ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি
জামালপুরের ইসলামপুর উপজেলায় অস্তিত্বহীন এক এনজিওর কর্মীর পরিচয় দিয়ে আর্থিক অনুদানের প্রতিশ্রুতিতে দরিদ্র মানুষের অর্থ আত্মসাৎ করায় ৩ প্রতারককে কারাগারে পাঠিয়েছে আদালত। গতকাল রোববার সন্ধ্যায় ইসলামপুর থানায় দায়ের করা মামলায় জামালপুর জেলা ও দায়রা জজ আদালতের সংশ্লিষ্ট বিচারক তাঁদের কারাগারে পাঠানোর আদেশ দেন। ইসলামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন তালুকদার বিষয়টি নিশ্চিত করেন।
এর আগে রোববার বিকেলে উপজেলার সাপধরী ইউনিয়নের কাশারীডোবা গ্রামে মৃত হোসেন মণ্ডলের ছেলে ভুক্তভোগী শাহজাহান মণ্ডল বাদী হয়ে প্রতারকদের বিরুদ্ধে ইসলামপুর থানায় মামলা করেন।
যাঁদের কারাগারে পাঠানো হয়েছে তাঁরা হলেন মাদারগঞ্জ উপজেলার পশ্চিম নলছিয়া গ্রামের আব্দুস সালাম মণ্ডলের ছেলে শফিকুল ইসলাম (৩৪), ঝাড়কাটা নলছিয়া গ্রামের মৃত বাহাজউদ্দিনের ছেলে আনিছুর রহমান আনিছ (৪৭) এবং চর গোপালপুর গ্রামের মৃত শামছুল মণ্ডলের ছেলে রফিকুল ইসলাম (৩১)।
মামলা সূত্রে জানা যায়, পল্লী দারিদ্র্য কল্যাণ সংস্থা ঝাউপাড়া, কানাডা-বাংলাদেশ সংস্থা নামের একটি এনজিওর কর্মী পরিচয় দিয়ে যমুনা নদীর মধ্যবর্তী দুর্গম অঞ্চল সাপধরী এলাকায় কয়েক দিন ধরে প্রতারকেরা দরিদ্র লোকজনকে আর্থিক অনুদান দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে আসছিল। এ ছাড়া এনজিওর সদস্য করে গরু, ছাগল, হাঁস, মুরগিসহ বিভিন্ন সুযোগ-সুবিধা দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে প্রতারক চক্রটি অর্ধশতাধিক পরিবারের কাছে মাথাপিছু ৩০০ থেকে ৪০০ টাকা চাঁদা হাতিয়ে নেয়।
গত শনিবার বিকেলে একপর্যায়ে আচার-আচরণে সন্দেহ হলে তাঁদের কাছে এনজিওর পরিচয়পত্র দেখতে চান স্থানীয়রা। এ সময় কৌশলে পালানোর চেষ্টা করলে উপস্থিতি জনতা তিন প্রতারককে ধরে থানা-পুলিশে খবর দেয়। পরে গভীর রাতে ঘটনাস্থল থেকে ওই তিন প্রতারককে পুলিশ আটক করে থানায় নিয়ে আসে।
মামলার বাদী শাহজাহান মণ্ডল বলেন, ‘অনুদান দেওয়ার কথা বলে এনজিওকর্মী পরিচয় দিয়ে একটি প্রতারক চক্র এলাকার দরিদ্র মানুষের কাছ থেকে অর্থ হাতিয়ে নেয়। পরে বিষয়টি বুঝতে পেরে আমরা প্রতারককে আটকে পুলিশে সোপর্দ করেছি।’
মামলার তদন্ত কর্মকর্তা ইসলামপুর থানার উপপরিদর্শক (এসআই) আব্দুল আলিম বলেন, ‘পুলিশি জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার তিনজন তাঁদের বিরুদ্ধে আনা অভিযোগ স্বীকার করেছেন। তাঁরা পেশাদার প্রতারক দলের সদস্য। এনজিওর সদস্য করার নামে গরু-ছাগল, হাঁস-মুরগিসহ বিভিন্ন সুযোগ-সুবিধার কথা বলে
এলাকার দরিদ্র মানুষের টাকা আত্মসাৎ করেছেন।’
ইসলামপুর থানার ওসি সুমন তালুকদার বলেন, এনজিওকর্মী পরিচয় দিয়ে দরিদ্র মানুষের কাছে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগে দায়েরকৃত মামলায় আদালতে হাজির করলে সংশ্লিষ্ট বিচারক জামিন নামঞ্জুর করে তিন প্রতারককে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন।
জামালপুরের ইসলামপুর উপজেলায় অস্তিত্বহীন এক এনজিওর কর্মীর পরিচয় দিয়ে আর্থিক অনুদানের প্রতিশ্রুতিতে দরিদ্র মানুষের অর্থ আত্মসাৎ করায় ৩ প্রতারককে কারাগারে পাঠিয়েছে আদালত। গতকাল রোববার সন্ধ্যায় ইসলামপুর থানায় দায়ের করা মামলায় জামালপুর জেলা ও দায়রা জজ আদালতের সংশ্লিষ্ট বিচারক তাঁদের কারাগারে পাঠানোর আদেশ দেন। ইসলামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন তালুকদার বিষয়টি নিশ্চিত করেন।
এর আগে রোববার বিকেলে উপজেলার সাপধরী ইউনিয়নের কাশারীডোবা গ্রামে মৃত হোসেন মণ্ডলের ছেলে ভুক্তভোগী শাহজাহান মণ্ডল বাদী হয়ে প্রতারকদের বিরুদ্ধে ইসলামপুর থানায় মামলা করেন।
