নিজস্ব প্রতিবেদক, ঢাকা
বাংলাদেশ দলের হয়ে বেশ কিছু ম্যাচে সুযোগ পেয়েও কাজে লাগাতে ব্যর্থ হন আফিফ হোসেন। যার ফলে সিলেটে আয়ারল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজ চলাকালীন আফিফকে ঢাকা পাঠিয়ে দেন কোচ চন্ডিকা হাথুরুসিংহে।
এরপরই এক সংবাদ সম্মেলনে হাথুরুসিংহে বলেছিলেন, আফিফের চেহারার জন্য তাঁকে বাদ দেওয়া হয়নি। বাদ দেওয়া হয়েছে তাঁর পারফরম্যান্সের জন্য। ভালো পারফর্ম করলেই দলে ফেরার দরজা খোলা। এরপর ইংল্যান্ডের মাটিতে আগামী ৯ মে শুরু হতে যাওয়া আয়ারল্যান্ড সিরিজেও বাদ পড়েন এ বাঁহাতি ব্যাটার।
যার ফলে এ বছর বাংলাদেশের বিশ্বকাপ দলে আফিফের সুযোগ পাওয়া নিয়ে প্রশ্ন জেগেছে। তবে বিসিবির গেম ডেভেলপমেন্ট কমিটির চেয়ারম্যান খালেদ মাহমুদ সুজন জানিয়েছেন, অবশ্যই আফিফ বিশ্বকাপের চিন্তা-ভাবনায় আছেন।
আয়ারল্যান্ড সিরিজে বাদ পড়লেও ঢাকা প্রিমিয়ার লিগে রানের ফুলঝুরি ছোটানো শুরু করেছেন আফিফ। আবাহনীর জয়ে রাখছেন গুরুত্বপূর্ণ অবদান। তাঁকে কাছ থেকেই দেখেছেন দলের কোচ খালেদ মাহমুদ সুজন।
আজ মিরপুরে সুজন সংবাদমাধ্যমকে বলেন, ‘অবশ্যই আমি সব সময় আফিফকে দেখি বাংলাদেশ দলে। আফিফের ছোটখাটো যে ভুলত্রুটি আছে, সে চেষ্টা করছে সেগুলো কাটিয়ে ওঠার। এখনো সে তরুণ। তার যথেষ্ট সামর্থ্য আছে। তার মতো খেলোয়াড় আমাদের জন্য সহজে পাওয়া সম্ভব না। যে কি না একাই ম্যাচ ঘুরিয়ে দিতে পারে।’
আফিফের সামর্থ্যের উপমা দিতে গিয়ে সুজন বললেন, ‘যদি কিছুদিন আগের কথা বলি, আফিফ-মিরাজের দারুণ এক জুটিতে আমরা আফগানিস্তানের বিপক্ষে একটা কঠিন ম্যাচ জিতেছি। এই লিগেও সে কিছু গুরুত্বপূর্ণ ইনিংস খেলেছে। হয়তোবা যে ইস্যুগুলোর কথা বললাম, সেগুলো নিয়ে সে কাজ করছে এবং ভালো করছে। আমি মনে করি শেষ ম্যাচে আফিফের বিরাট অবদান ছিল। আফিফ সব সময় ভালো খেলোয়াড়।’
আবাহনীর হয়ে ১০ ম্যাচে ৫৫.৭৫ গড় ও ১১৪.৯৫ স্ট্রাইক রেটে ৪৪৬ রান করেছেন আফিফ। এবারের মৌসুমেই লিস্ট ‘এ’ ক্রিকেটে পেয়েছেন প্রথম সেঞ্চুরির দেখা। তাঁকে অধিনায়ক করা হয়েছে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ‘এ’ দলের সিরিজে।
কিছুদিন আগেই মাহমুদউল্লাহ রিয়াদকে নিয়ে সুজন বলেছিলেন, তিনি রিয়াদকে বিশ্বকাপে দেখছেন না। একই প্রশ্ন আফিফ নিয়েও, তিনি কি বিশ্বকাপে সুযোগ পাবেন? সুজন বললেন, ‘আমার মনে হয়, সে চিন্তা-ভাবনায় নেই; এমনটা হতেই পারে না। অবশ্যই সে আছে। দেখা যাক সামনে কী হয়। সে বাংলাদেশ দলের জন্য অনেক গুরুত্বপূর্ণ ক্রিকেটার। হয়তোবা (ক্ষুধা কমে যাওয়া), কারণ যখন আপনি দলে থাকবেন তখন বুঝবেন না। আমি বিশ্বাস করি আফিফ দলে ফেরার জন্য উন্মুখ আছে। সে অবশ্যই দলে ফিরবে। আর সে চিন্তা করার একটা সময়ও পেয়েছে।’
