জামালপুর প্রতিনিধি
জামালপুর জেনারেল হাসপাতালে রেখে যাওয়া সেই শিশুকে তার মা-বাবার কাছে ফিরিয়ে দেওয়া হয়েছে। প্রশাসনিক জটিলতা শেষে ১০ দিন পর আজ বৃহস্পতিবার দুপুরে সমাজসেবা অধিদপ্তর এবং জামালপুর জেনারেল হাসপাতাল কর্তৃপক্ষ শিশুটিকে তার মা-বাবার কাছে হস্তান্তর করে।
গত ২৭ ফেব্রুয়ারি ২৮ দিন বয়সী এক কন্যা শিশুকে পাশের শয্যার এক নারীর কাছে রেখে মা এবং নানি ওষুধের টাকা আনতে বাড়ি যান। বাড়ি থেকে ফিরতে দেরি হওয়ায় হাসপাতাল কর্তৃপক্ষ বাচ্চার কাছে যেতে দেননি তাঁদের। সন্তানকে ফিরে পেতে মা-বাবা শেষ পর্যন্ত প্রশাসনের দ্বারস্থ হন।
এতদিন শিশুটি হাসপাতালের শেখ রাসেল বিশেষায়িত নবজাতক সেবা কেন্দ্রে চিকিৎসকদের তত্ত্বাবধানে ছিল। মা-বাবার আবেদনের পরিপ্রেক্ষিতে সমাজসেবা অধিদপ্তর গতকাল বুধবার তাঁদের বাড়ি যায়। সেখানে এলাকার মানুষ ও জনপ্রতিনিধিদের সঙ্গে কথা বলে তাঁদের পরিচয় নিশ্চিত হয়। এরপর আজ বেলা ১টার দিকে সমাজসেবা অধিদপ্তর এবং জামালপুর জেনারেল হাসপাতাল কর্তৃপক্ষ শিশুটিকে তার বাবা-মায়ের কাছে হস্তান্তর করে।
শিশুটিকে বুকে জড়িয়ে তার মা রোকসানা আক্তার বলেন, ‘আমি বাচ্চা রেখে ওষুধের টাকা আনতে বাড়ি গিয়েছিলাম। কিন্তু বাড়ি থেকে ফিরতে দেরি হওয়ায় আমাকে হাসপাতালে ঢুকতে দেওয়া হয়নি। ১০ দিন আমার বাচ্চার কাছে যেতে পারিনি। বলা হয়েছে, ডিএনএ টেস্ট করে বাচ্চা দেবে। সেটা করতে অনেক দিন লাগবে। কিন্তু মিডিয়া পাশে ছিল বলে তার আগেই বাচ্চাকে কাছে পেলাম।’
শিশুটির বাবা আব্দুল কাদের জিলানী বলেন, ‘আমি নারায়ণগঞ্জে একটি কোম্পানিতে কাজ করি। বাচ্চাকে নিয়ে অনেক ঝামেলা হয়েছে। কিন্তু মিডিয়া পাশে ছিল বলে দ্রুত সময়ে বাচ্চাকে ফিরে পেলাম।’
জামালপুর সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক রাজু আহমেদ বলেন, বিভিন্ন সংবাদপত্রে প্রতিবেদন প্রচার হওয়ার পর বিষয়টি নজরে আসে। আমরা দ্রুততম সময়ের মধ্যে বাচ্চার মা-বাবাকে শনাক্ত করে তাদের কাছে হস্তান্তর করলাম।’
জামালপুর জেনারেল হাসপাতালের সহকারী পরিচালক ডা. মাহফুজুর রহমান বলেন, হাসপাতালে রেখে যাওয়া শিশুর মা-বাবার পরিচয় নিশ্চিত হয়ে আজ তাদের কাছে শিশুটিকে হস্তান্তর করা হলো। শিশুর শারীরিক অবস্থা ভালো আছে।
গত ২৭ ফেব্রুয়ারি দুপুরে হাসপাতালের ৭ নম্বর ওয়ার্ডে ২৮ দিন বয়সী শিশু নিশিকে ওজন কম এবং শ্বাসকষ্ট নিয়ে ভর্তি করা হয়।
জামালপুর জেনারেল হাসপাতালে রেখে যাওয়া সেই শিশুকে তার মা-বাবার কাছে ফিরিয়ে দেওয়া হয়েছে। প্রশাসনিক জটিলতা শেষে ১০ দিন পর আজ বৃহস্পতিবার দুপুরে সমাজসেবা অধিদপ্তর এবং জামালপুর জেনারেল হাসপাতাল কর্তৃপক্ষ শিশুটিকে তার মা-বাবার কাছে হস্তান্তর করে।
গত ২৭ ফেব্রুয়ারি ২৮ দিন বয়সী এক কন্যা শিশুকে পাশের শয্যার এক নারীর কাছে রেখে মা এবং নানি ওষুধের টাকা আনতে বাড়ি যান। বাড়ি থেকে ফিরতে দেরি হওয়ায় হাসপাতাল কর্তৃপক্ষ বাচ্চার কাছে যেতে দেননি তাঁদের। সন্তানকে ফিরে পেতে মা-বাবা শেষ পর্যন্ত প্রশাসনের দ্বারস্থ হন।
