সোনাগাজী (ফেনী) প্রতিনিধি
ফেনীর সোনাগাজী উপজেলার ৯টি ইউনিয়নে আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে এক সভায় সুষ্ঠুভাবে ভোট গ্রহণ নিশ্চিত করতে প্রার্থীদের প্রতি কঠোর বার্তা দিয়েছেন জেলা প্রশাসক। তিনি বলেছেন, ‘গায়ের জোরে ভোট নেবেন সেটা ভুলে যান। ভোটকেন্দ্রে ভোট হবে সুষ্ঠু ও নিরপেক্ষ।’
আজ বৃহস্পতিবার ফেনী জেলা প্রশাসনের উদ্যোগে প্রার্থী ও জনসাধারণের সঙ্গে আইনশৃঙ্খলা ও আচরণবিধি সংক্রান্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সোনাগাজী উপজেলা পরিষদ চত্বরে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক আবু সেলিম মাহমুদ উল হাসান।
সভায় জেলা প্রশাসক বলেন, ‘ভোটারদের কোথাও বাধা দেওয়ার সুযোগ নেই। ভোটকেন্দ্রে যাবে শুধু ভোটাররা, কোনো বহিরাগত যাতে ভোটকেন্দ্রে যেতে না পারে সে জন্য সকল প্রশাসন সক্রিয় থাকবে। সাধারণ জনগণকে বলব, আপনারা নিশ্চিত থাকবেন। কেউ নিষেধ করলে শুনবেন না। প্রয়োজনে প্রশাসনের সহযোগিতা নিন।’
প্রার্থীদের প্রতি হুঁশিয়ারি দিয়ে ডিসি আবু সেলিম মাহমুদ উল হাসান বলেন, ‘গায়ের জোরে ভোট নেবেন সেটা ভুলে যান। ভোটকেন্দ্রে ভোট হবে সুষ্ঠু ও নিরপেক্ষ। এখানে অপরাধকে আমার ব্যক্তিগত হিসেবে মেনে নেব। ভোট হচ্ছে চলমান প্রক্রিয়া। জয়-পরাজয় থাকবে। আপনারা সুন্দরভাবে এটি গ্রহণ করে নেবেন। শুধু ভোটারদের সমর্থন নিয়েই আপনাদের মধ্য থেকে জনপ্রতিনিধি নির্বাচিত হবে।’
সভায় পুলিশ প্রশাসনের প্রতি আহ্বান জানিয়ে ডিসি বলেন, কোনো সমস্যাকে যেন ছোট করে না নেওয়া হয়। সবকিছুর বিষয়ে সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান তিনি।
জনগণ যেন নিজেদের ভোট নিজেরা দিতে পারে, সে জন্য প্রিসাইডিং কর্মকর্তাদের স্বচ্ছ থাকার আহ্বান জানিয়ে ডিসি বলেন, ‘আপনারা ভোটের দিন ম্যাজিস্ট্রেটের মতো থাকবেন। আপনারা যদি কোনো অন্যায় কাজের সঙ্গে সংশ্লিষ্ট হন তবে আপনাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে। ভোটের গোপনীয়তা যদি রক্ষা না হয়, কোনো কারণে ব্যর্থ হয়, তাহলে প্রিসাইডিং অফিসারদের দায়ী করা হবে। আর যদি কেউ ভোটকেন্দ্র দখল করার চেষ্টা করে, তাহলে সঙ্গে সঙ্গে ভোট নেওয়া স্থগিত করে দেবেন।’
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন উপজেলা চেয়ারম্যান জহির উদ্দিন মাহমুদ লিপটন। তিনি বলেন, ‘ভোট ঈদের আমেজ নিয়ে এসেছে। উপজেলার সব ইউনিয়নে মিছিল মিটিং শোভাযাত্রা আনন্দমুখর পরিবেশে চলছে। এখন পর্যন্ত যে পরিবেশ রয়েছে তা ২৬ তারিখে নষ্ট হতে দেব না। সকল প্রতিদ্বন্দ্বী প্রার্থীর সমন্বয়ে আমরা সুষ্ঠু নির্বাচনের বিষয়ে ঐক্যবদ্ধ।’
জেলা পুলিশ সুপার আব্দুল্যাহ আল মামুন তাঁর বক্তব্য বলেন, ‘প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা চাইলে সুষ্ঠু নির্বাচন করা সম্ভব হবে। কোথাও কোনো সমস্যা হলে প্রশাসনকে জানান। এমন আচরণ করবেন না প্রশাসনিকভাবে যাতে পুলিশকে কঠোর হতে হয়।’
