ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি
বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগ দেওয়া জামালপুরের ইসলামপুর উপজেলা বিএনপির সহসভাপতি মো. আলী হোসেনকে দল থেকে বহিষ্কার করেছে জেলা বিএনপি। আজ রোববার দুপুরে বিএনপির সব পর্যায়ের পদ থেকে তাঁকে বহিষ্কার করা হয়।
জামালপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও দলটির ময়মনসিংহ বিভাগের সহসাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট শাহ মো. ওয়ারেছ আলী মামুন স্বাক্ষরিত এক চিঠিতে জামায়াতে যোগ দেওয়া আলী হোসেনকে বহিষ্কারের বিষয়টি জানা যায়।
জেলা বিএনপির দলীয় প্যাডে ‘বহিষ্কারকরণ প্রসঙ্গে’ বিষয়ভিত্তিক ওই চিঠিতে উল্লেখ করা হয়েছে, ‘বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ইসলামপুর উপজেলা শাখার সহসভাপতি মো. আলী হোসেন; আপনি আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগদান করেছেন। যার ফলে দলীয় ভাবমূর্তি চরমভাবে ক্ষুণ্ন হয়েছে। এমতাবস্থায় দলীয় আদর্শপরিপন্থী কর্মকাণ্ডের কারণে আপনাকে (আলী হোসেনকে) ইসলামপুর উপজেলা শাখার সহসভাপতির পদসহ সব পর্যায়ের পদ থেকে অব্যাহতি দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল থেকে বহিষ্কার করা হলো।’
উল্লেখ্য, ১১ এপ্রিল দুপুরে জামায়াতে ইসলামীর ইসলামপুর উপজেলা শাখার কার্যালয়ে দলটির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সেক্রেটারি ও ময়মনসিংহ অঞ্চলের পরিচালক ড. সামিউল হক ফারুকীর উপস্থিতিতে বিএনপি নেতা আলী হোসেন জামায়াতে ইসলামীর সহযোগী সদস্য ফরম পূরণের মধ্য দিয়ে দলটিতে যোগ দেন।
স্থানীয় বিএনপির সূত্রে জানা গেছে, উপজেলার গোয়ালেরচর ইউনিয়নের বাসিন্দা আলী হোসেন অন্তত সাড়ে তিন দশক ধরে বিএনপি রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। উপজেলা বিএনপির চলতি কমিটিতে তিনি চার নম্বর সহসভাপতি পদে দায়িত্ব পালন করে আসছিলেন। এর আগে তিনি উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক পদে দায়িত্ব পালন করেন। রাজনৈতিক জীবনের শুরুতে আলী হোসেন বিএনপির সহযোগী সংগঠন ছাত্রদল ও যুবদলের গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন। এ ছাড়া চারদলীয় জোট সরকারের আমলে উপজেলা বিএনপির সভাপতি ও স্থানীয় সংসদ সদস্য সুলতান মাহমুদ বাবুর পিএস পদেও দায়িত্ব পালন করেছেন আলী হোসেন।
বহিষ্কারের বিষয়ে বক্তব্য জানতে আলী হোসেনের মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করা হলে তা বন্ধ পাওয়া গেছে।
জামালপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও দলটির ময়মনসিংহ বিভাগের সহসাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট শাহ মো. ওয়ারেছ আলী মামুন আজকের পত্রিকাকে বলেন, আদর্শ পরিবর্তন করে জামায়াতে যোগ দেওয়ায় আলী হোসেনকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।
বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগ দেওয়া জামালপুরের ইসলামপুর উপজেলা বিএনপির সহসভাপতি মো. আলী হোসেনকে দল থেকে বহিষ্কার করেছে জেলা বিএনপি। আজ রোববার দুপুরে বিএনপির সব পর্যায়ের পদ থেকে তাঁকে বহিষ্কার করা হয়।
জামালপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও দলটির ময়মনসিংহ বিভাগের সহসাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট শাহ মো. ওয়ারেছ আলী মামুন স্বাক্ষরিত এক চিঠিতে জামায়াতে যোগ দেওয়া আলী হোসেনকে বহিষ্কারের বিষয়টি জানা যায়।
