টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি
গাজীপুর সিটি কর্পোরেশন আয়োজিত অনুষ্ঠানে এক সাংবাদিককে অকথ্য ভাষায় গালাগাল ও প্রাণ নাশের হুমকির অভিযোগ উঠেছে স্বেচ্ছাসেবক লীগের এক নেতার বিরুদ্ধে। আজ মঙ্গলবার বিকেলে সিটি করপোরেশনের টঙ্গী আঞ্চলিক কার্যালয়ের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধনের অনুষ্ঠানে এ ঘটনা ঘটে।
অভিযুক্ত নুর মোহাম্মদ মামুন গাজীপুর মহানগর স্বেচ্ছাসেবক লীগের সিনিয়র সহসভাপতি। এ ঘটনায় ভুক্তভোগী সাংবাদিক ইফতেখার রায়হান একটি জাতীয় দৈনিকের জেলার প্রতিনিধি।
খোঁজ নিয়ে জানা যায়, মঙ্গলবার বিকেলে গাজীপুর সিটি করপোরেশনের টঙ্গী অঞ্চলের ১২ তলা ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল। উদ্বোধন শেষে তিনি অতিথিদের নিয়ে মঞ্চে বসলে সংবাদকর্মীরা ছবি সংগ্রহের জন্য মঞ্চের সামনে যায়। এ সময় হঠাৎ পেছন থেকে অভিযুক্ত স্বেচ্ছাসেবক লীগ নেতা মামুন সাংবাদিক ইফতেখার রায়হানকে ধাক্কা দিয়ে সরিয়ে দেন। ধাক্কা দেওয়ার কারণ জানতে চাইলে ইফতেখার রায়হানের মোবাইল ছিনিয়ে নেওয়ার চেষ্টা চালান এবং অকথ্য ভাষায় গালাগাল করেন। একপর্যায়ে সাংবাদিক রায়হানকে প্রাণনাশের হুমকি দেন। ঘটনার পরপরই উপস্থিত সাংবাদিকেরা অনুষ্ঠানের প্রধান অতিথি ও সিটি মেয়রকে মৌখিকভাবে জানিয়ে অনুষ্ঠান বর্জন করেন।
ভুক্তভোগী সংবাদকর্মী ইফতেখার রায়হান বলেন, ‘মঞ্চে উপস্থিত অতিথিদের ছবি তুলতে গেলে হঠাৎ করে স্বেচ্ছাসেবক লীগ নেতা নুর মোহাম্মদ মামুন আমাকে ধাক্কা দেয়। ধাক্কা দেওয়ার কারণ জানতে চাইলে আমার মোবাইল ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে এবং অকথ্য ভাষায় গালাগাল শুরু করে। একপর্যায়ে বলে—সামনে থেকে সরে যা তুই। তোর ছবি তুলতে হবে না। অনুষ্ঠান শেষ হোক, তোকে খায়া ফালামু।’
ভুক্তভোগী সাংবাদিক আরও বলেন, ‘গত ৮ ডিসেম্বর—টঙ্গীতে মুক্তিযোদ্ধা পরিবারের জমি দখলের চেষ্টার অভিযোগ। এই শিরোনামে আমার পত্রিকায় একটি প্রতিবেদন প্রকাশিত হয়। ওই প্রতিবেদনে নুর মোহাম্মদ মামুন ও তার বড় ভাই টঙ্গী পৌরসভার সাবেক কমিশনার হাজী মো. সেলিম মিয়ার বিরুদ্ধে জমি দখলের অভিযোগ করেন স্থানীয় বীর মুক্তিযোদ্ধা আব্দুল হালিম। সম্ভবত ওই প্রতিবেদন প্রকাশের জের ধরেই পূর্ব পরিকল্পিতভাবে এ ঘটনা ঘটিয়েছে মামুন। বিষয়টি টঙ্গী পশ্চিম থানার ওসিকে মৌখিকভাবে জানিয়েছি।’
এদিকে সাংবাদিকদের পেশাগত কাজে বাধা ও প্রাণ নাশের হুমকির ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন স্থানীয় সংবাদকর্মী ও তাদের সংগঠন। গাজীপুর প্রেসক্লাব, গাজীপুর টেলিভিশন সাংবাদিক ক্লাব, টঙ্গী থানা প্রেস ক্লাব, টঙ্গী প্রেসক্লাবের পক্ষ থেকে এ ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অবিলম্বে মামুনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়।
