মেলান্দহ (জামালপুর) প্রতিনিধি
জামালপুরের মেলান্দহ উপজেলার চাঁড়ালকান্দি গ্রামের যুবক জসিম উদ্দিন (২৬)। ছয় বছর আগে ২০১৬ সালে হঠাৎ তাঁর চলাফেরা অস্বাভাবিক হয়ে ওঠে। একদিন পাশের গ্রামে গিয়ে বিষপানে আত্মহত্যার চেষ্টা করেন তিনি। সেদিন উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয় জসিম উদ্দিনকে। চিকিৎসা শেষে নিয়ে যাওয়া হয় বাসায়। কিন্তু একপর্যায়ে তিনি মানসিকভাবে ভারসাম্যহীন হয়ে পড়েন। এরপর থেকে গত দুই বছর ধরে শিকলে বন্দী তাঁর জীবন।
স্থানীয় সূত্রে জানা যায়, শিকলে বন্দী যুবক জসিম উদ্দীনের বাড়ি মেলান্দহ উপজেলার চাঁড়ালকান্দি গ্রামে। তাঁর বাবার নাম মৃত নিজাম উদ্দিন। নিজাম উদ্দিন তিন বছর আগে মারা গেছেন। বাড়িতে বড় এক ভাই ও মা থাকেন। চার ভাই-বোনের মধ্যে জসিম সবার ছোট।
এলাকাবাসী জানান, জসিম উদ্দিন পড়ালেখায় মেধাবী শিক্ষার্থী ছিলেন। তিনি এসএসসি ও এইচএসসি পরীক্ষায় ভালো রেজাল্ট করেছিলেন। জসিম যখন স্বাভাবিক ছিলেন, তখন তিনি এক মেয়েকে ভালোবাসতেন। সেই প্রেমের সম্পর্ক বেশি দিন গড়ায়নি। প্রেমের সম্পর্ক থেকে বিচ্ছিন্ন হওয়ার পর তিনি মানসিকভাবে ভেঙে পড়েন। এতে আসক্ত হয়ে পড়েন নেশায়। পারিপার্শ্বিক নানা মানসিক চাপে একদিন পাশের গ্রামে গিয়ে বিষপানে আত্মহত্যার চেষ্টা করেন। সেখান থেকে তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতাল থেকে জসিমকে নিয়ে যাওয়া হয় বাসায়। কিন্তু একপর্যায়ে তিনি মানসিকভাবে ভারসাম্যহীন হয়ে পড়েন। এরপর থেকে শিকলে বাঁধা পড়েন জসীম।
শুক্রবার সকালে জসিম উদ্দিনের বাড়িতে গিয়ে দেখা যায়, ছোট্ট একটি বাঁশের চাটাই দিয়ে তৈরি ঘরে নোংরা একটি কাপড় গায়ে দিয়ে শুয়ে আছেন। দুপাশে রয়েছে বেড়া। পা শিকল দিয়ে একটি খুঁটির সঙ্গে বাঁধা। কোনো কথা বলছেন না। শুধু এদিক-সেদিক তাকাচ্ছেন। চারপাশে মশার উপদ্রব। বৃষ্টি এলে ভিজতে হয়। জসিমের কাছে পুরোনো কোনো স্মৃতির কথা জানতে চাইলে লজ্জায় মুখ ডেকে ফেলেন।
এ বিষয়ে তাঁর মা জরিনা বেগম বলেন, ‘জসিমের বয়স যখন ছয় বছর, তখন থেকে সে পাগল। আমার এই ছেলে জীবিত থেকেও মরা, আগে কিছুটা ভালো ছিল। এখন আগের চাইতে সমস্যা বেড়েছে। আমার ছেলে পড়াশোনায় খুব ভালো ছিল। এইচএসসি পরীক্ষা দেওয়ার আগে এই সমস্যা তাঁর শুরু হয়। অসুস্থ হয়েও এইচএসসি পরীক্ষা দিয়েছিল। ভালো রেজাল্টও করেছে। তাঁর চিকিৎসার খরচের জন্য সংসারের সবকিছু বিক্রি করেছি। এখন চিকিৎসা করার জন্য আমাদের কাছে আর কিছুই নেই। বেসরকারি হাসপাতালে কিছুদিন চিকিৎসা করিয়েছি। এতে ১ লাখ টাকা খরচ হয়। সেখানে কিছুটা ভালো হয়েছিল। কিন্তু টাকার অভাবে তাকে ঘরে নিয়ে আসতে হয়েছে। জসিম মানুষ দেখলেই মারধর, গালাগালি ও বাড়িতে ভাঙচুর শুরু করে। এ কারণে তাকে পায়ে শিকল দিয়ে বেঁধে রাখা হয়েছে।’
