এম কে দোলন বিশ্বাস, ইসলামপুর (জামালপুর)
জামালপুরের ইসলামপুর পৌরসভার পুরোনো পাথরঘাটা এলাকায় বাইপাস রোডের পাশে ফেলা হচ্ছে আবর্জনা। পৌর কর্তৃপক্ষের রাখা আবর্জনার স্তূপ দিনে দিনে বড় হচ্ছে। এতে দুর্গন্ধ ছড়ানোয় নাক চেপে সড়কে যাতায়াত করছেন পথচারী।
খোদ পৌর এলাকায় অনেক পরিমাণের আবর্জনা দেখে হতবাক হচ্ছেন স্থানীয় সচেতন মহলসহ পথচারী। আবর্জনা কয়েক বছর ধরে রাখা হলেও সম্প্রতি স্তূপের আকার বাড়তে থাকায় বিষয়টি স্থানীয়দের মধ্যে আলোচনা হচ্ছে। পৌর মেয়র বলছেন, ‘শিগগিরই সমস্যা সমাধান করা হবে।’ স্থানীয় লোকজন জানান, শিগগিরই আবর্জনা অপসারণ করা না হলে সড়কে যাতায়াতে সমস্যা বাড়বে।
পৌরসভা কার্যালয় থেকে জানা গেছে, অনেক দিন ধরে পাটনীপাড়া পাথরঘাটা এলাকায় বাইপাস রোডের পাশে আবর্জনা ফেলে আসছে পৌর কর্তৃপক্ষ। এর আগে ট্রাকে করে আবর্জনা ফেলা হতো ব্রহ্মপুত্র নদে। অনেক দিন ধরে পৌর শহরের বিভিন্ন এলাকা থেকে বিভিন্ন গাড়িতে করে আবর্জনা ফেলা হচ্ছে ওই সড়কের পাশে।
সরেজমিনে দেখা গেছে, জামালপুর-দেওয়ানগঞ্জ বাইপাস সড়কের পাশে পাটনীপাড়া পাথরঘাঁটি এলাকায় স্তূপ হয়ে আছে আবর্জনা। প্রতিদিনই পৌর শহরবাসীর বিভিন্ন স্থানে ফেলানো মিশ্রিত আবর্জনার ওই স্তূপের আকার বাড়ছে। বৃষ্টির পানিতে আবর্জনার পচন ধরে দুর্গন্ধ ছড়াচ্ছে সড়কের আশপাশের এলাকাজুড়ে। আবর্জনার দুর্গন্ধে সড়কে যাতায়াতে পথচারীরা দুর্ভোগের শিকার হচ্ছেন। দিনরাত সড়কে যাতায়াত করে হাজার হাজার যানবাহন এবং পথচারী। আবর্জনার দুর্গন্ধে এড়াতে পাথচারী নাক চেপে ধরে সড়কে যাতায়াত করেন।
পাটনীপাড়া এলাকার বাসিন্দা কৃষক আকবর আলী বলেন, ‘আবর্জনার দুর্গন্ধে সড়কে যাতায়াতে দুর্ভোগের শিকার হওয়াসহ বসতবাড়িতেও থাকা যাচ্ছে না। বাতাস বইয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে বেড়ে যায় দুর্গন্ধের মাত্রা। শিগগিরই আবর্জনা অপসারণ করা না হলে আরও সমস্যা হবে।’
পৌর শহরের ধর্মকুড়া এলাকার কলেজ শিক্ষার্থী রাসেল মিয়া ও পারভীন আক্তার এবং ব্যবসায়ী সোহেল মিয়া বলেন, ‘আশপাশের এলাকাজুড়ে আবর্জনা দুর্গন্ধ ছড়াচ্ছে। বিশেষ করে পূর্ব দিকে থেকে বাতাস বইলে দুর্গন্ধের মাত্রা বেড়ে যায়। এতে বসবাস করা কষ্ট হচ্ছে।’
স্থানীয় মানুষের দুর্ভোগ হওয়ায় আবর্জনা দ্রুত অন্যত্র সরিয়ে নেওয়া প্রয়োজন বলে জানান স্থানীয় স্বেচ্ছাসেবী দরিয়াবাদ সেবা সংগঠনের সভাপতি মো. সাজু মিয়া।
পৌর মেয়র আব্দুল কাদের সেখ বলেন, ‘বাইপাস সড়ক থেকে আবর্জনার স্তূপ সরিয়ে নিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। পৌর শহরের আবর্জনা নির্ধারিত জায়গায় রাখতে ইতিমধ্যে জমি বন্দোবস্ত করা হয়েছে। আশা রাখি, খুব দ্রুতই সমস্যা সমাধান হয়ে যাবে।’
জামালপুরের ইসলামপুর পৌরসভার পুরোনো পাথরঘাটা এলাকায় বাইপাস রোডের পাশে ফেলা হচ্ছে আবর্জনা। পৌর কর্তৃপক্ষের রাখা আবর্জনার স্তূপ দিনে দিনে বড় হচ্ছে। এতে দুর্গন্ধ ছড়ানোয় নাক চেপে সড়কে যাতায়াত করছেন পথচারী।
খোদ পৌর এলাকায় অনেক পরিমাণের আবর্জনা দেখে হতবাক হচ্ছেন স্থানীয় সচেতন মহলসহ পথচারী। আবর্জনা কয়েক বছর ধরে রাখা হলেও সম্প্রতি স্তূপের আকার বাড়তে থাকায় বিষয়টি স্থানীয়দের মধ্যে আলোচনা হচ্ছে। পৌর মেয়র বলছেন, ‘শিগগিরই সমস্যা সমাধান করা হবে।’ স্থানীয় লোকজন জানান, শিগগিরই আবর্জনা অপসারণ করা না হলে সড়কে যাতায়াতে সমস্যা বাড়বে।