জেলা নির্বাচন কর্মকর্তা নাছির উদ্দিন পাটোয়ারী বলেন, ‘আমরা অবশ্যই আশা করছি সুষ্ঠু নির্বাচন হবে। ফেনী জেলা প্রশাসনের নেতৃত্বে অবশ্যই এমন পরিবেশ সৃষ্টি করা হবে।’ এ সময় তিনি নির্বাচনকে উৎসবমুখর করে তোলার আহ্বান জানান।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এএম জহিরুল হায়াতের সভাপতিত্বে এ অনুষ্ঠানে চেয়ারম্যান প্রার্থী সামছুল আরেফিন, হাজি আবু সুফিয়ান, মোশাররফ হোসেন মিলন, এম এ হোসেন, এম এ তাহের, মুফতি আব্দুর রহমান ফরহাদ, ফখরুদ্দিন রাজী, মাওলানা ওসমান গনি আশেকী, প্রফেসর নাফিজ উদ্দিন, সিরাজুল ইসলাম সিরাজসহ সাধারণ ও সংরক্ষিত (নারী) ইউপি সদস্য প্রার্থীরা উপস্থিত ছিলেন। এ সময় তাঁরা নির্বাচনের সুষ্ঠু পরিবেশের ব্যবস্থা করতে প্রশাসনের প্রতি আহ্বান জানান।
ফেনীর সোনাগাজী উপজেলার ৯টি ইউনিয়নে আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে এক সভায় সুষ্ঠুভাবে ভোট গ্রহণ নিশ্চিত করতে প্রার্থীদের প্রতি কঠোর বার্তা দিয়েছেন জেলা প্রশাসক। তিনি বলেছেন, ‘গায়ের জোরে ভোট নেবেন সেটা ভুলে যান। ভোটকেন্দ্রে ভোট হবে সুষ্ঠু ও নিরপেক্ষ।’
আজ বৃহস্পতিবার ফেনী জেলা প্রশাসনের উদ্যোগে প্রার্থী ও জনসাধারণের সঙ্গে আইনশৃঙ্খলা ও আচরণবিধি সংক্রান্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সোনাগাজী উপজেলা পরিষদ চত্বরে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক আবু সেলিম মাহমুদ উল হাসান।
সভায় জেলা প্রশাসক বলেন, ‘ভোটারদের কোথাও বাধা দেওয়ার সুযোগ নেই। ভোটকেন্দ্রে যাবে শুধু ভোটাররা, কোনো বহিরাগত যাতে ভোটকেন্দ্রে যেতে না পারে সে জন্য সকল প্রশাসন সক্রিয় থাকবে। সাধারণ জনগণকে বলব, আপনারা নিশ্চিত থাকবেন। কেউ নিষেধ করলে শুনবেন না। প্রয়োজনে প্রশাসনের সহযোগিতা নিন।’
প্রার্থীদের প্রতি হুঁশিয়ারি দিয়ে ডিসি আবু সেলিম মাহমুদ উল হাসান বলেন, ‘গায়ের জোরে ভোট নেবেন সেটা ভুলে যান। ভোটকেন্দ্রে ভোট হবে সুষ্ঠু ও নিরপেক্ষ। এখানে অপরাধকে আমার ব্যক্তিগত হিসেবে মেনে নেব। ভোট হচ্ছে চলমান প্রক্রিয়া। জয়-পরাজয় থাকবে। আপনারা সুন্দরভাবে এটি গ্রহণ করে নেবেন। শুধু ভোটারদের সমর্থন নিয়েই আপনাদের মধ্য থেকে জনপ্রতিনিধি নির্বাচিত হবে।’
সভায় পুলিশ প্রশাসনের প্রতি আহ্বান জানিয়ে ডিসি বলেন, কোনো সমস্যাকে যেন ছোট করে না নেওয়া হয়। সবকিছুর বিষয়ে সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান তিনি।
জনগণ যেন নিজেদের ভোট নিজেরা দিতে পারে, সে জন্য প্রিসাইডিং কর্মকর্তাদের স্বচ্ছ থাকার আহ্বান জানিয়ে ডিসি বলেন, ‘আপনারা ভোটের দিন ম্যাজিস্ট্রেটের মতো থাকবেন। আপনারা যদি কোনো অন্যায় কাজের সঙ্গে সংশ্লিষ্ট হন তবে আপনাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে। ভোটের গোপনীয়তা যদি রক্ষা না হয়, কোনো কারণে ব্যর্থ হয়, তাহলে প্রিসাইডিং অফিসারদের দায়ী করা হবে। আর যদি কেউ ভোটকেন্দ্র দখল করার চেষ্টা করে, তাহলে সঙ্গে সঙ্গে ভোট নেওয়া স্থগিত করে দেবেন।’