জসিম উদ্দিনের চাচা আমজাদ আলী বলেন, ‘ছোটবেলা থেকে জসিম খুবই শান্ত ও মেধাবী ছিল। হঠাৎ করেই সে পাগল হয়ে গেল। তিন বছর আগে তার বাবা মারা গেছে। অভাব-অনটনের সংসার, তাই ঠিকমতো চিকিৎসা করাতে পারছে না। চিকিৎসা পেলে সুস্থ হতে পারে জসিম।’
এ বিষয়ে প্রতিবেশী মো. আলমগীর হোসেন বলেন, ‘কয়েক বছর আগেও জসিম অনেক ভালো ছিলেন। দীর্ঘদিন ধরে চিকিৎসা বন্ধ, তাই অসুস্থ হয়ে পড়েছেন। যদি উন্নত চিকিৎসার ব্যবস্থা করা হয়, তাহলে তিনি সুস্থ হয়ে উঠবেন।’
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সেলিম মিঞা জানান, ‘এ বিষয়ে আমার তেমন কিছু জানা নেই। তবে ওই পরিবারের সঙ্গে যোগাযোগ করে সার্বিকভাবে সহায়তা করা হবে।’
জামালপুরের মেলান্দহ উপজেলার চাঁড়ালকান্দি গ্রামের যুবক জসিম উদ্দিন (২৬)। ছয় বছর আগে ২০১৬ সালে হঠাৎ তাঁর চলাফেরা অস্বাভাবিক হয়ে ওঠে। একদিন পাশের গ্রামে গিয়ে বিষপানে আত্মহত্যার চেষ্টা করেন তিনি। সেদিন উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয় জসিম উদ্দিনকে। চিকিৎসা শেষে নিয়ে যাওয়া হয় বাসায়। কিন্তু একপর্যায়ে তিনি মানসিকভাবে ভারসাম্যহীন হয়ে পড়েন। এরপর থেকে গত দুই বছর ধরে শিকলে বন্দী তাঁর জীবন।
স্থানীয় সূত্রে জানা যায়, শিকলে বন্দী যুবক জসিম উদ্দীনের বাড়ি মেলান্দহ উপজেলার চাঁড়ালকান্দি গ্রামে। তাঁর বাবার নাম মৃত নিজাম উদ্দিন। নিজাম উদ্দিন তিন বছর আগে মারা গেছেন। বাড়িতে বড় এক ভাই ও মা থাকেন। চার ভাই-বোনের মধ্যে জসিম সবার ছোট।
এলাকাবাসী জানান, জসিম উদ্দিন পড়ালেখায় মেধাবী শিক্ষার্থী ছিলেন। তিনি এসএসসি ও এইচএসসি পরীক্ষায় ভালো রেজাল্ট করেছিলেন। জসিম যখন স্বাভাবিক ছিলেন, তখন তিনি এক মেয়েকে ভালোবাসতেন। সেই প্রেমের সম্পর্ক বেশি দিন গড়ায়নি। প্রেমের সম্পর্ক থেকে বিচ্ছিন্ন হওয়ার পর তিনি মানসিকভাবে ভেঙে পড়েন। এতে আসক্ত হয়ে পড়েন নেশায়। পারিপার্শ্বিক নানা মানসিক চাপে একদিন পাশের গ্রামে গিয়ে বিষপানে আত্মহত্যার চেষ্টা করেন। সেখান থেকে তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতাল থেকে জসিমকে নিয়ে যাওয়া হয় বাসায়। কিন্তু একপর্যায়ে তিনি মানসিকভাবে ভারসাম্যহীন হয়ে পড়েন। এরপর থেকে শিকলে বাঁধা পড়েন জসীম।
শুক্রবার সকালে জসিম উদ্দিনের বাড়িতে গিয়ে দেখা যায়, ছোট্ট একটি বাঁশের চাটাই দিয়ে তৈরি ঘরে নোংরা একটি কাপড় গায়ে দিয়ে শুয়ে আছেন। দুপাশে রয়েছে বেড়া। পা শিকল দিয়ে একটি খুঁটির সঙ্গে বাঁধা। কোনো কথা বলছেন না। শুধু এদিক-সেদিক তাকাচ্ছেন। চারপাশে মশার উপদ্রব। বৃষ্টি এলে ভিজতে হয়। জসিমের কাছে পুরোনো কোনো স্মৃতির কথা জানতে চাইলে লজ্জায় মুখ ডেকে ফেলেন।
