জামালপুর প্রতিনিধি
জামালপুরের ইসলামপুরে বিদ্যালয়ের পাঠদান বন্ধ রেখে অনুষ্ঠিত হল আওয়ামী লীগের কর্মী সমাবেশ। সেখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও ধর্মমন্ত্রী ফরিদুল হক খান দুলাল।
আজ রোববার বিকেল ৪টার দিকে চর গোয়ালিনী ইউনিয়নের ডিগ্রির চর উচ্চ বিদ্যালয়ের সামনের মাঠে শুরু হয় কর্মী সমাবেশ। শেষ হয় সন্ধ্যা ৬টার দিকে। ৪টায় শুরু হলেও বেলা ১টা থেকেই উচ্চ শব্দে মাইকিংসহ সকাল থেকে পাঠদান কার্যক্রম বন্ধ রাখে স্কুল কর্তৃপক্ষ।
মন্ত্রীকে স্বাগত জানানোর জন্য কয়েক ঘণ্টা অপেক্ষার পর বিকেল ৪টার দিকে স্কুল শিক্ষার্থীদের মাঠের প্রবেশ পথে দুই পাশে দাঁড় করিয়ে মন্ত্রীকে বরণ করা হয়। সেখানে ধর্মমন্ত্রীকে স্বাগত জানান বিদ্যালয়ের শিক্ষার্থীরা।
কয়েকজন শিক্ষার্থী জানায়, আজ রোববার ৫টি থেকে ৬টি ক্লাস করার কথা ছিল। কিন্তু অনুষ্ঠানের কারণে একটি ক্লাস করিয়েই পাঠদান কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়। পরে কিছু শিক্ষার্থীদের কয়েক ঘণ্টা অপেক্ষা করোনার পর মাঠে নামিয়ে সারিবদ্ধ করে মন্ত্রীকে স্বাগত জানানোর জন্য বেশ কিছুক্ষণ দাঁড় করিয়ে রাখা হয়।
কয়েকজন অভিভাবক বলেন ‘আমাদের সন্তানদের রাজনীতি করার জন্য স্কুলে পাঠাই না। তাদের আমরা লেখাপড়া করার জন্য স্কুলে পাঠানো হয়। কেন ক্লাস বন্ধ রেখে রাজনৈতিক অনুষ্ঠান করা হল। আবার আমাদের সন্তানদের দাঁড় করিয়ে রেখে মন্ত্রীকে স্বাগত জানানো হলো কেন। তাদের যা ইচ্ছা তারা তাই করল। মনে হচ্ছে দেশে কোনো নিয়ম নেই, কোনো আইন নেই।’
স্কুলে পাঠ দান বন্ধ করে রাজনৈতিক অনুষ্ঠানের বিষয়ে কথা বলতে ডিগ্রির চর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুস সালামের মোবাইল ফোনে আজ রোববার বিকেল ও সন্ধ্যায় কয়েকবার ফোন করা হলেও তিনি ফোনটি রিসিভ করেননি।
কর্মী সমাবেশের সভাপতি চরগোয়ালিনী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নুরভক্ত দুদু মোল্লার সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ করে না পেলেও অনুষ্ঠানটির সঞ্চালক চরগোয়ালিনী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল হালিম মোবাইল ফোনে বলেন- ‘সাড়ে ৩টায় মাইকিং শুরু হয়েছে। আর মন্ত্রী এসেছেন বিকেল ৪টার দিকে। এতে স্কুলের ক্লাসের কোনো ক্ষতি হওয়ার কথা না। আর একজন মন্ত্রীকে স্কুলে এনে কিছু দাবির কথা বলা হয়েছে। তাই স্কুল মাঠে অনুষ্ঠান করা হয়েছে।’
এ সব বিষয়ে ইসলামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা সিরাজুল ইসলাম মোবাইল ফোনে বলেন, ‘বিষয়টি আমার জানা নেই। তবে স্কুল বা পাঠদান কার্যক্রম বন্ধ রেখে কোনো রাজনৈতিক অনুষ্ঠান করার সুযোগ নেই। কে কীভাবে অনুষ্ঠানটি করল তাদেরকে জিজ্ঞাসা করেন। কেউ অভিযোগ দিলে আমি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব।’
চর গেয়ালীনী ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে এই কর্মী সভায় সভাপতিত্ব করেন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নুরভক্ত দুদু মোল্লা।
এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও ধর্মমন্ত্রী ফরিদুল হক খান দুলাল এমপি। এ ছাড়াও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুস সালামসহ ৫ জনকে বিশেষ অতিথি করা হয়।
জামালপুরের ইসলামপুরে বিদ্যালয়ের পাঠদান বন্ধ রেখে অনুষ্ঠিত হল আওয়ামী লীগের কর্মী সমাবেশ। সেখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও ধর্মমন্ত্রী ফরিদুল হক খান দুলাল।
আজ রোববার বিকেল ৪টার দিকে চর গোয়ালিনী ইউনিয়নের ডিগ্রির চর উচ্চ বিদ্যালয়ের সামনের মাঠে শুরু হয় কর্মী সমাবেশ। শেষ হয় সন্ধ্যা ৬টার দিকে। ৪টায় শুরু হলেও বেলা ১টা থেকেই উচ্চ শব্দে মাইকিংসহ সকাল থেকে পাঠদান কার্যক্রম বন্ধ রাখে স্কুল কর্তৃপক্ষ।
মন্ত্রীকে স্বাগত জানানোর জন্য কয়েক ঘণ্টা অপেক্ষার পর বিকেল ৪টার দিকে স্কুল শিক্ষার্থীদের মাঠের প্রবেশ পথে দুই পাশে দাঁড় করিয়ে মন্ত্রীকে বরণ করা হয়। সেখানে ধর্মমন্ত্রীকে স্বাগত জানান বিদ্যালয়ের শিক্ষার্থীরা।