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন উপজেলা চেয়ারম্যান জহির উদ্দিন মাহমুদ লিপটন। তিনি বলেন, ‘ভোট ঈদের আমেজ নিয়ে এসেছে। উপজেলার সব ইউনিয়নে মিছিল মিটিং শোভাযাত্রা আনন্দমুখর পরিবেশে চলছে। এখন পর্যন্ত যে পরিবেশ রয়েছে তা ২৬ তারিখে নষ্ট হতে দেব না। সকল প্রতিদ্বন্দ্বী প্রার্থীর সমন্বয়ে আমরা সুষ্ঠু নির্বাচনের বিষয়ে ঐক্যবদ্ধ।’
জেলা পুলিশ সুপার আব্দুল্যাহ আল মামুন তাঁর বক্তব্য বলেন, ‘প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা চাইলে সুষ্ঠু নির্বাচন করা সম্ভব হবে। কোথাও কোনো সমস্যা হলে প্রশাসনকে জানান। এমন আচরণ করবেন না প্রশাসনিকভাবে যাতে পুলিশকে কঠোর হতে হয়।’
জেলা নির্বাচন কর্মকর্তা নাছির উদ্দিন পাটোয়ারী বলেন, ‘আমরা অবশ্যই আশা করছি সুষ্ঠু নির্বাচন হবে। ফেনী জেলা প্রশাসনের নেতৃত্বে অবশ্যই এমন পরিবেশ সৃষ্টি করা হবে।’ এ সময় তিনি নির্বাচনকে উৎসবমুখর করে তোলার আহ্বান জানান।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এএম জহিরুল হায়াতের সভাপতিত্বে এ অনুষ্ঠানে চেয়ারম্যান প্রার্থী সামছুল আরেফিন, হাজি আবু সুফিয়ান, মোশাররফ হোসেন মিলন, এম এ হোসেন, এম এ তাহের, মুফতি আব্দুর রহমান ফরহাদ, ফখরুদ্দিন রাজী, মাওলানা ওসমান গনি আশেকী, প্রফেসর নাফিজ উদ্দিন, সিরাজুল ইসলাম সিরাজসহ সাধারণ ও সংরক্ষিত (নারী) ইউপি সদস্য প্রার্থীরা উপস্থিত ছিলেন। এ সময় তাঁরা নির্বাচনের সুষ্ঠু পরিবেশের ব্যবস্থা করতে প্রশাসনের প্রতি আহ্বান জানান।
জাতীয় নাগরিক পার্টি (এনসিপির) উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলমের বিরুদ্ধে মানহানি মামলা করেছেন বিএনপি নেতা। সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যায় বিএনপিকে জড়িয়ে অপপ্রচার করার অভিযোগে গাজীপুর আদালতে এ মামলা করেছেন তিনি।
২২ দিন আগেলক্ষ্মীপুরে রামগতিতে নৌকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ফারুক হোসেন (৪০) নামে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত মারা গেছেন দুজন। এখনো চিকিৎসাধীন অবস্থায় আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন আরও দুজন। আজ মঙ্গলবার ভোরে জাতীয় বার্ন প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় ফারুক হোসেন মারা যান।
২২ দিন আগেদুই বছর আগে ফেনী পৌরসভার সুমাইয়া হোসেন আনিকা যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে ফ্রিল্যান্সিং ও গ্রাফিক ডিজাইনের প্রশিক্ষণ নিয়েছিলেন। এরপর বিভিন্ন অনলাইন প্রতিষ্ঠানে চাকরির চেষ্টা করেও সফল হননি। এখন স্বামীর অনলাইন ব্যবসা দেখাশোনা করছেন। আনিকা বলেন, ‘প্রশিক্ষণ পেয়েছি, কিন্তু কাজের সুযোগ খুবই কম।’ আনিকার
২২ দিন আগেচট্টগ্রাম বন্দরে আন্দোলন দমাতে টাকা দাবির ভিডিও ভাইরালের পর এবার জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) চট্টগ্রাম নগরের যুগ্ম সমন্বয়কারী নিজাম উদ্দিনকে কেন্দ্র থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে তাঁকে কেন স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না তাঁর লিখিত ব্যাখা আগামী ৪৮ ঘণ্টার মধ্যে দলকে জানানো কথা বলা হয়েছে।
২২ দিন আগে