নিজস্ব প্রতিবেদক, ঢাকা
ইউক্রেন-রাশিয়া যুদ্ধের কারণে বাংলাদেশে মুদ্রাস্ফীতি বেড়েছে বলে জানিয়েছে সমাজ গবেষণা কেন্দ্র। আজ শুক্রবার ঢাকার প্রেসক্লাবে সমাজ গবেষণা কেন্দ্রের উদ্যোগে ‘রাশিয়া ইউক্রেন যুদ্ধ: পথের শেষ কোথায়’ শীর্ষক আলোচনা সভায় এ কথা বলেন গবেষকেরা।
সভায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন বাংলাদেশ ইনস্টিটিউট অব ডেভেলপমেন্ট স্টাডিজের মহাপরিচালক বিনায়ক সেন। তিনি বলেন, সরকারি হিসেবেই মুদ্রাস্ফীতি এখন ১০ শতাংশের কাছাকাছি। এরই মধ্যে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির কারণে আমদানি ব্যয় বেড়েছে, বৈদেশিক লেনদেনের ভারসাম্যে প্রবল চাপ সৃষ্টি হয়েছে। এছাড়া গ্যাসের অভাবে দেশের অনেক শিল্পকারখানা বন্ধ হয়ে গেছে বলেও জানান তিনি।
বিনায়ক সেন বলেন, এ পর্যন্ত ইউক্রেনে রুশ হামলায় যে ক্ষয়ক্ষতি হয়েছে তা পুনর্গঠনে প্রয়োজন ৬০০ বিলিয়ন ডলার। আগামী ৬ মাসে তা ১২শ বিলিয়ন ডলার ছাড়াতে পারে। ইউক্রেন-রাশিয়া যুদ্ধ নিয়ে আমাদের দেশের পত্রপত্রিকাগুলো বরাবর মূলত; পাশ্চাত্য নির্ভর সংবাদ-বিশ্লেষণ পরিবেশন করে থাকে। ইউক্রেন-রাশিয়া যুদ্ধ সহসাই থামার কোনো সম্ভাবনা নেই। কারণ হিসেবে তিনি বলেন, পাশ্চাত্য রাশিয়াকে জিততে দেবে না, রাশিয়াও কোনোক্রমে হারতে চাইবে না।
সভাপতির বক্তব্যে সিপিডির নির্বাহী পরিচালক মোস্তাফিজুর রহমান বলেন, এই যুদ্ধের কারণে এরই মধ্যে বিশ্ব অর্থনীতিতে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। তবে অনেক মাল্টিন্যাশনাল কোম্পানি আরও মুনাফা অর্জন করছে। রাশিয়া ও ইউক্রেনে দু’দেশেই শিক্ষা জীবন কেটেছে উল্লেখ করে এই যুদ্ধের কারণে পীড়া অনুভব করছেন বলেও জানান তিনি। আর বাংলাদেশের মতো ছোট দেশের পক্ষে এই যুদ্ধে নিরপেক্ষ থাকা কঠিন বলেও মন্তব্য করেন তিনি।
অর্থনীতিবিদ এম এম আকাশ বলেন, ইউক্রেন দখল করে গণভোট করলেই সেটা গ্রহণযোগ্য হবে না। বাংলাদেশকে কোনো যুদ্ধ জোটে যোগ না দেওয়ার পরামর্শ দেন তিনি।
সিপিবির সভাপতি মোজাহিদুল ইসলাম সেলিম বলেন, পশ্চিমা দুনিয়ার ন্যারেটিভ পৃথিবীর সব জায়গায় প্রচার হচ্ছে এমনকি সেটা বাংলাদেশেও হচ্ছে। এই যুদ্ধের মাধ্যমে আমেরিকা এক ঢিলে ৩ পাখি মারার চেষ্টা করছে বলেও মন্তব্য করেন তিনি। এই যুদ্ধকে ন্যাটো-রাশিয়ার যুদ্ধ বলেও অভিহিত করেন তিনি।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন ড. দিলীপ নাথ, অধ্যাপক ড. তানজিম উদ্দিন খান, প্রকৌশলী ড. আবুল কাশেম, রাজেকুজ্জামান রতন, হাসান তারিক চৌধুরী সোহেলসহ অন্যরা।
ইউক্রেন-রাশিয়া যুদ্ধের কারণে বাংলাদেশে মুদ্রাস্ফীতি বেড়েছে বলে জানিয়েছে সমাজ গবেষণা কেন্দ্র। আজ শুক্রবার ঢাকার প্রেসক্লাবে সমাজ গবেষণা কেন্দ্রের উদ্যোগে ‘রাশিয়া ইউক্রেন যুদ্ধ: পথের শেষ কোথায়’ শীর্ষক আলোচনা সভায় এ কথা বলেন গবেষকেরা।
সভায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন বাংলাদেশ ইনস্টিটিউট অব ডেভেলপমেন্ট স্টাডিজের মহাপরিচালক বিনায়ক সেন। তিনি বলেন, সরকারি হিসেবেই মুদ্রাস্ফীতি এখন ১০ শতাংশের কাছাকাছি। এরই মধ্যে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির কারণে আমদানি ব্যয় বেড়েছে, বৈদেশিক লেনদেনের ভারসাম্যে প্রবল চাপ সৃষ্টি হয়েছে। এছাড়া গ্যাসের অভাবে দেশের অনেক শিল্পকারখানা বন্ধ হয়ে গেছে বলেও জানান তিনি।
