ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি
জামালপুরের ইসলামপুর উপজেলায় একটি পরীক্ষাকেন্দ্রে ভুল প্রশ্নপত্রে এসএসসি পরীক্ষা নেওয়ার অভিযোগ পাওয়া গেছে। ভুল প্রশ্নে পরীক্ষা নেওয়ার ১ ঘণ্টা পরে বিষয়টি নজরে আসে কর্তৃপক্ষের।
এতে তিন ঘণ্টার পরীক্ষা শেষ হয়েছে সাড়ে চার ঘণ্টায়। ময়মনসিংহ শিক্ষা বোর্ডের অধীনে ওই কেন্দ্রে সেট কোড-১ এর প্রশ্নপত্রে পরীক্ষা হওয়ার কথা থাকলেও, কেন্দ্র সচিবের ভুলে পরীক্ষার্থীদের মধ্যে সরবরাহ করা হয় সেট কোড-৩ এর প্রশ্নপত্র।
আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে উপজেলার ৪ নম্বর চর হাইস্কুল অ্যান্ড কলেজ পরীক্ষাকেন্দ্রে। এদিন বাংলা বিষয়ে পরীক্ষা ছিল।
উপজেলায় মোট ১০টি পরীক্ষাকেন্দ্রে এসএসসি, দাখিল ও ভকেশনাল পরীক্ষা সকাল ১০টায় একযোগে শুরু হলেও বিপত্তি দেখা দেয় ৪ নম্বর চর হাইস্কুল অ্যান্ড কলেজ পরীক্ষাকেন্দ্রে।
এ পরীক্ষাকেন্দ্রে বাংলা বিষয়ে ৩০ মিনিটে নৈর্ব্যক্তিক (এমসিকিউ) পরীক্ষা শেষে সাড়ে দশটায় ভুল করে সৃজনশীল (রচনামূলক) পরীক্ষার প্রশ্নপত্রের সেট কোড-১ বিতরণ না করে সেট কোড-৩ এর প্রশ্নপত্র বিতরণ করেন কেন্দ্রসচিব।
স্থানীয় সূত্রে জানা গেছে, আড়াই ঘণ্টার মধ্যে এক ঘণ্টাই ভুল প্রশ্নপত্রে পরীক্ষা দেয় পরীক্ষার্থীরা। বেলা সাড়ে ১১টায় বিষয়টি ধরা পড়ার পর বাকি সময় সঠিক প্রশ্নে পরীক্ষা নেওয়া হয়।
৪ নম্বর চর হাইস্কুল অ্যান্ড কলেজ, বেনুয়ারচর মোশারফ হোসেন উচ্চ বিদ্যালয়, ডিগ্রিরচর উচ্চ বিদ্যালয়, পোড়ারচর আব্দুস সাত্তার উচ্চ বিদ্যালয়, মেলান্দহ উপজেলার শ্যামপুর উচ্চ বিদ্যালয় এবং লক্ষ্মীপুর উচ্চ বিদ্যালয়ের ৪ নম্বর চর হাইস্কুল অ্যান্ড কলেজ পরীক্ষাকেন্দ্রে ৬৯৩ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নেওয়ার কথা। বাংলা বিষয়ে ৬৫২ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করেছে।
সরেজমিনে গিয়ে দেখা গেছে, দুপুর ১টায় পরীক্ষা শেষ হওয়ার কথা থাকলেও আড়াইটা পর্যন্ত চলে পরীক্ষা গ্রহণ। কেননা সাড়ে ১১টায় ভুল প্রশ্নের বিষয়টি জানাজানি হওয়ার পর নতুন প্রশ্নে ১২টায় পরীক্ষা শুরু করা হয়।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, পরীক্ষার আগে প্রশাসন পরীক্ষার্থীদের জন্য দুই সেট প্রশ্ন পাঠায় কেন্দ্রে। পরীক্ষা শুরু হওয়ার পাঁচ মিনিট আগে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কেন্দ্র সচিবের মোবাইলে খুদে বার্তা দিয়ে জানিয়ে দেন কোন সেটের প্রশ্নপত্রে পরীক্ষা নেওয়া হবে। ওই খুদে বার্তায় দেওয়া সেট নম্বর অনুযায়ী শিক্ষকেরা প্রশ্নপত্র সরবরাহ করেন।
পরীক্ষাকেন্দ্র সূত্রে জানা গেছে, ইউএনওর দেওয়া মোবাইল ফোনে খুদে বার্তা অনুযায়ী কোড-১ নম্বর সেটের প্রশ্নপত্রে পরীক্ষা নেওয়ার কথা ছিল। কিন্তু ভুল করে কোড-৩ নম্বর সেটের প্রশ্নপত্র পরীক্ষার্থীদের সরবরাহ করা হয়।
এ ভুলটি পরীক্ষা শুরু হওয়ার ১ ঘণ্টা পর শিক্ষকদের নজরে আসে। তখন পরীক্ষার্থীদের পুনরায় কোড-১ নম্বর সেটের প্রশ্নপত্র সরবরাহ করা হয় এবং ওই প্রশ্নপত্র অনুযায়ী পরীক্ষা দিতে বলা হয়।
নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক পরীক্ষার্থী জানায়, ভুল প্রশ্নপত্রে পরীক্ষা দেওয়ায় তাঁদের অন্তত দেড় ঘণ্টা সময় অপচয় হয়েছে। এ ছাড়া ভুল প্রশ্নপত্রে পরীক্ষা শুরু হওয়ার দেড় ঘণ্টা পর পুনরায় সঠিক প্রশ্নপত্রে পরীক্ষা দিতে গিয়ে তাঁরা মানসিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।
৪ নম্বর চর হাইস্কুল অ্যান্ড কলেজের সহকারী প্রধান শিক্ষক ও পরীক্ষাকেন্দ্রের সচিব সুলতানা বেগম আজকের পত্রিকাকে বলেন, ‘ভুলবশত প্রশ্নপত্রের সেট কোড-১ এর পরিবর্তে সেট কোড-৩ এর প্রশ্নপত্রে পরীক্ষা শুরু করা হয়েছিল। ৪০ মিনিট পরে বিষয়টি আমাদের নজরে আসে। পরে ইউএনও স্যারের সঙ্গে কথা বলে সঠিক প্রশ্নপত্রে পরীক্ষা নেওয়া হয়েছে।’
পরীক্ষাকেন্দ্রের তদারকি কর্মকর্তা ও উপজেলা সমবায় কর্মকর্তা মিলন কান্তি সাহা আজকের পত্রিকাকে বলেন, ‘কোড-১ নম্বর সেটের প্রশ্নপত্রের স্থলে ভুলক্রমে কোড-৩ নম্বর সেটের প্রশ্নপত্রে পরীক্ষা শুরু করার পর বিষয়টি আমার নজরে আসে। পরে তাৎক্ষণিকভাবে ইউএনও স্যারকে অবগতি করলে যতটুকু সময় ভুল প্রশ্নপত্রে অপচয় হয়েছে, পরীক্ষার্থীদের ওই সময়টা বাড়িয়ে দিয়ে পুনরায় সঠিক প্রশ্নপত্রে পরীক্ষা গ্রহণ করতে নির্দেশনা দেন।’
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা গোলাম মোস্তফা বলেন, ‘বিষয়টি সমাধান হয়ে গেছে। পরীক্ষার্থীদের সময় বাড়িয়ে দিয়ে দুপুর আড়াইটায় পরীক্ষা শেষ করা হয়েছে।’
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সিরাজুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘ভুল প্রশ্নপত্রে পরীক্ষা নেওয়ার বিষয়টি জানার পর আমি ময়মনসিংহ শিক্ষা বোর্ড কর্তৃপক্ষের অনুমতিক্রমে সঠিক প্রশ্নপত্রে পরীক্ষা নেওয়ার ব্যবস্থা করা হয়েছে।’
জামালপুরের ইসলামপুর উপজেলায় একটি পরীক্ষাকেন্দ্রে ভুল প্রশ্নপত্রে এসএসসি পরীক্ষা নেওয়ার অভিযোগ পাওয়া গেছে। ভুল প্রশ্নে পরীক্ষা নেওয়ার ১ ঘণ্টা পরে বিষয়টি নজরে আসে কর্তৃপক্ষের।
এতে তিন ঘণ্টার পরীক্ষা শেষ হয়েছে সাড়ে চার ঘণ্টায়। ময়মনসিংহ শিক্ষা বোর্ডের অধীনে ওই কেন্দ্রে সেট কোড-১ এর প্রশ্নপত্রে পরীক্ষা হওয়ার কথা থাকলেও, কেন্দ্র সচিবের ভুলে পরীক্ষার্থীদের মধ্যে সরবরাহ করা হয় সেট কোড-৩ এর প্রশ্নপত্র।
আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে উপজেলার ৪ নম্বর চর হাইস্কুল অ্যান্ড কলেজ পরীক্ষাকেন্দ্রে। এদিন বাংলা বিষয়ে পরীক্ষা ছিল।
উপজেলায় মোট ১০টি পরীক্ষাকেন্দ্রে এসএসসি, দাখিল ও ভকেশনাল পরীক্ষা সকাল ১০টায় একযোগে শুরু হলেও বিপত্তি দেখা দেয় ৪ নম্বর চর হাইস্কুল অ্যান্ড কলেজ পরীক্ষাকেন্দ্রে।
