জামালপুর প্রতিনিধি
জামালপুরে ফুটবল খেলাকে কেন্দ্র করে চার স্কুলছাত্রকে গাছের সঙ্গে বেঁধে নির্যাতনের ঘটনা ঘটেছে। এ ঘটনায় পৌর আওয়ামী কৃষক লীগের সহসভাপতি শেখ মোহাম্মদ রুকন ও তাঁর সহোদর শেখ মোতালেবকে আটক করেছে পুলিশ।
শনিবার (২৭ মে) দুপুরে শহরের পৌর এলাকার বর্গাবাইদে এই ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয়রা জানান, শনিবার সকাল ১১টায় বর্গাবাইদ উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির এক ছাত্র তার সহপাঠীদের নিয়ে পাশের এলাকা মনিরাজপুর খেজুরতলা মাঠে ফুটবল খেলতে যায়। পথে পৌর আওয়ামী কৃষক লীগের সহসভাপতি শেখ রুকনের ছেলে বুলবুল তার ৫ / ৬ জন বন্ধুদের নিয়ে তাদের ওপর হামলা চালায়। এ সময় উভয় পক্ষের মধ্যে মারধরের ঘটনা ঘটে। আশপাশের লোকজন এসে তাদের সরিয়ে দেন।
এরপর ভুক্তভোগী ওই ছাত্র তার বন্ধুদের নিয়ে আজাদ সরকারি বিদ্যালয় মাঠে ফুটবল খেলতে যায়। তারা ফুটবল খেলার সময় শেখ রুকনের ভাই শেখ মোতালেবের নেতৃত্বে ৭ / ৮ জন গিয়ে ওই স্কুলছাত্রসহ তার সহপাঠীদের নিয়ে অটোরিকশায় তুলে মারধর শুরু করে। একপর্যায়ে তাদের আজাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশে একটি গাছের সঙ্গে বেঁধে মারধর করে।
খবর পেয়ে ভুক্তভোগী স্কুলছাত্রদের অভিভাবকেরা ঘটনাস্থলে গেলে তাদের ওপর হামলা ও মারধর করে। পরে ৯৯৯ এ কল দিলে জামালপুর সদর থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে চার ছাত্রকে উদ্ধার করে। এ সময় নির্যাতনের অভিযোগে পৌর কৃষক লীগের সহসভাপতি শেখ মোহাম্মদ রুকন এবং তার সহোদর শেখ মোতালেবকে আটক করেছে।
জামালপুর জেলা শিশু সুরক্ষা কমিটির সভাপতি জাহাঙ্গীর সেলিম বলেন, ‘শিশুদের গাছের বেঁধে যে অমানবিক নির্যাতন বেদম মারধর করা হয়েছে, আমাদের শিশু আইন এবং শিশু রক্ষা নীতিমালা এবং জাতি সংঘের শিশু অধিকার সনদের পরিপন্থী। এটা শাস্তিযোগ্য অপরাধ। যে ঘটনাটি ঘটিয়েছে এটা কেউ প্রত্যাশা করছি না। আমরা এই ঘটনার উপযুক্ত তদন্ত সাপেক্ষে দৃষ্টান্তমূলক বিচার চাই।’
জামালপুর সদর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) নূর মোহাম্মদ বলেন, ‘আমরা ৯৯৯ লাইনের মাধ্যমে বর্গাবাদ এলাকায় চারজন কিশোরকে গাছের সঙ্গে বেঁধে নির্যাতনের খরর পাই। সংবাদ পেয়ে তাৎক্ষণিকভাবে পুলিশ পাঠিয়ে ভুক্তভোগীদের উদ্ধার করে নিয়ে আসি। দুজনকে আটক করা হয়েছে। নির্যাতিতদের পক্ষে অভিযোগ প্রাপ্তি সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’
জামালপুরে ফুটবল খেলাকে কেন্দ্র করে চার স্কুলছাত্রকে গাছের সঙ্গে বেঁধে নির্যাতনের ঘটনা ঘটেছে। এ ঘটনায় পৌর আওয়ামী কৃষক লীগের সহসভাপতি শেখ মোহাম্মদ রুকন ও তাঁর সহোদর শেখ মোতালেবকে আটক করেছে পুলিশ।
শনিবার (২৭ মে) দুপুরে শহরের পৌর এলাকার বর্গাবাইদে এই ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয়রা জানান, শনিবার সকাল ১১টায় বর্গাবাইদ উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির এক ছাত্র তার সহপাঠীদের নিয়ে পাশের এলাকা মনিরাজপুর খেজুরতলা মাঠে ফুটবল খেলতে যায়। পথে পৌর আওয়ামী কৃষক লীগের সহসভাপতি শেখ রুকনের ছেলে বুলবুল তার ৫ / ৬ জন বন্ধুদের নিয়ে তাদের ওপর হামলা চালায়। এ সময় উভয় পক্ষের মধ্যে মারধরের ঘটনা ঘটে। আশপাশের লোকজন এসে তাদের সরিয়ে দেন।
