Ajker Patrika

জামালপুর আ. লীগের সভাপতি বাকী বিল্লাহ, সাধারণ সম্পাদক বিজন 

জামালপুর প্রতিনিধি
জামালপুর আ. লীগের সভাপতি বাকী বিল্লাহ, সাধারণ সম্পাদক বিজন 

জামালপুরে জেলা আওয়ামী লীগের কমিটি ঘোষণা করা হয়েছে। কমিটির সভাপতি হিসেবে পুনরায় সভাপতি নির্বাচিত হয়েছেন অ্যাডভোকেট মুহাম্মদ বাকী বিল্লাহ্। সভাপতি পদে নতুনত্ব না থাকলেও সাধারণ সম্পাদক পদে এসেছে পরিবর্তন। ফারুক আহমেদ চৌধুরীর জায়গায় নতুন সাধারণ সম্পাদক হয়েছেন বিজন কুমার চন্দ। নতুন কমিটিতে সিনিয়র সহসভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন ফারুক আহমেদ চৌধুরীকে। 

আজ সোমবার সকালে জামালপুর জিলা স্কুল মাঠে আয়োজিত জেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে এই কমিটি ঘোষণা করেন বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মুহাম্মদ বাকী বিল্লাহের সভাপতিত্বে সম্মেলন উদ্বোধন করেন বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানক। 

প্রধান অতিথির বক্তব্যে ওবায়দুল কাদের বলেন, ‘কারবালার ময়দানেও নারী ও শিশু হত্যা হয়নি। ১৯৭৫ সালে ১৫ আগস্ট সেই কালো রাতে নারী, অবুঝ শিশু ও অন্তঃসত্ত্বা মহিলাকেও হত্যা করা হয়েছে। বিশ্বাসঘাতকতার রক্ত ঝরেছে। বড়লোকের বাড়িতে বিদেশি কুকুর পালন করেন, সেই বাড়ির গেটে লেখা থাকে, কুকুর হতে সাবধান তেমনি বাংলাদেশের মানুষকে বল, তারেক রহমান হইতে সাবধান। 

জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব ফারুক আহাম্মেদ চৌধুরীর সঞ্চলনায় সম্মেলনে বিশেষ অতিথি বক্তব্য দেন—আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক আ. ফ. ম. বাহাউদ্দিন নাসিম, সাংগঠনিক সম্পাদক মির্জা আজম, শফিউল আলম চৌধুরী নাদেল, সাংস্কৃতিক সম্পাদক বাবু অসীম কুমার উকিল, সদস্য মারুফা আক্তার পপি, উপাধ্যক্ষ রেমন্ড আরেং, ধর্ম প্রতিমন্ত্রী আলহাজ্ব ফরিদুল হক খান দুলাল এমপি, জামালপুর-১ আসনের সংসদ সদস্য আবুল কালাম আজাদ, জামালপুর-৫ আসনের সংসদ সদস্য আলহাজ্ব ইঞ্জিনিয়ার মোজাফফর হোসেন, সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য বেগম হোসনে আরা। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত