দেওয়ানগঞ্জ (জামালপুর) প্রতিনিধি
জামালপুরের দেওয়ানগঞ্জে হঠাৎ করেই কাঁচা মরিচ আর পেঁয়াজের দাম দ্বিগুণ হারে বৃদ্ধি পাওয়ায় নিম্ন আয়ের মানুষদের তা কিনতে হিমশিম খেতে হচ্ছে। নিত্যপ্রয়োজনীয় এসব পণ্যের মূল্য ক্রয়ক্ষমতার মধ্যে রাখার দাবি জানান তাঁরা।
দেওয়ানগঞ্জ বাজারের কাঁচাবাজার ঘুরে জানা যায়, এক সপ্তাহ আগেও পাইকারি বাজারে পেঁয়াজ বিক্রি হতো ৩০-৩৫ টাকায় আর কাঁচা মরিচ বিক্রি হতো ৫০-৬০ টাকায়। আর খোলা বাজারে পেঁয়াজ বিক্রি হতো ৪০-৪২, কাঁচা মরিচ বিক্রি হতো ৭০-৮০ টাকায়। এক সপ্তাহের ব্যবধানে সেই পেঁয়াজের দাম বেড়ে উপজেলার বিভিন্ন খোলা বাজারে বিক্রি হচ্ছে প্রতি কেজি ৬৫ টাকা দরে আর কাঁচা মরিচ বিক্রি হচ্ছে ১৫০ টাকা কেজি দরে। অস্বাভাবিক মূল্যবৃদ্ধিতে ভোগান্তিতে পড়েছে অঞ্চলের ক্রেতারা।
এ বিষয়ে উপজেলার পৌর শহরের আকন্দপাড়া এলাকার বাসিন্দা ক্রেতা কাজী শফিকুল ইসলাম বলেন, `হঠাৎ করে পেঁয়াজ ও মরিচের দাম বৃদ্ধি পাওয়ায় তা কিনতে হিমশিম খাচ্ছি। নিত্যপ্রয়োজনীয় এসব পণ্যের মূল্য ক্রয়ক্ষমতার মধ্যে রাখার দাবি জানাচ্ছি।'
সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত সৈনিক মো. সবদুল হক বলেন, সীমিত পেনশনের টাকায় এমনিতেই টেনেটুনে সংসার চলে। এরই মধ্যে হঠাৎ করে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য বৃদ্ধি পেলে অসহায় হওয়া ছাড়া কোনো উপায় থাকে না। মরিচ-পেঁয়াজের মূল্য বৃদ্ধির পর থেকে তা আর কিনছেন না। এ ব্যাপারে প্রশাসনের বাজার মনিটরিংয়ের দাবি জানান তিনি।
দেওয়ানগঞ্জ বাজারের কাঁচামালের খুচরা বিক্রেতা মিজান বলেন, `আড়তদারদের কাছ থেকে কয়েক দিন আগে পেঁয়াজ-মরিচ যে দামে কিনেছি, এখন তা দ্বিগুণ দামে কিনতে হচ্ছে। বেশি দামে কিনলে তো বেশি দামে বিক্রি করা ছাড়া উপায় থাকে না।'
এ ব্যাপারে দেওয়ানগঞ্জ বাজারের কাঁচামালের পাইকারি বিক্রেতা ফারুক ট্রেডার্সের মালিক মো. ফারুক হোসেন বলেন, `পাবনার পাইকারি হাট থেকে মরিচ-পেঁয়াজ কিনে এনে দেওয়ানগঞ্জ বাজারে পাইকারি বিক্রি করি। পাবনার পাইকারি মোকামে আগের চেয়ে বেশি দামে মরিচ-পেঁয়াজ কিনতে হচ্ছে বিধায় এখানে বেশি দামে বিক্রি করতে বাধ্য হচ্ছি।'
দেওয়ানগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) মুন মুন জাহান লিজা আজকের পত্রিকাকে বলেন, `মরিচ-পেঁয়াজের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির কারণ অনুসন্ধান করছি। শিগগিরই বাজার মনিটরিং করা হবে। বাজার মনিটরিং করতে এরই মধ্যে উপজেলার সহকারী কমিশনারকে (ভূমি) দায়িত্ব দেওয়া হয়েছে।'
জামালপুরের দেওয়ানগঞ্জে হঠাৎ করেই কাঁচা মরিচ আর পেঁয়াজের দাম দ্বিগুণ হারে বৃদ্ধি পাওয়ায় নিম্ন আয়ের মানুষদের তা কিনতে হিমশিম খেতে হচ্ছে। নিত্যপ্রয়োজনীয় এসব পণ্যের মূল্য ক্রয়ক্ষমতার মধ্যে রাখার দাবি জানান তাঁরা।
দেওয়ানগঞ্জ বাজারের কাঁচাবাজার ঘুরে জানা যায়, এক সপ্তাহ আগেও পাইকারি বাজারে পেঁয়াজ বিক্রি হতো ৩০-৩৫ টাকায় আর কাঁচা মরিচ বিক্রি হতো ৫০-৬০ টাকায়। আর খোলা বাজারে পেঁয়াজ বিক্রি হতো ৪০-৪২, কাঁচা মরিচ বিক্রি হতো ৭০-৮০ টাকায়। এক সপ্তাহের ব্যবধানে সেই পেঁয়াজের দাম বেড়ে উপজেলার বিভিন্ন খোলা বাজারে বিক্রি হচ্ছে প্রতি কেজি ৬৫ টাকা দরে আর কাঁচা মরিচ বিক্রি হচ্ছে ১৫০ টাকা কেজি দরে। অস্বাভাবিক মূল্যবৃদ্ধিতে ভোগান্তিতে পড়েছে অঞ্চলের ক্রেতারা।