এ বিষয়ে তাঁর মা জরিনা বেগম বলেন, ‘জসিমের বয়স যখন ছয় বছর, তখন থেকে সে পাগল। আমার এই ছেলে জীবিত থেকেও মরা, আগে কিছুটা ভালো ছিল। এখন আগের চাইতে সমস্যা বেড়েছে। আমার ছেলে পড়াশোনায় খুব ভালো ছিল। এইচএসসি পরীক্ষা দেওয়ার আগে এই সমস্যা তাঁর শুরু হয়। অসুস্থ হয়েও এইচএসসি পরীক্ষা দিয়েছিল। ভালো রেজাল্টও করেছে। তাঁর চিকিৎসার খরচের জন্য সংসারের সবকিছু বিক্রি করেছি। এখন চিকিৎসা করার জন্য আমাদের কাছে আর কিছুই নেই। বেসরকারি হাসপাতালে কিছুদিন চিকিৎসা করিয়েছি। এতে ১ লাখ টাকা খরচ হয়। সেখানে কিছুটা ভালো হয়েছিল। কিন্তু টাকার অভাবে তাকে ঘরে নিয়ে আসতে হয়েছে। জসিম মানুষ দেখলেই মারধর, গালাগালি ও বাড়িতে ভাঙচুর শুরু করে। এ কারণে তাকে পায়ে শিকল দিয়ে বেঁধে রাখা হয়েছে।’
জসিম উদ্দিনের চাচা আমজাদ আলী বলেন, ‘ছোটবেলা থেকে জসিম খুবই শান্ত ও মেধাবী ছিল। হঠাৎ করেই সে পাগল হয়ে গেল। তিন বছর আগে তার বাবা মারা গেছে। অভাব-অনটনের সংসার, তাই ঠিকমতো চিকিৎসা করাতে পারছে না। চিকিৎসা পেলে সুস্থ হতে পারে জসিম।’
এ বিষয়ে প্রতিবেশী মো. আলমগীর হোসেন বলেন, ‘কয়েক বছর আগেও জসিম অনেক ভালো ছিলেন। দীর্ঘদিন ধরে চিকিৎসা বন্ধ, তাই অসুস্থ হয়ে পড়েছেন। যদি উন্নত চিকিৎসার ব্যবস্থা করা হয়, তাহলে তিনি সুস্থ হয়ে উঠবেন।’
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সেলিম মিঞা জানান, ‘এ বিষয়ে আমার তেমন কিছু জানা নেই। তবে ওই পরিবারের সঙ্গে যোগাযোগ করে সার্বিকভাবে সহায়তা করা হবে।’
জাতীয় নাগরিক পার্টি (এনসিপির) উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলমের বিরুদ্ধে মানহানি মামলা করেছেন বিএনপি নেতা। সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যায় বিএনপিকে জড়িয়ে অপপ্রচার করার অভিযোগে গাজীপুর আদালতে এ মামলা করেছেন তিনি।
১২ আগস্ট ২০২৫লক্ষ্মীপুরে রামগতিতে নৌকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ফারুক হোসেন (৪০) নামে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত মারা গেছেন দুজন। এখনো চিকিৎসাধীন অবস্থায় আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন আরও দুজন। আজ মঙ্গলবার ভোরে জাতীয় বার্ন প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় ফারুক হোসেন মারা যান।
১২ আগস্ট ২০২৫দুই বছর আগে ফেনী পৌরসভার সুমাইয়া হোসেন আনিকা যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে ফ্রিল্যান্সিং ও গ্রাফিক ডিজাইনের প্রশিক্ষণ নিয়েছিলেন। এরপর বিভিন্ন অনলাইন প্রতিষ্ঠানে চাকরির চেষ্টা করেও সফল হননি। এখন স্বামীর অনলাইন ব্যবসা দেখাশোনা করছেন। আনিকা বলেন, ‘প্রশিক্ষণ পেয়েছি, কিন্তু কাজের সুযোগ খুবই কম।’ আনিকার
১২ আগস্ট ২০২৫চট্টগ্রাম বন্দরে আন্দোলন দমাতে টাকা দাবির ভিডিও ভাইরালের পর এবার জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) চট্টগ্রাম নগরের যুগ্ম সমন্বয়কারী নিজাম উদ্দিনকে কেন্দ্র থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে তাঁকে কেন স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না তাঁর লিখিত ব্যাখা আগামী ৪৮ ঘণ্টার মধ্যে দলকে জানানো কথা বলা হয়েছে।
১২ আগস্ট ২০২৫