এ পরীক্ষাকেন্দ্রে বাংলা বিষয়ে ৩০ মিনিটে নৈর্ব্যক্তিক (এমসিকিউ) পরীক্ষা শেষে সাড়ে দশটায় ভুল করে সৃজনশীল (রচনামূলক) পরীক্ষার প্রশ্নপত্রের সেট কোড-১ বিতরণ না করে সেট কোড-৩ এর প্রশ্নপত্র বিতরণ করেন কেন্দ্রসচিব।
স্থানীয় সূত্রে জানা গেছে, আড়াই ঘণ্টার মধ্যে এক ঘণ্টাই ভুল প্রশ্নপত্রে পরীক্ষা দেয় পরীক্ষার্থীরা। বেলা সাড়ে ১১টায় বিষয়টি ধরা পড়ার পর বাকি সময় সঠিক প্রশ্নে পরীক্ষা নেওয়া হয়।
৪ নম্বর চর হাইস্কুল অ্যান্ড কলেজ, বেনুয়ারচর মোশারফ হোসেন উচ্চ বিদ্যালয়, ডিগ্রিরচর উচ্চ বিদ্যালয়, পোড়ারচর আব্দুস সাত্তার উচ্চ বিদ্যালয়, মেলান্দহ উপজেলার শ্যামপুর উচ্চ বিদ্যালয় এবং লক্ষ্মীপুর উচ্চ বিদ্যালয়ের ৪ নম্বর চর হাইস্কুল অ্যান্ড কলেজ পরীক্ষাকেন্দ্রে ৬৯৩ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নেওয়ার কথা। বাংলা বিষয়ে ৬৫২ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করেছে।
সরেজমিনে গিয়ে দেখা গেছে, দুপুর ১টায় পরীক্ষা শেষ হওয়ার কথা থাকলেও আড়াইটা পর্যন্ত চলে পরীক্ষা গ্রহণ। কেননা সাড়ে ১১টায় ভুল প্রশ্নের বিষয়টি জানাজানি হওয়ার পর নতুন প্রশ্নে ১২টায় পরীক্ষা শুরু করা হয়।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, পরীক্ষার আগে প্রশাসন পরীক্ষার্থীদের জন্য দুই সেট প্রশ্ন পাঠায় কেন্দ্রে। পরীক্ষা শুরু হওয়ার পাঁচ মিনিট আগে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কেন্দ্র সচিবের মোবাইলে খুদে বার্তা দিয়ে জানিয়ে দেন কোন সেটের প্রশ্নপত্রে পরীক্ষা নেওয়া হবে। ওই খুদে বার্তায় দেওয়া সেট নম্বর অনুযায়ী শিক্ষকেরা প্রশ্নপত্র সরবরাহ করেন।
পরীক্ষাকেন্দ্র সূত্রে জানা গেছে, ইউএনওর দেওয়া মোবাইল ফোনে খুদে বার্তা অনুযায়ী কোড-১ নম্বর সেটের প্রশ্নপত্রে পরীক্ষা নেওয়ার কথা ছিল। কিন্তু ভুল করে কোড-৩ নম্বর সেটের প্রশ্নপত্র পরীক্ষার্থীদের সরবরাহ করা হয়।
এ ভুলটি পরীক্ষা শুরু হওয়ার ১ ঘণ্টা পর শিক্ষকদের নজরে আসে। তখন পরীক্ষার্থীদের পুনরায় কোড-১ নম্বর সেটের প্রশ্নপত্র সরবরাহ করা হয় এবং ওই প্রশ্নপত্র অনুযায়ী পরীক্ষা দিতে বলা হয়।
নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক পরীক্ষার্থী জানায়, ভুল প্রশ্নপত্রে পরীক্ষা দেওয়ায় তাঁদের অন্তত দেড় ঘণ্টা সময় অপচয় হয়েছে। এ ছাড়া ভুল প্রশ্নপত্রে পরীক্ষা শুরু হওয়ার দেড় ঘণ্টা পর পুনরায় সঠিক প্রশ্নপত্রে পরীক্ষা দিতে গিয়ে তাঁরা মানসিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।
৪ নম্বর চর হাইস্কুল অ্যান্ড কলেজের সহকারী প্রধান শিক্ষক ও পরীক্ষাকেন্দ্রের সচিব সুলতানা বেগম আজকের পত্রিকাকে বলেন, ‘ভুলবশত প্রশ্নপত্রের সেট কোড-১ এর পরিবর্তে সেট কোড-৩ এর প্রশ্নপত্রে পরীক্ষা শুরু করা হয়েছিল। ৪০ মিনিট পরে বিষয়টি আমাদের নজরে আসে। পরে ইউএনও স্যারের সঙ্গে কথা বলে সঠিক প্রশ্নপত্রে পরীক্ষা নেওয়া হয়েছে।’