এতদিন শিশুটি হাসপাতালের শেখ রাসেল বিশেষায়িত নবজাতক সেবা কেন্দ্রে চিকিৎসকদের তত্ত্বাবধানে ছিল। মা-বাবার আবেদনের পরিপ্রেক্ষিতে সমাজসেবা অধিদপ্তর গতকাল বুধবার তাঁদের বাড়ি যায়। সেখানে এলাকার মানুষ ও জনপ্রতিনিধিদের সঙ্গে কথা বলে তাঁদের পরিচয় নিশ্চিত হয়। এরপর আজ বেলা ১টার দিকে সমাজসেবা অধিদপ্তর এবং জামালপুর জেনারেল হাসপাতাল কর্তৃপক্ষ শিশুটিকে তার বাবা-মায়ের কাছে হস্তান্তর করে।
শিশুটিকে বুকে জড়িয়ে তার মা রোকসানা আক্তার বলেন, ‘আমি বাচ্চা রেখে ওষুধের টাকা আনতে বাড়ি গিয়েছিলাম। কিন্তু বাড়ি থেকে ফিরতে দেরি হওয়ায় আমাকে হাসপাতালে ঢুকতে দেওয়া হয়নি। ১০ দিন আমার বাচ্চার কাছে যেতে পারিনি। বলা হয়েছে, ডিএনএ টেস্ট করে বাচ্চা দেবে। সেটা করতে অনেক দিন লাগবে। কিন্তু মিডিয়া পাশে ছিল বলে তার আগেই বাচ্চাকে কাছে পেলাম।’
শিশুটির বাবা আব্দুল কাদের জিলানী বলেন, ‘আমি নারায়ণগঞ্জে একটি কোম্পানিতে কাজ করি। বাচ্চাকে নিয়ে অনেক ঝামেলা হয়েছে। কিন্তু মিডিয়া পাশে ছিল বলে দ্রুত সময়ে বাচ্চাকে ফিরে পেলাম।’
জামালপুর সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক রাজু আহমেদ বলেন, বিভিন্ন সংবাদপত্রে প্রতিবেদন প্রচার হওয়ার পর বিষয়টি নজরে আসে। আমরা দ্রুততম সময়ের মধ্যে বাচ্চার মা-বাবাকে শনাক্ত করে তাদের কাছে হস্তান্তর করলাম।’
জামালপুর জেনারেল হাসপাতালের সহকারী পরিচালক ডা. মাহফুজুর রহমান বলেন, হাসপাতালে রেখে যাওয়া শিশুর মা-বাবার পরিচয় নিশ্চিত হয়ে আজ তাদের কাছে শিশুটিকে হস্তান্তর করা হলো। শিশুর শারীরিক অবস্থা ভালো আছে।
গত ২৭ ফেব্রুয়ারি দুপুরে হাসপাতালের ৭ নম্বর ওয়ার্ডে ২৮ দিন বয়সী শিশু নিশিকে ওজন কম এবং শ্বাসকষ্ট নিয়ে ভর্তি করা হয়।
জাতীয় নাগরিক পার্টি (এনসিপির) উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলমের বিরুদ্ধে মানহানি মামলা করেছেন বিএনপি নেতা। সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যায় বিএনপিকে জড়িয়ে অপপ্রচার করার অভিযোগে গাজীপুর আদালতে এ মামলা করেছেন তিনি।
১৯ দিন আগেলক্ষ্মীপুরে রামগতিতে নৌকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ফারুক হোসেন (৪০) নামে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত মারা গেছেন দুজন। এখনো চিকিৎসাধীন অবস্থায় আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন আরও দুজন। আজ মঙ্গলবার ভোরে জাতীয় বার্ন প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় ফারুক হোসেন মারা যান।
১৯ দিন আগেদুই বছর আগে ফেনী পৌরসভার সুমাইয়া হোসেন আনিকা যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে ফ্রিল্যান্সিং ও গ্রাফিক ডিজাইনের প্রশিক্ষণ নিয়েছিলেন। এরপর বিভিন্ন অনলাইন প্রতিষ্ঠানে চাকরির চেষ্টা করেও সফল হননি। এখন স্বামীর অনলাইন ব্যবসা দেখাশোনা করছেন। আনিকা বলেন, ‘প্রশিক্ষণ পেয়েছি, কিন্তু কাজের সুযোগ খুবই কম।’ আনিকার
১৯ দিন আগেচট্টগ্রাম বন্দরে আন্দোলন দমাতে টাকা দাবির ভিডিও ভাইরালের পর এবার জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) চট্টগ্রাম নগরের যুগ্ম সমন্বয়কারী নিজাম উদ্দিনকে কেন্দ্র থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে তাঁকে কেন স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না তাঁর লিখিত ব্যাখা আগামী ৪৮ ঘণ্টার মধ্যে দলকে জানানো কথা বলা হয়েছে।
১৯ দিন আগে