যাঁদের কারাগারে পাঠানো হয়েছে তাঁরা হলেন মাদারগঞ্জ উপজেলার পশ্চিম নলছিয়া গ্রামের আব্দুস সালাম মণ্ডলের ছেলে শফিকুল ইসলাম (৩৪), ঝাড়কাটা নলছিয়া গ্রামের মৃত বাহাজউদ্দিনের ছেলে আনিছুর রহমান আনিছ (৪৭) এবং চর গোপালপুর গ্রামের মৃত শামছুল মণ্ডলের ছেলে রফিকুল ইসলাম (৩১)।
মামলা সূত্রে জানা যায়, পল্লী দারিদ্র্য কল্যাণ সংস্থা ঝাউপাড়া, কানাডা-বাংলাদেশ সংস্থা নামের একটি এনজিওর কর্মী পরিচয় দিয়ে যমুনা নদীর মধ্যবর্তী দুর্গম অঞ্চল সাপধরী এলাকায় কয়েক দিন ধরে প্রতারকেরা দরিদ্র লোকজনকে আর্থিক অনুদান দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে আসছিল। এ ছাড়া এনজিওর সদস্য করে গরু, ছাগল, হাঁস, মুরগিসহ বিভিন্ন সুযোগ-সুবিধা দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে প্রতারক চক্রটি অর্ধশতাধিক পরিবারের কাছে মাথাপিছু ৩০০ থেকে ৪০০ টাকা চাঁদা হাতিয়ে নেয়।
গত শনিবার বিকেলে একপর্যায়ে আচার-আচরণে সন্দেহ হলে তাঁদের কাছে এনজিওর পরিচয়পত্র দেখতে চান স্থানীয়রা। এ সময় কৌশলে পালানোর চেষ্টা করলে উপস্থিতি জনতা তিন প্রতারককে ধরে থানা-পুলিশে খবর দেয়। পরে গভীর রাতে ঘটনাস্থল থেকে ওই তিন প্রতারককে পুলিশ আটক করে থানায় নিয়ে আসে।
মামলার বাদী শাহজাহান মণ্ডল বলেন, ‘অনুদান দেওয়ার কথা বলে এনজিওকর্মী পরিচয় দিয়ে একটি প্রতারক চক্র এলাকার দরিদ্র মানুষের কাছ থেকে অর্থ হাতিয়ে নেয়। পরে বিষয়টি বুঝতে পেরে আমরা প্রতারককে আটকে পুলিশে সোপর্দ করেছি।’
মামলার তদন্ত কর্মকর্তা ইসলামপুর থানার উপপরিদর্শক (এসআই) আব্দুল আলিম বলেন, ‘পুলিশি জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার তিনজন তাঁদের বিরুদ্ধে আনা অভিযোগ স্বীকার করেছেন। তাঁরা পেশাদার প্রতারক দলের সদস্য। এনজিওর সদস্য করার নামে গরু-ছাগল, হাঁস-মুরগিসহ বিভিন্ন সুযোগ-সুবিধার কথা বলে
এলাকার দরিদ্র মানুষের টাকা আত্মসাৎ করেছেন।’
ইসলামপুর থানার ওসি সুমন তালুকদার বলেন, এনজিওকর্মী পরিচয় দিয়ে দরিদ্র মানুষের কাছে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগে দায়েরকৃত মামলায় আদালতে হাজির করলে সংশ্লিষ্ট বিচারক জামিন নামঞ্জুর করে তিন প্রতারককে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন।
জাতীয় নাগরিক পার্টি (এনসিপির) উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলমের বিরুদ্ধে মানহানি মামলা করেছেন বিএনপি নেতা। সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যায় বিএনপিকে জড়িয়ে অপপ্রচার করার অভিযোগে গাজীপুর আদালতে এ মামলা করেছেন তিনি।
২৩ দিন আগেলক্ষ্মীপুরে রামগতিতে নৌকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ফারুক হোসেন (৪০) নামে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত মারা গেছেন দুজন। এখনো চিকিৎসাধীন অবস্থায় আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন আরও দুজন। আজ মঙ্গলবার ভোরে জাতীয় বার্ন প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় ফারুক হোসেন মারা যান।
২৩ দিন আগেদুই বছর আগে ফেনী পৌরসভার সুমাইয়া হোসেন আনিকা যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে ফ্রিল্যান্সিং ও গ্রাফিক ডিজাইনের প্রশিক্ষণ নিয়েছিলেন। এরপর বিভিন্ন অনলাইন প্রতিষ্ঠানে চাকরির চেষ্টা করেও সফল হননি। এখন স্বামীর অনলাইন ব্যবসা দেখাশোনা করছেন। আনিকা বলেন, ‘প্রশিক্ষণ পেয়েছি, কিন্তু কাজের সুযোগ খুবই কম।’ আনিকার
২৩ দিন আগেচট্টগ্রাম বন্দরে আন্দোলন দমাতে টাকা দাবির ভিডিও ভাইরালের পর এবার জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) চট্টগ্রাম নগরের যুগ্ম সমন্বয়কারী নিজাম উদ্দিনকে কেন্দ্র থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে তাঁকে কেন স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না তাঁর লিখিত ব্যাখা আগামী ৪৮ ঘণ্টার মধ্যে দলকে জানানো কথা বলা হয়েছে।
২৩ দিন আগে