পরীক্ষাকেন্দ্রের তদারকি কর্মকর্তা ও উপজেলা সমবায় কর্মকর্তা মিলন কান্তি সাহা আজকের পত্রিকাকে বলেন, ‘কোড-১ নম্বর সেটের প্রশ্নপত্রের স্থলে ভুলক্রমে কোড-৩ নম্বর সেটের প্রশ্নপত্রে পরীক্ষা শুরু করার পর বিষয়টি আমার নজরে আসে। পরে তাৎক্ষণিকভাবে ইউএনও স্যারকে অবগতি করলে যতটুকু সময় ভুল প্রশ্নপত্রে অপচয় হয়েছে, পরীক্ষার্থীদের ওই সময়টা বাড়িয়ে দিয়ে পুনরায় সঠিক প্রশ্নপত্রে পরীক্ষা গ্রহণ করতে নির্দেশনা দেন।’
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা গোলাম মোস্তফা বলেন, ‘বিষয়টি সমাধান হয়ে গেছে। পরীক্ষার্থীদের সময় বাড়িয়ে দিয়ে দুপুর আড়াইটায় পরীক্ষা শেষ করা হয়েছে।’
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সিরাজুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘ভুল প্রশ্নপত্রে পরীক্ষা নেওয়ার বিষয়টি জানার পর আমি ময়মনসিংহ শিক্ষা বোর্ড কর্তৃপক্ষের অনুমতিক্রমে সঠিক প্রশ্নপত্রে পরীক্ষা নেওয়ার ব্যবস্থা করা হয়েছে।’
জাতীয় নাগরিক পার্টি (এনসিপির) উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলমের বিরুদ্ধে মানহানি মামলা করেছেন বিএনপি নেতা। সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যায় বিএনপিকে জড়িয়ে অপপ্রচার করার অভিযোগে গাজীপুর আদালতে এ মামলা করেছেন তিনি।
২৩ দিন আগেলক্ষ্মীপুরে রামগতিতে নৌকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ফারুক হোসেন (৪০) নামে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত মারা গেছেন দুজন। এখনো চিকিৎসাধীন অবস্থায় আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন আরও দুজন। আজ মঙ্গলবার ভোরে জাতীয় বার্ন প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় ফারুক হোসেন মারা যান।
২৩ দিন আগেদুই বছর আগে ফেনী পৌরসভার সুমাইয়া হোসেন আনিকা যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে ফ্রিল্যান্সিং ও গ্রাফিক ডিজাইনের প্রশিক্ষণ নিয়েছিলেন। এরপর বিভিন্ন অনলাইন প্রতিষ্ঠানে চাকরির চেষ্টা করেও সফল হননি। এখন স্বামীর অনলাইন ব্যবসা দেখাশোনা করছেন। আনিকা বলেন, ‘প্রশিক্ষণ পেয়েছি, কিন্তু কাজের সুযোগ খুবই কম।’ আনিকার
২৩ দিন আগেচট্টগ্রাম বন্দরে আন্দোলন দমাতে টাকা দাবির ভিডিও ভাইরালের পর এবার জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) চট্টগ্রাম নগরের যুগ্ম সমন্বয়কারী নিজাম উদ্দিনকে কেন্দ্র থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে তাঁকে কেন স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না তাঁর লিখিত ব্যাখা আগামী ৪৮ ঘণ্টার মধ্যে দলকে জানানো কথা বলা হয়েছে।
২৩ দিন আগে