কয়েকজন শিক্ষার্থী জানায়, আজ রোববার ৫টি থেকে ৬টি ক্লাস করার কথা ছিল। কিন্তু অনুষ্ঠানের কারণে একটি ক্লাস করিয়েই পাঠদান কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়। পরে কিছু শিক্ষার্থীদের কয়েক ঘণ্টা অপেক্ষা করোনার পর মাঠে নামিয়ে সারিবদ্ধ করে মন্ত্রীকে স্বাগত জানানোর জন্য বেশ কিছুক্ষণ দাঁড় করিয়ে রাখা হয়।
কয়েকজন অভিভাবক বলেন ‘আমাদের সন্তানদের রাজনীতি করার জন্য স্কুলে পাঠাই না। তাদের আমরা লেখাপড়া করার জন্য স্কুলে পাঠানো হয়। কেন ক্লাস বন্ধ রেখে রাজনৈতিক অনুষ্ঠান করা হল। আবার আমাদের সন্তানদের দাঁড় করিয়ে রেখে মন্ত্রীকে স্বাগত জানানো হলো কেন। তাদের যা ইচ্ছা তারা তাই করল। মনে হচ্ছে দেশে কোনো নিয়ম নেই, কোনো আইন নেই।’
স্কুলে পাঠ দান বন্ধ করে রাজনৈতিক অনুষ্ঠানের বিষয়ে কথা বলতে ডিগ্রির চর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুস সালামের মোবাইল ফোনে আজ রোববার বিকেল ও সন্ধ্যায় কয়েকবার ফোন করা হলেও তিনি ফোনটি রিসিভ করেননি।
কর্মী সমাবেশের সভাপতি চরগোয়ালিনী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নুরভক্ত দুদু মোল্লার সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ করে না পেলেও অনুষ্ঠানটির সঞ্চালক চরগোয়ালিনী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল হালিম মোবাইল ফোনে বলেন- ‘সাড়ে ৩টায় মাইকিং শুরু হয়েছে। আর মন্ত্রী এসেছেন বিকেল ৪টার দিকে। এতে স্কুলের ক্লাসের কোনো ক্ষতি হওয়ার কথা না। আর একজন মন্ত্রীকে স্কুলে এনে কিছু দাবির কথা বলা হয়েছে। তাই স্কুল মাঠে অনুষ্ঠান করা হয়েছে।’
এ সব বিষয়ে ইসলামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা সিরাজুল ইসলাম মোবাইল ফোনে বলেন, ‘বিষয়টি আমার জানা নেই। তবে স্কুল বা পাঠদান কার্যক্রম বন্ধ রেখে কোনো রাজনৈতিক অনুষ্ঠান করার সুযোগ নেই। কে কীভাবে অনুষ্ঠানটি করল তাদেরকে জিজ্ঞাসা করেন। কেউ অভিযোগ দিলে আমি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব।’
চর গেয়ালীনী ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে এই কর্মী সভায় সভাপতিত্ব করেন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নুরভক্ত দুদু মোল্লা।
এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও ধর্মমন্ত্রী ফরিদুল হক খান দুলাল এমপি। এ ছাড়াও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুস সালামসহ ৫ জনকে বিশেষ অতিথি করা হয়।
জাতীয় নাগরিক পার্টি (এনসিপির) উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলমের বিরুদ্ধে মানহানি মামলা করেছেন বিএনপি নেতা। সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যায় বিএনপিকে জড়িয়ে অপপ্রচার করার অভিযোগে গাজীপুর আদালতে এ মামলা করেছেন তিনি।
২৩ দিন আগেলক্ষ্মীপুরে রামগতিতে নৌকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ফারুক হোসেন (৪০) নামে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত মারা গেছেন দুজন। এখনো চিকিৎসাধীন অবস্থায় আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন আরও দুজন। আজ মঙ্গলবার ভোরে জাতীয় বার্ন প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় ফারুক হোসেন মারা যান।
২৩ দিন আগেদুই বছর আগে ফেনী পৌরসভার সুমাইয়া হোসেন আনিকা যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে ফ্রিল্যান্সিং ও গ্রাফিক ডিজাইনের প্রশিক্ষণ নিয়েছিলেন। এরপর বিভিন্ন অনলাইন প্রতিষ্ঠানে চাকরির চেষ্টা করেও সফল হননি। এখন স্বামীর অনলাইন ব্যবসা দেখাশোনা করছেন। আনিকা বলেন, ‘প্রশিক্ষণ পেয়েছি, কিন্তু কাজের সুযোগ খুবই কম।’ আনিকার
২৩ দিন আগেচট্টগ্রাম বন্দরে আন্দোলন দমাতে টাকা দাবির ভিডিও ভাইরালের পর এবার জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) চট্টগ্রাম নগরের যুগ্ম সমন্বয়কারী নিজাম উদ্দিনকে কেন্দ্র থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে তাঁকে কেন স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না তাঁর লিখিত ব্যাখা আগামী ৪৮ ঘণ্টার মধ্যে দলকে জানানো কথা বলা হয়েছে।
২৩ দিন আগে