অন্যদিকে হুমকির বিষয়টি অস্বীকার করে গাজীপুর মহানগর সেচ্ছাসেবক লীগের সহসভাপতি নূর মোহাম্মদ মামুন বলেন, ‘এটা আমাদের মধ্যে ভুল বোঝাবুঝি হয়েছে। রাত ৮টার দিকে টঙ্গীর নতুন বাজার এলাকায় আওয়ামী লীগের নেতা-কর্মী ও সাংবাদিকদের নিয়ে দলিয় কার্যালয়ে বসে এটি সমাধান করা হয়েছে। আমি হত্যার হুমকি দেইনি।’
টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহ আলম বলেন, ‘সাংবাদিককে গালাগাল ও প্রাণনাশের হুমকির ঘটনায় মৌখিক অভিযোগ পেয়েছি। লিখিত অভিযোগ দায়েরের পর আইনি ব্যবস্থা নেওয়া হবে।’
গাজীপুর সিটি কর্পোরেশন আয়োজিত অনুষ্ঠানে এক সাংবাদিককে অকথ্য ভাষায় গালাগাল ও প্রাণ নাশের হুমকির অভিযোগ উঠেছে স্বেচ্ছাসেবক লীগের এক নেতার বিরুদ্ধে। আজ মঙ্গলবার বিকেলে সিটি করপোরেশনের টঙ্গী আঞ্চলিক কার্যালয়ের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধনের অনুষ্ঠানে এ ঘটনা ঘটে।
অভিযুক্ত নুর মোহাম্মদ মামুন গাজীপুর মহানগর স্বেচ্ছাসেবক লীগের সিনিয়র সহসভাপতি। এ ঘটনায় ভুক্তভোগী সাংবাদিক ইফতেখার রায়হান একটি জাতীয় দৈনিকের জেলার প্রতিনিধি।
খোঁজ নিয়ে জানা যায়, মঙ্গলবার বিকেলে গাজীপুর সিটি করপোরেশনের টঙ্গী অঞ্চলের ১২ তলা ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল। উদ্বোধন শেষে তিনি অতিথিদের নিয়ে মঞ্চে বসলে সংবাদকর্মীরা ছবি সংগ্রহের জন্য মঞ্চের সামনে যায়। এ সময় হঠাৎ পেছন থেকে অভিযুক্ত স্বেচ্ছাসেবক লীগ নেতা মামুন সাংবাদিক ইফতেখার রায়হানকে ধাক্কা দিয়ে সরিয়ে দেন। ধাক্কা দেওয়ার কারণ জানতে চাইলে ইফতেখার রায়হানের মোবাইল ছিনিয়ে নেওয়ার চেষ্টা চালান এবং অকথ্য ভাষায় গালাগাল করেন। একপর্যায়ে সাংবাদিক রায়হানকে প্রাণনাশের হুমকি দেন। ঘটনার পরপরই উপস্থিত সাংবাদিকেরা অনুষ্ঠানের প্রধান অতিথি ও সিটি মেয়রকে মৌখিকভাবে জানিয়ে অনুষ্ঠান বর্জন করেন।
ভুক্তভোগী সংবাদকর্মী ইফতেখার রায়হান বলেন, ‘মঞ্চে উপস্থিত অতিথিদের ছবি তুলতে গেলে হঠাৎ করে স্বেচ্ছাসেবক লীগ নেতা নুর মোহাম্মদ মামুন আমাকে ধাক্কা দেয়। ধাক্কা দেওয়ার কারণ জানতে চাইলে আমার মোবাইল ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে এবং অকথ্য ভাষায় গালাগাল শুরু করে। একপর্যায়ে বলে—সামনে থেকে সরে যা তুই। তোর ছবি তুলতে হবে না। অনুষ্ঠান শেষ হোক, তোকে খায়া ফালামু।’
ভুক্তভোগী সাংবাদিক আরও বলেন, ‘গত ৮ ডিসেম্বর—টঙ্গীতে মুক্তিযোদ্ধা পরিবারের জমি দখলের চেষ্টার অভিযোগ। এই শিরোনামে আমার পত্রিকায় একটি প্রতিবেদন প্রকাশিত হয়। ওই প্রতিবেদনে নুর মোহাম্মদ মামুন ও তার বড় ভাই টঙ্গী পৌরসভার সাবেক কমিশনার হাজী মো. সেলিম মিয়ার বিরুদ্ধে জমি দখলের অভিযোগ করেন স্থানীয় বীর মুক্তিযোদ্ধা আব্দুল হালিম। সম্ভবত ওই প্রতিবেদন প্রকাশের জের ধরেই পূর্ব পরিকল্পিতভাবে এ ঘটনা ঘটিয়েছে মামুন। বিষয়টি টঙ্গী পশ্চিম থানার ওসিকে মৌখিকভাবে জানিয়েছি।’
