Ajker Patrika

সাংবাদিক নাদিম হত্যা: বাবুকে জামিন দেননি হাইকোর্ট

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
সাংবাদিক নাদিম হত্যা: বাবুকে জামিন দেননি হাইকোর্ট

জামালপুরে সাংবাদিক গোলাম রব্বানী নাদিম হত্যার ঘটনায় মামলার প্রধান আসামি মাহমুদুল বাবুকে জামিন দেননি হাইকোর্ট। তবে তাকে কেন জামিন দেওয়া হবে না তা, জানতে চেয়ে রুল জারি করা হয়েছে।

আজ বুধবার বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি কাজী ইবাদত হোসেনের বেঞ্চ এ আদেশ দেন।

রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল একেএম আমিন উদ্দিন মানিক। আর আসামি পক্ষে ছিলেন আইনজীবী মোহাম্মদ জগলুল কবির। ডেপুটি অ্যাটর্নি জেনারেল জানান, ‘আদালত জামিন দেননি, তবে দুই সপ্তাহের রুল জারি করেছেন।’ 

এর আগে ওই মামলায় হাইকোর্ট মাহমুদুল বাবুকে জামিন দিলেও আপিল বিভাগে তা স্থগিত হয়ে যায়। গত বছরের ১৪ জুন রাতে বাড়ি ফেরার পথে বকশিগঞ্জের পাটহাটি এলাকায় হামলার শিকার হন গোলাম রব্বানী নাদিম। ১৫ জুন ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়। 

ওই ঘটনায় ১৭ জুন বকশিগঞ্জ থানায় মাহমুদুল আলম বাবুসহ ২২ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরও ২০ থেকে ২৫ জনকে আসামি করে মামলা করেন তার স্ত্রী মনিরা বেগম।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত