ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি
ধর্ম প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান দুলালের সম্পত্তি গত ১৫ বছরে ৮৬ গুণ বেড়েছে। নবম জাতীয় সংসদ নির্বাচনে তাঁর অস্থাবর সম্পত্তির পরিমাণ ছিল ৫ লাখ ৪৯ হাজার ১৬৪ টাকা। এখন তা বেড়ে দাঁড়িয়েছে ৪ কোটি ৭১ লাখ ৫১ হাজার ৫১২ টাকায়।
একই সময়ে ধর্ম প্রতিমন্ত্রীর বার্ষিক আয় বেড়েছে ৩২ গুণ। ২০০৮ সালে তাঁর বার্ষিক আয় ছিল ২ লাখ ৫ হাজার ৪২৭ টাকা। এখন তা বেড়ে হয়েছে ৬৫ লাখ ৭১ হাজার ৬৩৮ টাকা। কৃষি খাত, অ্যাপার্টমেন্ট ভাড়া, ব্যবসা, ব্যাংক আমানত, মৎস্য খাত ও প্রতিমন্ত্রী হিসেবে পাওয়া সম্মানী থেকে তাঁর এই আয় হয়। ২০০৮ সালে কৃষি ও ব্যবসায় প্রতিমন্ত্রীর ২ লাখ ৫ হাজার ৪২৭ টাকা আয় ছিল।
গত নির্বাচনের সময় ফরিদুল হক খান দুলালের হাতে নগদ ৭ লাখ ৬৫ হাজার টাকা থাকলেও বর্তমানে নগদ অর্থের পরিমাণ ১ কোটি ২৬ লাখ ৫ হাজার ৫৫৭ টাকা। তা ছাড়া ব্যবসাবহির্ভূত ১ কোটি ৯৫ লাখ ১২ হাজার ৩৭৯ টাকা রয়েছে। ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে জমা অর্থের পরিমাণ ৮১ লাখ ৪০ হাজার ৮১৩ টাকা।
ওই সময় প্রতিমন্ত্রীর স্ত্রী আফরোজা হকের হাতে নগদ ১৫ হাজার টাকা থাকলেও বর্তমানে নগদ অর্থের পরিমাণ দেখানো হয়েছে ব্যবসা খাতে ১৪ লাখ ৭৯ হাজার ৫০০ টাকা এবং ব্যবসাবহির্ভূত ২৬ লাখ ২৫ হাজার ৭৭৯ টাকা।
নবম থেকে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রার্থী হয়ে হলফনামায় যে আর্থিক বিবরণ দিয়েছেন, তা পর্যালোচনা করে প্রতিমন্ত্রীর আয় ও সম্পদ বৃদ্ধির এসব তথ্য পাওয়া গেছে।
ফরিদুল হক খান দুলাল ২০০৮ সালে প্রথমবার সংসদ নির্বাচনে বিজয়ী হন। এরপর ২০১৪ ও ২০১৮ সালের নির্বাচনেও সংসদ সদস্য হন তিনি। বর্তমান আমলে তিনি ধর্ম মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করছেন।
এবারের হলফনামায় পৈতৃক সূত্রে পাওয়া স্থাবর সম্পত্তির হিসাবে ২ দশমিক ৩২ একর কৃষি ও ১২ দশমিক ৫ শতাংশ অকৃষি জমি দেখিয়েছেন ফরিদুল হক খান দুলাল। তবে এই সম্পদের মূল্য কত, তা উল্লেখ করেননি। ২০০৮ সালে নিজের কোনো গাড়ি না থাকলেও এবার ৬১ লাখ ২৭ হাজার ৭৬৩ টাকা মূল্যের একটি জিপ গাড়ি আছে তাঁর। নবম জাতীয় সংসদ নির্বাচনের আগে প্রতিমন্ত্রী ফরিদুল হক খান দুলালের স্বর্ণ ছিল ১৫ ভরি। মূল্য ধরা হয়েছিল ৬৫ হাজার টাকা। এবারের হলফনামায়ও একই পরিমাণ স্বর্ণের একই দাম ধরা হয়েছে।
নবম জাতীয় সংসদ নির্বাচনের সময় ফরিদুল হক খান দুলালের অস্থাবর সম্পদ ছিল ৫ লাখ ৪৯ হাজার ১৬৪ টাকা। ২০১৮ সালে তা বেড়ে দাঁড়ায় ১ কোটি ৩০ লাখ ১৯ হাজার ৫৪৮ টাকায়। হাতে নগদ ৭ লাখ ৬৫ হাজার টাকা থাকলেও এবার তা বেড়ে দাঁড়িয়েছে ৩ কোটি ২১ লাখ ১৭ হাজার ৯৩৬ টাকা।
নবম জাতীয় সংসদ নির্বাচনের আগে প্রতিমন্ত্রী ফরিদুল হক খান দুলালের স্ত্রীর গয়না ছিল ৩০ ভরি স্বর্ণ। দাম দেখানো হয়েছিল দেড় লাখ টাকা। ১৫ বছর পরও একই দামে তাঁর স্ত্রীর গয়না একই পরিমাণ আছে।
২০০৮ সালে প্রতিমন্ত্রীর স্ত্রীর স্থাবর-অস্থাবর সম্পত্তি ছিল ১৮ লাখ ৫১ হাজার ৬০০ টাকার। বর্তমানে তা বেড়ে ২ কোটি ৬২ লাখ ৩৪ হাজার ৩৯৬ টাকা হয়েছে।
নবম সংসদ নির্বাচনে প্রতিমন্ত্রী ফরিদুল হক খান দুলালের স্ত্রীর নামে নগদ ৭ লাখ ৪৮ হাজার ৫০০ টাকা থাকলেও বর্তমানে নগদ টাকা দেখানো হয়েছে ৪১ লাখ ৫ হাজার ২৭৯ টাকা।
উল্লেখ্য, ১৯৫৬ সালের ১ ফেব্রুয়ারি জন্ম এইচএসসি পাস দুই কন্যাসন্তানের জনক ফরিদুল হক খান দুলাল মূলত পাট ব্যবসায়ী। ১৯৯০ সালে তিনি উপজেলা পরিষদ চেয়ারম্যান নির্বাচিত হন। ১৯৯৬ সালে আওয়ামী লীগের রাজনীতিতে যুক্ত হন। ২০০৮ সালে সংসদ নির্বাচনে জয়ী হয়ে প্রথমবার সংসদে গিয়ে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সদস্য হন।
একাদশ সংসদে তিনি স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটিতে সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন। ২০২০ সালের ২৪ নভেম্বর ধর্ম প্রতিমন্ত্রী হিসেবে শপথ নেন ফরিদুল হক খান দুলাল। টানা তিন মেয়াদের সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন তিনি। এ ছাড়া তিনি ইসলামপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি। এর আগে তিনি সাধারণ সম্পাদক ছিলেন।
ধর্ম প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান দুলালের সম্পত্তি গত ১৫ বছরে ৮৬ গুণ বেড়েছে। নবম জাতীয় সংসদ নির্বাচনে তাঁর অস্থাবর সম্পত্তির পরিমাণ ছিল ৫ লাখ ৪৯ হাজার ১৬৪ টাকা। এখন তা বেড়ে দাঁড়িয়েছে ৪ কোটি ৭১ লাখ ৫১ হাজার ৫১২ টাকায়।
একই সময়ে ধর্ম প্রতিমন্ত্রীর বার্ষিক আয় বেড়েছে ৩২ গুণ। ২০০৮ সালে তাঁর বার্ষিক আয় ছিল ২ লাখ ৫ হাজার ৪২৭ টাকা। এখন তা বেড়ে হয়েছে ৬৫ লাখ ৭১ হাজার ৬৩৮ টাকা। কৃষি খাত, অ্যাপার্টমেন্ট ভাড়া, ব্যবসা, ব্যাংক আমানত, মৎস্য খাত ও প্রতিমন্ত্রী হিসেবে পাওয়া সম্মানী থেকে তাঁর এই আয় হয়। ২০০৮ সালে কৃষি ও ব্যবসায় প্রতিমন্ত্রীর ২ লাখ ৫ হাজার ৪২৭ টাকা আয় ছিল।
গত নির্বাচনের সময় ফরিদুল হক খান দুলালের হাতে নগদ ৭ লাখ ৬৫ হাজার টাকা থাকলেও বর্তমানে নগদ অর্থের পরিমাণ ১ কোটি ২৬ লাখ ৫ হাজার ৫৫৭ টাকা। তা ছাড়া ব্যবসাবহির্ভূত ১ কোটি ৯৫ লাখ ১২ হাজার ৩৭৯ টাকা রয়েছে। ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে জমা অর্থের পরিমাণ ৮১ লাখ ৪০ হাজার ৮১৩ টাকা।
ওই সময় প্রতিমন্ত্রীর স্ত্রী আফরোজা হকের হাতে নগদ ১৫ হাজার টাকা থাকলেও বর্তমানে নগদ অর্থের পরিমাণ দেখানো হয়েছে ব্যবসা খাতে ১৪ লাখ ৭৯ হাজার ৫০০ টাকা এবং ব্যবসাবহির্ভূত ২৬ লাখ ২৫ হাজার ৭৭৯ টাকা।
নবম থেকে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রার্থী হয়ে হলফনামায় যে আর্থিক বিবরণ দিয়েছেন, তা পর্যালোচনা করে প্রতিমন্ত্রীর আয় ও সম্পদ বৃদ্ধির এসব তথ্য পাওয়া গেছে।
ফরিদুল হক খান দুলাল ২০০৮ সালে প্রথমবার সংসদ নির্বাচনে বিজয়ী হন। এরপর ২০১৪ ও ২০১৮ সালের নির্বাচনেও সংসদ সদস্য হন তিনি। বর্তমান আমলে তিনি ধর্ম মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করছেন।
এবারের হলফনামায় পৈতৃক সূত্রে পাওয়া স্থাবর সম্পত্তির হিসাবে ২ দশমিক ৩২ একর কৃষি ও ১২ দশমিক ৫ শতাংশ অকৃষি জমি দেখিয়েছেন ফরিদুল হক খান দুলাল। তবে এই সম্পদের মূল্য কত, তা উল্লেখ করেননি। ২০০৮ সালে নিজের কোনো গাড়ি না থাকলেও এবার ৬১ লাখ ২৭ হাজার ৭৬৩ টাকা মূল্যের একটি জিপ গাড়ি আছে তাঁর। নবম জাতীয় সংসদ নির্বাচনের আগে প্রতিমন্ত্রী ফরিদুল হক খান দুলালের স্বর্ণ ছিল ১৫ ভরি। মূল্য ধরা হয়েছিল ৬৫ হাজার টাকা। এবারের হলফনামায়ও একই পরিমাণ স্বর্ণের একই দাম ধরা হয়েছে।
নবম জাতীয় সংসদ নির্বাচনের সময় ফরিদুল হক খান দুলালের অস্থাবর সম্পদ ছিল ৫ লাখ ৪৯ হাজার ১৬৪ টাকা। ২০১৮ সালে তা বেড়ে দাঁড়ায় ১ কোটি ৩০ লাখ ১৯ হাজার ৫৪৮ টাকায়। হাতে নগদ ৭ লাখ ৬৫ হাজার টাকা থাকলেও এবার তা বেড়ে দাঁড়িয়েছে ৩ কোটি ২১ লাখ ১৭ হাজার ৯৩৬ টাকা।
নবম জাতীয় সংসদ নির্বাচনের আগে প্রতিমন্ত্রী ফরিদুল হক খান দুলালের স্ত্রীর গয়না ছিল ৩০ ভরি স্বর্ণ। দাম দেখানো হয়েছিল দেড় লাখ টাকা। ১৫ বছর পরও একই দামে তাঁর স্ত্রীর গয়না একই পরিমাণ আছে।
২০০৮ সালে প্রতিমন্ত্রীর স্ত্রীর স্থাবর-অস্থাবর সম্পত্তি ছিল ১৮ লাখ ৫১ হাজার ৬০০ টাকার। বর্তমানে তা বেড়ে ২ কোটি ৬২ লাখ ৩৪ হাজার ৩৯৬ টাকা হয়েছে।
নবম সংসদ নির্বাচনে প্রতিমন্ত্রী ফরিদুল হক খান দুলালের স্ত্রীর নামে নগদ ৭ লাখ ৪৮ হাজার ৫০০ টাকা থাকলেও বর্তমানে নগদ টাকা দেখানো হয়েছে ৪১ লাখ ৫ হাজার ২৭৯ টাকা।
উল্লেখ্য, ১৯৫৬ সালের ১ ফেব্রুয়ারি জন্ম এইচএসসি পাস দুই কন্যাসন্তানের জনক ফরিদুল হক খান দুলাল মূলত পাট ব্যবসায়ী। ১৯৯০ সালে তিনি উপজেলা পরিষদ চেয়ারম্যান নির্বাচিত হন। ১৯৯৬ সালে আওয়ামী লীগের রাজনীতিতে যুক্ত হন। ২০০৮ সালে সংসদ নির্বাচনে জয়ী হয়ে প্রথমবার সংসদে গিয়ে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সদস্য হন।
একাদশ সংসদে তিনি স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটিতে সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন। ২০২০ সালের ২৪ নভেম্বর ধর্ম প্রতিমন্ত্রী হিসেবে শপথ নেন ফরিদুল হক খান দুলাল। টানা তিন মেয়াদের সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন তিনি। এ ছাড়া তিনি ইসলামপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি। এর আগে তিনি সাধারণ সম্পাদক ছিলেন।
জাতীয় নাগরিক পার্টি (এনসিপির) উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলমের বিরুদ্ধে মানহানি মামলা করেছেন বিএনপি নেতা। সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যায় বিএনপিকে জড়িয়ে অপপ্রচার করার অভিযোগে গাজীপুর আদালতে এ মামলা করেছেন তিনি।
১২ আগস্ট ২০২৫লক্ষ্মীপুরে রামগতিতে নৌকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ফারুক হোসেন (৪০) নামে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত মারা গেছেন দুজন। এখনো চিকিৎসাধীন অবস্থায় আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন আরও দুজন। আজ মঙ্গলবার ভোরে জাতীয় বার্ন প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় ফারুক হোসেন মারা যান।
১২ আগস্ট ২০২৫দুই বছর আগে ফেনী পৌরসভার সুমাইয়া হোসেন আনিকা যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে ফ্রিল্যান্সিং ও গ্রাফিক ডিজাইনের প্রশিক্ষণ নিয়েছিলেন। এরপর বিভিন্ন অনলাইন প্রতিষ্ঠানে চাকরির চেষ্টা করেও সফল হননি। এখন স্বামীর অনলাইন ব্যবসা দেখাশোনা করছেন। আনিকা বলেন, ‘প্রশিক্ষণ পেয়েছি, কিন্তু কাজের সুযোগ খুবই কম।’ আনিকার
১২ আগস্ট ২০২৫চট্টগ্রাম বন্দরে আন্দোলন দমাতে টাকা দাবির ভিডিও ভাইরালের পর এবার জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) চট্টগ্রাম নগরের যুগ্ম সমন্বয়কারী নিজাম উদ্দিনকে কেন্দ্র থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে তাঁকে কেন স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না তাঁর লিখিত ব্যাখা আগামী ৪৮ ঘণ্টার মধ্যে দলকে জানানো কথা বলা হয়েছে।
১২ আগস্ট ২০২৫