চৌহালী (সিরাজগঞ্জ) প্রতিনিধি
আর এক দিন পরেই মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল ফিতর। পরিবার-পরিজনের সঙ্গে ঈদ করতে বাড়ি যাচ্ছে অনেকে ৷ সড়ক পথে চাপ থাকায় ঘরমুখী মানুষের চাপ বেড়েছে সিরাজগঞ্জের চৌহালী উপজেলার নদীপথে ৷ এই পথে জীবনের ঝুঁকি নিয়ে পারাপার হচ্ছেন তারা ৷ এতে যেকোনো সময় ঘটতে পারে অনাকাঙ্ক্ষিত ঘটনা ৷
অনেকেই সারা বছর বাড়িতে না এলেও নাড়ির টানে দুটি ঈদে বাড়িতে আসে পরিবার-পরিজনের সঙ্গে মিলেমিশে ঈদের আনন্দ ভাগ করে নিতে। তখন আনন্দ হয় নিরানন্দ ৷ আবার অনেকের বাড়ি নদীর মাঝে চরে হওয়ায় বাধ্য হয়েই পাড়ি দিতে হয় যমুনা ৷ যার ফলে নিজ উপজেলায় পা দেওয়ার পরেই শুরু হয় জীবনের চরম ঝুঁকি।
সরেজমিনে দেখা গেছে, উপজেলার চরজাজুরিয়া, আজিমুদ্দিন মোড়, জোতপাড়া, ভূতের মোড়, এনায়েতপুর নৌঘাটসহ অসংখ্য স্পট থেকে নৌকাযোগে বাড়ি ফিরছে যাত্রীরা। নৌকার মাঝিরাও লাভের আশায় অতিরিক্ত যাত্রী নিয়ে পাড়ি জমাচ্ছেন নিজ গন্তব্যে।
উপজেলার হাপানিয়া চরের জাকির হোসেন বলেন, ঈদের মধ্যে মানুষজন গ্রামের বাড়িতে আসে আনন্দ করতে, কিন্তু প্রায়ই যমুনায় ঘটে অনাকাঙ্ক্ষিত ঘটনা ৷ এর আগেও ঈদের পরেরদিন বেড়াতে যাওয়ার সময় নৌকাডুবির ঘটনায় বেশ কয়েকজন মারা গিয়েছিল।
হাটাইল চরের বাসিন্দা মো. বেলাল হোসেন বলেন, ইঞ্জিনচালিত ছোট-বড় নৌকায় করে যমুনা পাড়ি দিতে অনেক সময় ঘটে দুর্ঘটনা।
যমুনা পাড়ি দিতে দুর্ঘটনায় মৃত্যুর ঘটনাও কম নয়। ধনিকশ্রেণির মানুষ নৌকা রিজার্ভ করে নিয়ে গেলেও গরিব মানুষগুলো ভাড়ায়চালিত নৌকায় পার হচ্ছে। এদিকে বেশি টাকার আশায় কিছু মাঝি অতিরিক্ত যাত্রী নিয়ে পাড়ি দিচ্ছে যমুনা। ফলে ঝুঁকি আরও বেড়ে যাচ্ছে।
এ ব্যাপারে জানতে চাইলে উপজেলা নির্বাহী কর্মকর্তা আফসানা ইয়াসমিন জানান, উপজেলা প্রশাসনের পক্ষ থেকে চিঠির মাধ্যমে বিকেল ৪ ঘটিকায় নৌকা চলাচল বন্ধ, অতিরিক্ত যাত্রী পরিবহন নিষিদ্ধ, পর্যাপ্ত লাইফ জ্যাকেট রাখাসহ মাঝিদের বেশ কিছু নির্দেশনা দেওয়া হয়েছে। এ ছাড়া সার্বক্ষণিক নৌ-পুলিশ টহলে আছে বলে তিনি জানান।
আর এক দিন পরেই মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল ফিতর। পরিবার-পরিজনের সঙ্গে ঈদ করতে বাড়ি যাচ্ছে অনেকে ৷ সড়ক পথে চাপ থাকায় ঘরমুখী মানুষের চাপ বেড়েছে সিরাজগঞ্জের চৌহালী উপজেলার নদীপথে ৷ এই পথে জীবনের ঝুঁকি নিয়ে পারাপার হচ্ছেন তারা ৷ এতে যেকোনো সময় ঘটতে পারে অনাকাঙ্ক্ষিত ঘটনা ৷
অনেকেই সারা বছর বাড়িতে না এলেও নাড়ির টানে দুটি ঈদে বাড়িতে আসে পরিবার-পরিজনের সঙ্গে মিলেমিশে ঈদের আনন্দ ভাগ করে নিতে। তখন আনন্দ হয় নিরানন্দ ৷ আবার অনেকের বাড়ি নদীর মাঝে চরে হওয়ায় বাধ্য হয়েই পাড়ি দিতে হয় যমুনা ৷ যার ফলে নিজ উপজেলায় পা দেওয়ার পরেই শুরু হয় জীবনের চরম ঝুঁকি।
সরেজমিনে দেখা গেছে, উপজেলার চরজাজুরিয়া, আজিমুদ্দিন মোড়, জোতপাড়া, ভূতের মোড়, এনায়েতপুর নৌঘাটসহ অসংখ্য স্পট থেকে নৌকাযোগে বাড়ি ফিরছে যাত্রীরা। নৌকার মাঝিরাও লাভের আশায় অতিরিক্ত যাত্রী নিয়ে পাড়ি জমাচ্ছেন নিজ গন্তব্যে।
উপজেলার হাপানিয়া চরের জাকির হোসেন বলেন, ঈদের মধ্যে মানুষজন গ্রামের বাড়িতে আসে আনন্দ করতে, কিন্তু প্রায়ই যমুনায় ঘটে অনাকাঙ্ক্ষিত ঘটনা ৷ এর আগেও ঈদের পরেরদিন বেড়াতে যাওয়ার সময় নৌকাডুবির ঘটনায় বেশ কয়েকজন মারা গিয়েছিল।
হাটাইল চরের বাসিন্দা মো. বেলাল হোসেন বলেন, ইঞ্জিনচালিত ছোট-বড় নৌকায় করে যমুনা পাড়ি দিতে অনেক সময় ঘটে দুর্ঘটনা।
যমুনা পাড়ি দিতে দুর্ঘটনায় মৃত্যুর ঘটনাও কম নয়। ধনিকশ্রেণির মানুষ নৌকা রিজার্ভ করে নিয়ে গেলেও গরিব মানুষগুলো ভাড়ায়চালিত নৌকায় পার হচ্ছে। এদিকে বেশি টাকার আশায় কিছু মাঝি অতিরিক্ত যাত্রী নিয়ে পাড়ি দিচ্ছে যমুনা। ফলে ঝুঁকি আরও বেড়ে যাচ্ছে।
এ ব্যাপারে জানতে চাইলে উপজেলা নির্বাহী কর্মকর্তা আফসানা ইয়াসমিন জানান, উপজেলা প্রশাসনের পক্ষ থেকে চিঠির মাধ্যমে বিকেল ৪ ঘটিকায় নৌকা চলাচল বন্ধ, অতিরিক্ত যাত্রী পরিবহন নিষিদ্ধ, পর্যাপ্ত লাইফ জ্যাকেট রাখাসহ মাঝিদের বেশ কিছু নির্দেশনা দেওয়া হয়েছে। এ ছাড়া সার্বক্ষণিক নৌ-পুলিশ টহলে আছে বলে তিনি জানান।
জাতীয় নাগরিক পার্টি (এনসিপির) উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলমের বিরুদ্ধে মানহানি মামলা করেছেন বিএনপি নেতা। সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যায় বিএনপিকে জড়িয়ে অপপ্রচার করার অভিযোগে গাজীপুর আদালতে এ মামলা করেছেন তিনি।
১৮ দিন আগেলক্ষ্মীপুরে রামগতিতে নৌকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ফারুক হোসেন (৪০) নামে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত মারা গেছেন দুজন। এখনো চিকিৎসাধীন অবস্থায় আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন আরও দুজন। আজ মঙ্গলবার ভোরে জাতীয় বার্ন প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় ফারুক হোসেন মারা যান।
১৮ দিন আগেদুই বছর আগে ফেনী পৌরসভার সুমাইয়া হোসেন আনিকা যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে ফ্রিল্যান্সিং ও গ্রাফিক ডিজাইনের প্রশিক্ষণ নিয়েছিলেন। এরপর বিভিন্ন অনলাইন প্রতিষ্ঠানে চাকরির চেষ্টা করেও সফল হননি। এখন স্বামীর অনলাইন ব্যবসা দেখাশোনা করছেন। আনিকা বলেন, ‘প্রশিক্ষণ পেয়েছি, কিন্তু কাজের সুযোগ খুবই কম।’ আনিকার
১৮ দিন আগেচট্টগ্রাম বন্দরে আন্দোলন দমাতে টাকা দাবির ভিডিও ভাইরালের পর এবার জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) চট্টগ্রাম নগরের যুগ্ম সমন্বয়কারী নিজাম উদ্দিনকে কেন্দ্র থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে তাঁকে কেন স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না তাঁর লিখিত ব্যাখা আগামী ৪৮ ঘণ্টার মধ্যে দলকে জানানো কথা বলা হয়েছে।
১৮ দিন আগে