এ বিষয়ে উপজেলার পৌর শহরের আকন্দপাড়া এলাকার বাসিন্দা ক্রেতা কাজী শফিকুল ইসলাম বলেন, `হঠাৎ করে পেঁয়াজ ও মরিচের দাম বৃদ্ধি পাওয়ায় তা কিনতে হিমশিম খাচ্ছি। নিত্যপ্রয়োজনীয় এসব পণ্যের মূল্য ক্রয়ক্ষমতার মধ্যে রাখার দাবি জানাচ্ছি।'
সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত সৈনিক মো. সবদুল হক বলেন, সীমিত পেনশনের টাকায় এমনিতেই টেনেটুনে সংসার চলে। এরই মধ্যে হঠাৎ করে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য বৃদ্ধি পেলে অসহায় হওয়া ছাড়া কোনো উপায় থাকে না। মরিচ-পেঁয়াজের মূল্য বৃদ্ধির পর থেকে তা আর কিনছেন না। এ ব্যাপারে প্রশাসনের বাজার মনিটরিংয়ের দাবি জানান তিনি।
দেওয়ানগঞ্জ বাজারের কাঁচামালের খুচরা বিক্রেতা মিজান বলেন, `আড়তদারদের কাছ থেকে কয়েক দিন আগে পেঁয়াজ-মরিচ যে দামে কিনেছি, এখন তা দ্বিগুণ দামে কিনতে হচ্ছে। বেশি দামে কিনলে তো বেশি দামে বিক্রি করা ছাড়া উপায় থাকে না।'
এ ব্যাপারে দেওয়ানগঞ্জ বাজারের কাঁচামালের পাইকারি বিক্রেতা ফারুক ট্রেডার্সের মালিক মো. ফারুক হোসেন বলেন, `পাবনার পাইকারি হাট থেকে মরিচ-পেঁয়াজ কিনে এনে দেওয়ানগঞ্জ বাজারে পাইকারি বিক্রি করি। পাবনার পাইকারি মোকামে আগের চেয়ে বেশি দামে মরিচ-পেঁয়াজ কিনতে হচ্ছে বিধায় এখানে বেশি দামে বিক্রি করতে বাধ্য হচ্ছি।'
দেওয়ানগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) মুন মুন জাহান লিজা আজকের পত্রিকাকে বলেন, `মরিচ-পেঁয়াজের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির কারণ অনুসন্ধান করছি। শিগগিরই বাজার মনিটরিং করা হবে। বাজার মনিটরিং করতে এরই মধ্যে উপজেলার সহকারী কমিশনারকে (ভূমি) দায়িত্ব দেওয়া হয়েছে।'
জাতীয় নাগরিক পার্টি (এনসিপির) উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলমের বিরুদ্ধে মানহানি মামলা করেছেন বিএনপি নেতা। সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যায় বিএনপিকে জড়িয়ে অপপ্রচার করার অভিযোগে গাজীপুর আদালতে এ মামলা করেছেন তিনি।
১২ আগস্ট ২০২৫লক্ষ্মীপুরে রামগতিতে নৌকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ফারুক হোসেন (৪০) নামে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত মারা গেছেন দুজন। এখনো চিকিৎসাধীন অবস্থায় আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন আরও দুজন। আজ মঙ্গলবার ভোরে জাতীয় বার্ন প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় ফারুক হোসেন মারা যান।
১২ আগস্ট ২০২৫দুই বছর আগে ফেনী পৌরসভার সুমাইয়া হোসেন আনিকা যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে ফ্রিল্যান্সিং ও গ্রাফিক ডিজাইনের প্রশিক্ষণ নিয়েছিলেন। এরপর বিভিন্ন অনলাইন প্রতিষ্ঠানে চাকরির চেষ্টা করেও সফল হননি। এখন স্বামীর অনলাইন ব্যবসা দেখাশোনা করছেন। আনিকা বলেন, ‘প্রশিক্ষণ পেয়েছি, কিন্তু কাজের সুযোগ খুবই কম।’ আনিকার
১২ আগস্ট ২০২৫চট্টগ্রাম বন্দরে আন্দোলন দমাতে টাকা দাবির ভিডিও ভাইরালের পর এবার জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) চট্টগ্রাম নগরের যুগ্ম সমন্বয়কারী নিজাম উদ্দিনকে কেন্দ্র থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে তাঁকে কেন স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না তাঁর লিখিত ব্যাখা আগামী ৪৮ ঘণ্টার মধ্যে দলকে জানানো কথা বলা হয়েছে।
১২ আগস্ট ২০২৫