিনিয়োগকারীদের সম্মেলনে তিনি এ বার্তা দেন।
অজয় বঙ্গা বলেন, ‘সম্প্রতি ইসরায়েল ও গাজায় যা ঘটেছে, দিন শেষে আপনার ওপর এর প্রভাব রয়েছে। আমি মনে করি, অর্থনৈতিক উন্নয়নের ওপর প্রভাব আরও গুরুতর, আমরা খুবই বিপজ্জনক সন্ধিক্ষণে আছি।’
বিশ্বব্যাংক প্রেসিডেন্ট বার্ষিক ফিউচার ইনভেস্টমেন্ট ইনিশিয়েটিভে এসব কথা বলেন, যাকে প্রায়ই ‘মরুভূমিতে দাভোস’ নামে ডাকা হয়।
ইসরায়েলি কর্মকর্তাদের মতে, হামাস মুক্তিসেনারা ৭ অক্টোবর গাজা উপত্যকা থেকে ইসরায়েলে প্রবেশ করে এবং কমপক্ষে ১ হাজার ৪০০ জনকে হত্যা করে, যাদের বেশির ভাগই ছিল বেসামরিক।
ইসরায়েলি কর্তৃপক্ষের সর্বশেষ হিসাব অনুসারে, হামাস সেনারা ২২২ জনকে জিম্মি করেছে। তাদের মধ্যে বয়স্ক মানুষ এবং ছোট শিশু রয়েছে।
জিম্মিদের মধ্যে কয়েক ডজন দ্বৈত নাগরিক ও বিদেশি রয়েছে। হামাস পরিচালিত স্বাস্থ্য মন্ত্রণালয়ের মতে, গাজায় ইসরায়েলি বোমাবর্ষণে ৫ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে। তাদের মধ্যে বেসামরিক নাগরিকই বেশি।
সম্মেলনের আয়োজকেরা বলছেন, তিন দিনের এই অনুষ্ঠানের জন্য ৬ হাজারের বেশি প্রতিনিধি নিবন্ধন করেছেন। এতে বিশ্বের বিভিন্ন ব্যাংকের প্রধান এবং দক্ষিণ কোরিয়া, কেনিয়া এবং রুয়ান্ডার প্রেসিডেন্ট উপস্থিত থাকবেন।
হামাস-ইসরায়েল যুদ্ধ বিশ্ব অর্থনীতির উন্নয়নে বড় আঘাত হানতে পারে বলে জানিয়েছেন বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট অজয় বঙ্গা। আজ মঙ্গলবার সৌদি আরবে বিনিয়োগকারীদের সম্মেলনে তিনি এ বার্তা দেন।
অজয় বঙ্গা বলেন, ‘সম্প্রতি ইসরায়েল ও গাজায় যা ঘটেছে, দিন শেষে আপনার ওপর এর প্রভাব রয়েছে। আমি মনে করি, অর্থনৈতিক উন্নয়নের ওপর প্রভাব আরও গুরুতর, আমরা খুবই বিপজ্জনক সন্ধিক্ষণে আছি।’
বিশ্বব্যাংক প্রেসিডেন্ট বার্ষিক ফিউচার ইনভেস্টমেন্ট ইনিশিয়েটিভে এসব কথা বলেন, যাকে প্রায়ই ‘মরুভূমিতে দাভোস’ নামে ডাকা হয়।
ইসরায়েলি কর্মকর্তাদের মতে, হামাস মুক্তিসেনারা ৭ অক্টোবর গাজা উপত্যকা থেকে ইসরায়েলে প্রবেশ করে এবং কমপক্ষে ১ হাজার ৪০০ জনকে হত্যা করে, যাদের বেশির ভাগই ছিল বেসামরিক।
ইসরায়েলি কর্তৃপক্ষের সর্বশেষ হিসাব অনুসারে, হামাস সেনারা ২২২ জনকে জিম্মি করেছে। তাদের মধ্যে বয়স্ক মানুষ এবং ছোট শিশু রয়েছে।
জিম্মিদের মধ্যে কয়েক ডজন দ্বৈত নাগরিক ও বিদেশি রয়েছে। হামাস পরিচালিত স্বাস্থ্য মন্ত্রণালয়ের মতে, গাজায় ইসরায়েলি বোমাবর্ষণে ৫ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে। তাদের মধ্যে বেসামরিক নাগরিকই বেশি।
সম্মেলনের আয়োজকেরা বলছেন, তিন দিনের এই অনুষ্ঠানের জন্য ৬ হাজারের বেশি প্রতিনিধি নিবন্ধন করেছেন। এতে বিশ্বের বিভিন্ন ব্যাংকের প্রধান এবং দক্ষিণ কোরিয়া, কেনিয়া এবং রুয়ান্ডার প্রেসিডেন্ট উপস্থিত থাকবেন।
২০২৫-২৬ অর্থবছরে পণ্য ও সেবা রপ্তানি থেকে ৬৩.৫ বিলিয়ন ডলার আয়ের লক্ষ্য নির্ধারণ করেছে সরকার। এর মধ্যে পণ্যের রপ্তানি থেকে ৫৫ বিলিয়ন ডলার এবং সেবা খাত থেকে ৮.৫ বিলিয়ন ডলার আয়ের পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন বাণিজ্য সচিব মাহবুবুর রহমান।
১৯ দিন আগেপাঁচ ধরনের করদাতাকে অনলাইনে আয়কর রিটার্ন দাখিলের বাধ্যবাধকতা থেকে ছাড় দিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। অন্য সব করদাতার জন্য অনলাইনে রিটার্ন দেওয়া বাধ্যতামূলক করা হয়েছে। গতকাল সোমবার এ-সংক্রান্ত বিশেষ আদেশ জারি করা হয়।
১৯ দিন আগেবিশ্ববাজারে চালের মূল্য ধারাবাহিকভাবে নেমে এলেও দেশের খুচরা বাজারে দাম কমছে না। এই অবস্থা নিয়ন্ত্রণে রাখতে বেসরকারিভাবে পাঁচ লাখ টন চাল আমদানির জন্য ২৪২টি প্রতিষ্ঠানকে নির্বাচন করেছে খাদ্য মন্ত্রণালয়।
১৯ দিন আগেআজ দেশের মুদ্রাবাজারে প্রধান মুদ্রাগুলোর মধ্যে ডলারের দাম কিছুটা বেড়েছে। ব্রিটিশ পাউন্ড স্টারলিংয়ের পাশাপাশি দাম কমেছে ইউরোরও। কেন্দ্রীয় ব্যাংকের প্রকাশিত বৈদেশিক মুদ্রার দামের চেয়ে কিছুটা বেশি দামে খোলাবাজারে বিক্রি হয়। বৈদেশিক মুদ্রার বিনিময় হারের ওঠানামার সঙ্গে দেশের ব্যবসা-বাণিজ্যের খরচ ওঠানামা
১৯ দিন আগে