বিনায়ক সেন বলেন, এ পর্যন্ত ইউক্রেনে রুশ হামলায় যে ক্ষয়ক্ষতি হয়েছে তা পুনর্গঠনে প্রয়োজন ৬০০ বিলিয়ন ডলার। আগামী ৬ মাসে তা ১২শ বিলিয়ন ডলার ছাড়াতে পারে। ইউক্রেন-রাশিয়া যুদ্ধ নিয়ে আমাদের দেশের পত্রপত্রিকাগুলো বরাবর মূলত; পাশ্চাত্য নির্ভর সংবাদ-বিশ্লেষণ পরিবেশন করে থাকে। ইউক্রেন-রাশিয়া যুদ্ধ সহসাই থামার কোনো সম্ভাবনা নেই। কারণ হিসেবে তিনি বলেন, পাশ্চাত্য রাশিয়াকে জিততে দেবে না, রাশিয়াও কোনোক্রমে হারতে চাইবে না।
সভাপতির বক্তব্যে সিপিডির নির্বাহী পরিচালক মোস্তাফিজুর রহমান বলেন, এই যুদ্ধের কারণে এরই মধ্যে বিশ্ব অর্থনীতিতে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। তবে অনেক মাল্টিন্যাশনাল কোম্পানি আরও মুনাফা অর্জন করছে। রাশিয়া ও ইউক্রেনে দু’দেশেই শিক্ষা জীবন কেটেছে উল্লেখ করে এই যুদ্ধের কারণে পীড়া অনুভব করছেন বলেও জানান তিনি। আর বাংলাদেশের মতো ছোট দেশের পক্ষে এই যুদ্ধে নিরপেক্ষ থাকা কঠিন বলেও মন্তব্য করেন তিনি।
অর্থনীতিবিদ এম এম আকাশ বলেন, ইউক্রেন দখল করে গণভোট করলেই সেটা গ্রহণযোগ্য হবে না। বাংলাদেশকে কোনো যুদ্ধ জোটে যোগ না দেওয়ার পরামর্শ দেন তিনি।
সিপিবির সভাপতি মোজাহিদুল ইসলাম সেলিম বলেন, পশ্চিমা দুনিয়ার ন্যারেটিভ পৃথিবীর সব জায়গায় প্রচার হচ্ছে এমনকি সেটা বাংলাদেশেও হচ্ছে। এই যুদ্ধের মাধ্যমে আমেরিকা এক ঢিলে ৩ পাখি মারার চেষ্টা করছে বলেও মন্তব্য করেন তিনি। এই যুদ্ধকে ন্যাটো-রাশিয়ার যুদ্ধ বলেও অভিহিত করেন তিনি।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন ড. দিলীপ নাথ, অধ্যাপক ড. তানজিম উদ্দিন খান, প্রকৌশলী ড. আবুল কাশেম, রাজেকুজ্জামান রতন, হাসান তারিক চৌধুরী সোহেলসহ অন্যরা।
জাতীয় নাগরিক পার্টি (এনসিপির) উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলমের বিরুদ্ধে মানহানি মামলা করেছেন বিএনপি নেতা। সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যায় বিএনপিকে জড়িয়ে অপপ্রচার করার অভিযোগে গাজীপুর আদালতে এ মামলা করেছেন তিনি।
১২ আগস্ট ২০২৫লক্ষ্মীপুরে রামগতিতে নৌকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ফারুক হোসেন (৪০) নামে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত মারা গেছেন দুজন। এখনো চিকিৎসাধীন অবস্থায় আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন আরও দুজন। আজ মঙ্গলবার ভোরে জাতীয় বার্ন প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় ফারুক হোসেন মারা যান।
১২ আগস্ট ২০২৫দুই বছর আগে ফেনী পৌরসভার সুমাইয়া হোসেন আনিকা যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে ফ্রিল্যান্সিং ও গ্রাফিক ডিজাইনের প্রশিক্ষণ নিয়েছিলেন। এরপর বিভিন্ন অনলাইন প্রতিষ্ঠানে চাকরির চেষ্টা করেও সফল হননি। এখন স্বামীর অনলাইন ব্যবসা দেখাশোনা করছেন। আনিকা বলেন, ‘প্রশিক্ষণ পেয়েছি, কিন্তু কাজের সুযোগ খুবই কম।’ আনিকার
১২ আগস্ট ২০২৫চট্টগ্রাম বন্দরে আন্দোলন দমাতে টাকা দাবির ভিডিও ভাইরালের পর এবার জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) চট্টগ্রাম নগরের যুগ্ম সমন্বয়কারী নিজাম উদ্দিনকে কেন্দ্র থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে তাঁকে কেন স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না তাঁর লিখিত ব্যাখা আগামী ৪৮ ঘণ্টার মধ্যে দলকে জানানো কথা বলা হয়েছে।
১২ আগস্ট ২০২৫