ঘরোয়া লিগে একটু আগে ব্যাটিং পজিশনে খেললেও জাতীয় দলে আফিফের পজিশনটা ৬-৭ নম্বরে। যেখানে আফিফকে মানিয়ে নেওয়াও সহজ ছিল না। সুজন যোগ করেন, ‘আমি মনে করি প্রিমিয়ার লিগ কোনো অংশেই হালকা ক্রিকেট না, এটা অনেক কঠিন ক্রিকেট। এখানে সে ব্যাটিং পজিশন নিয়েও খুব খুশি। জাতীয় দলের ছয়-সাতে কঠিন পজিশনে ব্যাটিং করতে হয়। এখানে আবাহনীতে চার-পাঁচে ব্যাটিং করছে। আমি মনে করি সে তার কাজটা খুব ভালোভাবে করছে। ওপেনারদের নতুন বল মোকাবিলা ছাড়া, বাকি সব ব্যাটারদের জন্যই একই রকম খেলা, যেকোনো পজিশনেই।’
বাংলাদেশ দলের হয়ে বেশ কিছু ম্যাচে সুযোগ পেয়েও কাজে লাগাতে ব্যর্থ হন আফিফ হোসেন। যার ফলে সিলেটে আয়ারল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজ চলাকালীন আফিফকে ঢাকা পাঠিয়ে দেন কোচ চন্ডিকা হাথুরুসিংহে।
এরপরই এক সংবাদ সম্মেলনে হাথুরুসিংহে বলেছিলেন, আফিফের চেহারার জন্য তাঁকে বাদ দেওয়া হয়নি। বাদ দেওয়া হয়েছে তাঁর পারফরম্যান্সের জন্য। ভালো পারফর্ম করলেই দলে ফেরার দরজা খোলা। এরপর ইংল্যান্ডের মাটিতে আগামী ৯ মে শুরু হতে যাওয়া আয়ারল্যান্ড সিরিজেও বাদ পড়েন এ বাঁহাতি ব্যাটার।
যার ফলে এ বছর বাংলাদেশের বিশ্বকাপ দলে আফিফের সুযোগ পাওয়া নিয়ে প্রশ্ন জেগেছে। তবে বিসিবির গেম ডেভেলপমেন্ট কমিটির চেয়ারম্যান খালেদ মাহমুদ সুজন জানিয়েছেন, অবশ্যই আফিফ বিশ্বকাপের চিন্তা-ভাবনায় আছেন।
আয়ারল্যান্ড সিরিজে বাদ পড়লেও ঢাকা প্রিমিয়ার লিগে রানের ফুলঝুরি ছোটানো শুরু করেছেন আফিফ। আবাহনীর জয়ে রাখছেন গুরুত্বপূর্ণ অবদান। তাঁকে কাছ থেকেই দেখেছেন দলের কোচ খালেদ মাহমুদ সুজন।
আজ মিরপুরে সুজন সংবাদমাধ্যমকে বলেন, ‘অবশ্যই আমি সব সময় আফিফকে দেখি বাংলাদেশ দলে। আফিফের ছোটখাটো যে ভুলত্রুটি আছে, সে চেষ্টা করছে সেগুলো কাটিয়ে ওঠার। এখনো সে তরুণ। তার যথেষ্ট সামর্থ্য আছে। তার মতো খেলোয়াড় আমাদের জন্য সহজে পাওয়া সম্ভব না। যে কি না একাই ম্যাচ ঘুরিয়ে দিতে পারে।’
আফিফের সামর্থ্যের উপমা দিতে গিয়ে সুজন বললেন, ‘যদি কিছুদিন আগের কথা বলি, আফিফ-মিরাজের দারুণ এক জুটিতে আমরা আফগানিস্তানের বিপক্ষে একটা কঠিন ম্যাচ জিতেছি। এই লিগেও সে কিছু গুরুত্বপূর্ণ ইনিংস খেলেছে। হয়তোবা যে ইস্যুগুলোর কথা বললাম, সেগুলো নিয়ে সে কাজ করছে এবং ভালো করছে। আমি মনে করি শেষ ম্যাচে আফিফের বিরাট অবদান ছিল। আফিফ সব সময় ভালো খেলোয়াড়।’