এরপর ভুক্তভোগী ওই ছাত্র তার বন্ধুদের নিয়ে আজাদ সরকারি বিদ্যালয় মাঠে ফুটবল খেলতে যায়। তারা ফুটবল খেলার সময় শেখ রুকনের ভাই শেখ মোতালেবের নেতৃত্বে ৭ / ৮ জন গিয়ে ওই স্কুলছাত্রসহ তার সহপাঠীদের নিয়ে অটোরিকশায় তুলে মারধর শুরু করে। একপর্যায়ে তাদের আজাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশে একটি গাছের সঙ্গে বেঁধে মারধর করে।
খবর পেয়ে ভুক্তভোগী স্কুলছাত্রদের অভিভাবকেরা ঘটনাস্থলে গেলে তাদের ওপর হামলা ও মারধর করে। পরে ৯৯৯ এ কল দিলে জামালপুর সদর থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে চার ছাত্রকে উদ্ধার করে। এ সময় নির্যাতনের অভিযোগে পৌর কৃষক লীগের সহসভাপতি শেখ মোহাম্মদ রুকন এবং তার সহোদর শেখ মোতালেবকে আটক করেছে।
জামালপুর জেলা শিশু সুরক্ষা কমিটির সভাপতি জাহাঙ্গীর সেলিম বলেন, ‘শিশুদের গাছের বেঁধে যে অমানবিক নির্যাতন বেদম মারধর করা হয়েছে, আমাদের শিশু আইন এবং শিশু রক্ষা নীতিমালা এবং জাতি সংঘের শিশু অধিকার সনদের পরিপন্থী। এটা শাস্তিযোগ্য অপরাধ। যে ঘটনাটি ঘটিয়েছে এটা কেউ প্রত্যাশা করছি না। আমরা এই ঘটনার উপযুক্ত তদন্ত সাপেক্ষে দৃষ্টান্তমূলক বিচার চাই।’
জামালপুর সদর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) নূর মোহাম্মদ বলেন, ‘আমরা ৯৯৯ লাইনের মাধ্যমে বর্গাবাদ এলাকায় চারজন কিশোরকে গাছের সঙ্গে বেঁধে নির্যাতনের খরর পাই। সংবাদ পেয়ে তাৎক্ষণিকভাবে পুলিশ পাঠিয়ে ভুক্তভোগীদের উদ্ধার করে নিয়ে আসি। দুজনকে আটক করা হয়েছে। নির্যাতিতদের পক্ষে অভিযোগ প্রাপ্তি সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’
জাতীয় নাগরিক পার্টি (এনসিপির) উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলমের বিরুদ্ধে মানহানি মামলা করেছেন বিএনপি নেতা। সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যায় বিএনপিকে জড়িয়ে অপপ্রচার করার অভিযোগে গাজীপুর আদালতে এ মামলা করেছেন তিনি।
২৪ দিন আগেলক্ষ্মীপুরে রামগতিতে নৌকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ফারুক হোসেন (৪০) নামে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত মারা গেছেন দুজন। এখনো চিকিৎসাধীন অবস্থায় আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন আরও দুজন। আজ মঙ্গলবার ভোরে জাতীয় বার্ন প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় ফারুক হোসেন মারা যান।
২৪ দিন আগেদুই বছর আগে ফেনী পৌরসভার সুমাইয়া হোসেন আনিকা যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে ফ্রিল্যান্সিং ও গ্রাফিক ডিজাইনের প্রশিক্ষণ নিয়েছিলেন। এরপর বিভিন্ন অনলাইন প্রতিষ্ঠানে চাকরির চেষ্টা করেও সফল হননি। এখন স্বামীর অনলাইন ব্যবসা দেখাশোনা করছেন। আনিকা বলেন, ‘প্রশিক্ষণ পেয়েছি, কিন্তু কাজের সুযোগ খুবই কম।’ আনিকার
২৪ দিন আগেচট্টগ্রাম বন্দরে আন্দোলন দমাতে টাকা দাবির ভিডিও ভাইরালের পর এবার জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) চট্টগ্রাম নগরের যুগ্ম সমন্বয়কারী নিজাম উদ্দিনকে কেন্দ্র থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে তাঁকে কেন স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না তাঁর লিখিত ব্যাখা আগামী ৪৮ ঘণ্টার মধ্যে দলকে জানানো কথা বলা হয়েছে।
২৪ দিন আগে