পৌরসভা কার্যালয় থেকে জানা গেছে, অনেক দিন ধরে পাটনীপাড়া পাথরঘাটা এলাকায় বাইপাস রোডের পাশে আবর্জনা ফেলে আসছে পৌর কর্তৃপক্ষ। এর আগে ট্রাকে করে আবর্জনা ফেলা হতো ব্রহ্মপুত্র নদে। অনেক দিন ধরে পৌর শহরের বিভিন্ন এলাকা থেকে বিভিন্ন গাড়িতে করে আবর্জনা ফেলা হচ্ছে ওই সড়কের পাশে।
সরেজমিনে দেখা গেছে, জামালপুর-দেওয়ানগঞ্জ বাইপাস সড়কের পাশে পাটনীপাড়া পাথরঘাঁটি এলাকায় স্তূপ হয়ে আছে আবর্জনা। প্রতিদিনই পৌর শহরবাসীর বিভিন্ন স্থানে ফেলানো মিশ্রিত আবর্জনার ওই স্তূপের আকার বাড়ছে। বৃষ্টির পানিতে আবর্জনার পচন ধরে দুর্গন্ধ ছড়াচ্ছে সড়কের আশপাশের এলাকাজুড়ে। আবর্জনার দুর্গন্ধে সড়কে যাতায়াতে পথচারীরা দুর্ভোগের শিকার হচ্ছেন। দিনরাত সড়কে যাতায়াত করে হাজার হাজার যানবাহন এবং পথচারী। আবর্জনার দুর্গন্ধে এড়াতে পাথচারী নাক চেপে ধরে সড়কে যাতায়াত করেন।
পাটনীপাড়া এলাকার বাসিন্দা কৃষক আকবর আলী বলেন, ‘আবর্জনার দুর্গন্ধে সড়কে যাতায়াতে দুর্ভোগের শিকার হওয়াসহ বসতবাড়িতেও থাকা যাচ্ছে না। বাতাস বইয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে বেড়ে যায় দুর্গন্ধের মাত্রা। শিগগিরই আবর্জনা অপসারণ করা না হলে আরও সমস্যা হবে।’
পৌর শহরের ধর্মকুড়া এলাকার কলেজ শিক্ষার্থী রাসেল মিয়া ও পারভীন আক্তার এবং ব্যবসায়ী সোহেল মিয়া বলেন, ‘আশপাশের এলাকাজুড়ে আবর্জনা দুর্গন্ধ ছড়াচ্ছে। বিশেষ করে পূর্ব দিকে থেকে বাতাস বইলে দুর্গন্ধের মাত্রা বেড়ে যায়। এতে বসবাস করা কষ্ট হচ্ছে।’
স্থানীয় মানুষের দুর্ভোগ হওয়ায় আবর্জনা দ্রুত অন্যত্র সরিয়ে নেওয়া প্রয়োজন বলে জানান স্থানীয় স্বেচ্ছাসেবী দরিয়াবাদ সেবা সংগঠনের সভাপতি মো. সাজু মিয়া।
পৌর মেয়র আব্দুল কাদের সেখ বলেন, ‘বাইপাস সড়ক থেকে আবর্জনার স্তূপ সরিয়ে নিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। পৌর শহরের আবর্জনা নির্ধারিত জায়গায় রাখতে ইতিমধ্যে জমি বন্দোবস্ত করা হয়েছে। আশা রাখি, খুব দ্রুতই সমস্যা সমাধান হয়ে যাবে।’
জাতীয় নাগরিক পার্টি (এনসিপির) উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলমের বিরুদ্ধে মানহানি মামলা করেছেন বিএনপি নেতা। সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যায় বিএনপিকে জড়িয়ে অপপ্রচার করার অভিযোগে গাজীপুর আদালতে এ মামলা করেছেন তিনি।
১২ আগস্ট ২০২৫লক্ষ্মীপুরে রামগতিতে নৌকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ফারুক হোসেন (৪০) নামে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত মারা গেছেন দুজন। এখনো চিকিৎসাধীন অবস্থায় আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন আরও দুজন। আজ মঙ্গলবার ভোরে জাতীয় বার্ন প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় ফারুক হোসেন মারা যান।
১২ আগস্ট ২০২৫দুই বছর আগে ফেনী পৌরসভার সুমাইয়া হোসেন আনিকা যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে ফ্রিল্যান্সিং ও গ্রাফিক ডিজাইনের প্রশিক্ষণ নিয়েছিলেন। এরপর বিভিন্ন অনলাইন প্রতিষ্ঠানে চাকরির চেষ্টা করেও সফল হননি। এখন স্বামীর অনলাইন ব্যবসা দেখাশোনা করছেন। আনিকা বলেন, ‘প্রশিক্ষণ পেয়েছি, কিন্তু কাজের সুযোগ খুবই কম।’ আনিকার
১২ আগস্ট ২০২৫চট্টগ্রাম বন্দরে আন্দোলন দমাতে টাকা দাবির ভিডিও ভাইরালের পর এবার জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) চট্টগ্রাম নগরের যুগ্ম সমন্বয়কারী নিজাম উদ্দিনকে কেন্দ্র থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে তাঁকে কেন স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না তাঁর লিখিত ব্যাখা আগামী ৪৮ ঘণ্টার মধ্যে দলকে জানানো কথা বলা হয়েছে।
১২ আগস্ট ২০২৫