এদিকে সাংবাদিকদের পেশাগত কাজে বাধা ও প্রাণ নাশের হুমকির ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন স্থানীয় সংবাদকর্মী ও তাদের সংগঠন। গাজীপুর প্রেসক্লাব, গাজীপুর টেলিভিশন সাংবাদিক ক্লাব, টঙ্গী থানা প্রেস ক্লাব, টঙ্গী প্রেসক্লাবের পক্ষ থেকে এ ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অবিলম্বে মামুনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়।
অন্যদিকে হুমকির বিষয়টি অস্বীকার করে গাজীপুর মহানগর সেচ্ছাসেবক লীগের সহসভাপতি নূর মোহাম্মদ মামুন বলেন, ‘এটা আমাদের মধ্যে ভুল বোঝাবুঝি হয়েছে। রাত ৮টার দিকে টঙ্গীর নতুন বাজার এলাকায় আওয়ামী লীগের নেতা-কর্মী ও সাংবাদিকদের নিয়ে দলিয় কার্যালয়ে বসে এটি সমাধান করা হয়েছে। আমি হত্যার হুমকি দেইনি।’
টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহ আলম বলেন, ‘সাংবাদিককে গালাগাল ও প্রাণনাশের হুমকির ঘটনায় মৌখিক অভিযোগ পেয়েছি। লিখিত অভিযোগ দায়েরের পর আইনি ব্যবস্থা নেওয়া হবে।’
জাতীয় নাগরিক পার্টি (এনসিপির) উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলমের বিরুদ্ধে মানহানি মামলা করেছেন বিএনপি নেতা। সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যায় বিএনপিকে জড়িয়ে অপপ্রচার করার অভিযোগে গাজীপুর আদালতে এ মামলা করেছেন তিনি।
১২ আগস্ট ২০২৫লক্ষ্মীপুরে রামগতিতে নৌকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ফারুক হোসেন (৪০) নামে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত মারা গেছেন দুজন। এখনো চিকিৎসাধীন অবস্থায় আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন আরও দুজন। আজ মঙ্গলবার ভোরে জাতীয় বার্ন প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় ফারুক হোসেন মারা যান।
১২ আগস্ট ২০২৫দুই বছর আগে ফেনী পৌরসভার সুমাইয়া হোসেন আনিকা যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে ফ্রিল্যান্সিং ও গ্রাফিক ডিজাইনের প্রশিক্ষণ নিয়েছিলেন। এরপর বিভিন্ন অনলাইন প্রতিষ্ঠানে চাকরির চেষ্টা করেও সফল হননি। এখন স্বামীর অনলাইন ব্যবসা দেখাশোনা করছেন। আনিকা বলেন, ‘প্রশিক্ষণ পেয়েছি, কিন্তু কাজের সুযোগ খুবই কম।’ আনিকার
১২ আগস্ট ২০২৫চট্টগ্রাম বন্দরে আন্দোলন দমাতে টাকা দাবির ভিডিও ভাইরালের পর এবার জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) চট্টগ্রাম নগরের যুগ্ম সমন্বয়কারী নিজাম উদ্দিনকে কেন্দ্র থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে তাঁকে কেন স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না তাঁর লিখিত ব্যাখা আগামী ৪৮ ঘণ্টার মধ্যে দলকে জানানো কথা বলা হয়েছে।
১২ আগস্ট ২০২৫