টাঙ্গাইল প্রতিনিধি
টাঙ্গাইলে বন্যা পরিস্থিতি অপরিবর্তিত রয়েছে। আজ শুক্রবার (২৪ জুন) দুপুর পর্যন্ত যমুনাসহ জেলার প্রধান তিন নদীর পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হয়। ফলে প্লাবিত হয়েছে বেশ কয়েকটি উপজেলার নিম্নাঞ্চল। জেলাজুড়ে ৮ হাজার ৭৬৪ হেক্টর ফসলি জমি পানিতে তলিয়ে গেছে।
পানি উন্নয়ন বোর্ড সূত্রে জানা যায়, শুক্রবার সকাল ৯টায় যমুনা নদীর পানি পোড়াবাড়ী পয়েন্টে ১৫ সেন্টিমিটার কমে বিপৎসীমার ৩৭ সেন্টিমিটার, ঝিনাই নদীর পানি জোকারচর পয়েন্টে ১২ সেন্টিমিটার কমে বিপৎসীমার ৪৭ সেন্টিমিটার এবং ধলেশ্বরী নদীর পানি এলাসিন পয়েন্টে ২ সেন্টিমিটার কমে বিপৎসীমার ৩১ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।
জেলার সাতটি উপজেলায় আউশ, পাট, সবজি, তিল, আমনের প্রায় ৮ হাজার ৭৬৪ হেক্টর ফসলি জমি তলিয়ে গেছে বলে জানিয়েছে কৃষি বিভাগ।
জেলা প্রশাসকের কার্যালয় জানায়, বন্যায় ৬৮.৭৫ বর্গকিলোমিটার এলাকা প্লাবিত হয়েছে। এতে ৪৯ হাজার ৪১৭টি পরিবার পানিবন্দী রয়েছে। বর্তমানে ৩৩৭ মেট্রিক টন চাল ও ৫ লাখ ৯৬ হাজার ২৫০ টাকা মজুত রয়েছে।
টাঙ্গাইলের জেলা প্রশাসক ড. আতাউল গনি জানান, জেলায় বন্যার পানি কমতে শুরু করেছে। এতে মানুষের দুর্ভোগ কমে যাবে। যেসব এলাকা নিমজ্জিত হয়েছে, সেই এলাকার কর্মকর্তাদের বন্যার্তদের মধ্যে ত্রাণ সরবরাহ করতে বলা হয়েছে। জেলা প্রশাসনের হাতে পর্যাপ্ত ত্রাণ মজুত রয়েছে বলেও জানান তিনি।
এদিকে পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী সিরাজুল ইসলাম বলেন, ‘বিভিন্ন নদীর পানি কমতে শুরু করেছে। এর ফলে বিভিন্ন এলাকায় নদীভাঙন দেখা দিয়েছে। যেসব জায়গায় কাজ করা প্রয়োজন, তা জরুরিভাবে করা হচ্ছে।’
টাঙ্গাইলে বন্যা পরিস্থিতি অপরিবর্তিত রয়েছে। আজ শুক্রবার (২৪ জুন) দুপুর পর্যন্ত যমুনাসহ জেলার প্রধান তিন নদীর পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হয়। ফলে প্লাবিত হয়েছে বেশ কয়েকটি উপজেলার নিম্নাঞ্চল। জেলাজুড়ে ৮ হাজার ৭৬৪ হেক্টর ফসলি জমি পানিতে তলিয়ে গেছে।
পানি উন্নয়ন বোর্ড সূত্রে জানা যায়, শুক্রবার সকাল ৯টায় যমুনা নদীর পানি পোড়াবাড়ী পয়েন্টে ১৫ সেন্টিমিটার কমে বিপৎসীমার ৩৭ সেন্টিমিটার, ঝিনাই নদীর পানি জোকারচর পয়েন্টে ১২ সেন্টিমিটার কমে বিপৎসীমার ৪৭ সেন্টিমিটার এবং ধলেশ্বরী নদীর পানি এলাসিন পয়েন্টে ২ সেন্টিমিটার কমে বিপৎসীমার ৩১ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।
জেলার সাতটি উপজেলায় আউশ, পাট, সবজি, তিল, আমনের প্রায় ৮ হাজার ৭৬৪ হেক্টর ফসলি জমি তলিয়ে গেছে বলে জানিয়েছে কৃষি বিভাগ।
জেলা প্রশাসকের কার্যালয় জানায়, বন্যায় ৬৮.৭৫ বর্গকিলোমিটার এলাকা প্লাবিত হয়েছে। এতে ৪৯ হাজার ৪১৭টি পরিবার পানিবন্দী রয়েছে। বর্তমানে ৩৩৭ মেট্রিক টন চাল ও ৫ লাখ ৯৬ হাজার ২৫০ টাকা মজুত রয়েছে।
টাঙ্গাইলের জেলা প্রশাসক ড. আতাউল গনি জানান, জেলায় বন্যার পানি কমতে শুরু করেছে। এতে মানুষের দুর্ভোগ কমে যাবে। যেসব এলাকা নিমজ্জিত হয়েছে, সেই এলাকার কর্মকর্তাদের বন্যার্তদের মধ্যে ত্রাণ সরবরাহ করতে বলা হয়েছে। জেলা প্রশাসনের হাতে পর্যাপ্ত ত্রাণ মজুত রয়েছে বলেও জানান তিনি।
এদিকে পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী সিরাজুল ইসলাম বলেন, ‘বিভিন্ন নদীর পানি কমতে শুরু করেছে। এর ফলে বিভিন্ন এলাকায় নদীভাঙন দেখা দিয়েছে। যেসব জায়গায় কাজ করা প্রয়োজন, তা জরুরিভাবে করা হচ্ছে।’
জাতীয় নাগরিক পার্টি (এনসিপির) উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলমের বিরুদ্ধে মানহানি মামলা করেছেন বিএনপি নেতা। সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যায় বিএনপিকে জড়িয়ে অপপ্রচার করার অভিযোগে গাজীপুর আদালতে এ মামলা করেছেন তিনি।
১২ আগস্ট ২০২৫লক্ষ্মীপুরে রামগতিতে নৌকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ফারুক হোসেন (৪০) নামে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত মারা গেছেন দুজন। এখনো চিকিৎসাধীন অবস্থায় আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন আরও দুজন। আজ মঙ্গলবার ভোরে জাতীয় বার্ন প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় ফারুক হোসেন মারা যান।
১২ আগস্ট ২০২৫দুই বছর আগে ফেনী পৌরসভার সুমাইয়া হোসেন আনিকা যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে ফ্রিল্যান্সিং ও গ্রাফিক ডিজাইনের প্রশিক্ষণ নিয়েছিলেন। এরপর বিভিন্ন অনলাইন প্রতিষ্ঠানে চাকরির চেষ্টা করেও সফল হননি। এখন স্বামীর অনলাইন ব্যবসা দেখাশোনা করছেন। আনিকা বলেন, ‘প্রশিক্ষণ পেয়েছি, কিন্তু কাজের সুযোগ খুবই কম।’ আনিকার
১২ আগস্ট ২০২৫চট্টগ্রাম বন্দরে আন্দোলন দমাতে টাকা দাবির ভিডিও ভাইরালের পর এবার জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) চট্টগ্রাম নগরের যুগ্ম সমন্বয়কারী নিজাম উদ্দিনকে কেন্দ্র থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে তাঁকে কেন স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না তাঁর লিখিত ব্যাখা আগামী ৪৮ ঘণ্টার মধ্যে দলকে জানানো কথা বলা হয়েছে।
১২ আগস্ট ২০২৫