জেলা বিএনপির দলীয় প্যাডে ‘বহিষ্কারকরণ প্রসঙ্গে’ বিষয়ভিত্তিক ওই চিঠিতে উল্লেখ করা হয়েছে, ‘বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ইসলামপুর উপজেলা শাখার সহসভাপতি মো. আলী হোসেন; আপনি আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগদান করেছেন। যার ফলে দলীয় ভাবমূর্তি চরমভাবে ক্ষুণ্ন হয়েছে। এমতাবস্থায় দলীয় আদর্শপরিপন্থী কর্মকাণ্ডের কারণে আপনাকে (আলী হোসেনকে) ইসলামপুর উপজেলা শাখার সহসভাপতির পদসহ সব পর্যায়ের পদ থেকে অব্যাহতি দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল থেকে বহিষ্কার করা হলো।’
উল্লেখ্য, ১১ এপ্রিল দুপুরে জামায়াতে ইসলামীর ইসলামপুর উপজেলা শাখার কার্যালয়ে দলটির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সেক্রেটারি ও ময়মনসিংহ অঞ্চলের পরিচালক ড. সামিউল হক ফারুকীর উপস্থিতিতে বিএনপি নেতা আলী হোসেন জামায়াতে ইসলামীর সহযোগী সদস্য ফরম পূরণের মধ্য দিয়ে দলটিতে যোগ দেন।
স্থানীয় বিএনপির সূত্রে জানা গেছে, উপজেলার গোয়ালেরচর ইউনিয়নের বাসিন্দা আলী হোসেন অন্তত সাড়ে তিন দশক ধরে বিএনপি রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। উপজেলা বিএনপির চলতি কমিটিতে তিনি চার নম্বর সহসভাপতি পদে দায়িত্ব পালন করে আসছিলেন। এর আগে তিনি উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক পদে দায়িত্ব পালন করেন। রাজনৈতিক জীবনের শুরুতে আলী হোসেন বিএনপির সহযোগী সংগঠন ছাত্রদল ও যুবদলের গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন। এ ছাড়া চারদলীয় জোট সরকারের আমলে উপজেলা বিএনপির সভাপতি ও স্থানীয় সংসদ সদস্য সুলতান মাহমুদ বাবুর পিএস পদেও দায়িত্ব পালন করেছেন আলী হোসেন।
বহিষ্কারের বিষয়ে বক্তব্য জানতে আলী হোসেনের মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করা হলে তা বন্ধ পাওয়া গেছে।
জামালপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও দলটির ময়মনসিংহ বিভাগের সহসাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট শাহ মো. ওয়ারেছ আলী মামুন আজকের পত্রিকাকে বলেন, আদর্শ পরিবর্তন করে জামায়াতে যোগ দেওয়ায় আলী হোসেনকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।
জাতীয় নাগরিক পার্টি (এনসিপির) উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলমের বিরুদ্ধে মানহানি মামলা করেছেন বিএনপি নেতা। সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যায় বিএনপিকে জড়িয়ে অপপ্রচার করার অভিযোগে গাজীপুর আদালতে এ মামলা করেছেন তিনি।
১৮ দিন আগেলক্ষ্মীপুরে রামগতিতে নৌকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ফারুক হোসেন (৪০) নামে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত মারা গেছেন দুজন। এখনো চিকিৎসাধীন অবস্থায় আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন আরও দুজন। আজ মঙ্গলবার ভোরে জাতীয় বার্ন প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় ফারুক হোসেন মারা যান।
১৮ দিন আগেদুই বছর আগে ফেনী পৌরসভার সুমাইয়া হোসেন আনিকা যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে ফ্রিল্যান্সিং ও গ্রাফিক ডিজাইনের প্রশিক্ষণ নিয়েছিলেন। এরপর বিভিন্ন অনলাইন প্রতিষ্ঠানে চাকরির চেষ্টা করেও সফল হননি। এখন স্বামীর অনলাইন ব্যবসা দেখাশোনা করছেন। আনিকা বলেন, ‘প্রশিক্ষণ পেয়েছি, কিন্তু কাজের সুযোগ খুবই কম।’ আনিকার
১৮ দিন আগেচট্টগ্রাম বন্দরে আন্দোলন দমাতে টাকা দাবির ভিডিও ভাইরালের পর এবার জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) চট্টগ্রাম নগরের যুগ্ম সমন্বয়কারী নিজাম উদ্দিনকে কেন্দ্র থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে তাঁকে কেন স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না তাঁর লিখিত ব্যাখা আগামী ৪৮ ঘণ্টার মধ্যে দলকে জানানো কথা বলা হয়েছে।
১৮ দিন আগে