আবাহনীর হয়ে ১০ ম্যাচে ৫৫.৭৫ গড় ও ১১৪.৯৫ স্ট্রাইক রেটে ৪৪৬ রান করেছেন আফিফ। এবারের মৌসুমেই লিস্ট ‘এ’ ক্রিকেটে পেয়েছেন প্রথম সেঞ্চুরির দেখা। তাঁকে অধিনায়ক করা হয়েছে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ‘এ’ দলের সিরিজে।
কিছুদিন আগেই মাহমুদউল্লাহ রিয়াদকে নিয়ে সুজন বলেছিলেন, তিনি রিয়াদকে বিশ্বকাপে দেখছেন না। একই প্রশ্ন আফিফ নিয়েও, তিনি কি বিশ্বকাপে সুযোগ পাবেন? সুজন বললেন, ‘আমার মনে হয়, সে চিন্তা-ভাবনায় নেই; এমনটা হতেই পারে না। অবশ্যই সে আছে। দেখা যাক সামনে কী হয়। সে বাংলাদেশ দলের জন্য অনেক গুরুত্বপূর্ণ ক্রিকেটার। হয়তোবা (ক্ষুধা কমে যাওয়া), কারণ যখন আপনি দলে থাকবেন তখন বুঝবেন না। আমি বিশ্বাস করি আফিফ দলে ফেরার জন্য উন্মুখ আছে। সে অবশ্যই দলে ফিরবে। আর সে চিন্তা করার একটা সময়ও পেয়েছে।’
ঘরোয়া লিগে একটু আগে ব্যাটিং পজিশনে খেললেও জাতীয় দলে আফিফের পজিশনটা ৬-৭ নম্বরে। যেখানে আফিফকে মানিয়ে নেওয়াও সহজ ছিল না। সুজন যোগ করেন, ‘আমি মনে করি প্রিমিয়ার লিগ কোনো অংশেই হালকা ক্রিকেট না, এটা অনেক কঠিন ক্রিকেট। এখানে সে ব্যাটিং পজিশন নিয়েও খুব খুশি। জাতীয় দলের ছয়-সাতে কঠিন পজিশনে ব্যাটিং করতে হয়। এখানে আবাহনীতে চার-পাঁচে ব্যাটিং করছে। আমি মনে করি সে তার কাজটা খুব ভালোভাবে করছে। ওপেনারদের নতুন বল মোকাবিলা ছাড়া, বাকি সব ব্যাটারদের জন্যই একই রকম খেলা, যেকোনো পজিশনেই।’
জাতীয় নাগরিক পার্টি (এনসিপির) উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলমের বিরুদ্ধে মানহানি মামলা করেছেন বিএনপি নেতা। সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যায় বিএনপিকে জড়িয়ে অপপ্রচার করার অভিযোগে গাজীপুর আদালতে এ মামলা করেছেন তিনি।
১৮ দিন আগেলক্ষ্মীপুরে রামগতিতে নৌকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ফারুক হোসেন (৪০) নামে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত মারা গেছেন দুজন। এখনো চিকিৎসাধীন অবস্থায় আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন আরও দুজন। আজ মঙ্গলবার ভোরে জাতীয় বার্ন প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় ফারুক হোসেন মারা যান।
১৮ দিন আগেদুই বছর আগে ফেনী পৌরসভার সুমাইয়া হোসেন আনিকা যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে ফ্রিল্যান্সিং ও গ্রাফিক ডিজাইনের প্রশিক্ষণ নিয়েছিলেন। এরপর বিভিন্ন অনলাইন প্রতিষ্ঠানে চাকরির চেষ্টা করেও সফল হননি। এখন স্বামীর অনলাইন ব্যবসা দেখাশোনা করছেন। আনিকা বলেন, ‘প্রশিক্ষণ পেয়েছি, কিন্তু কাজের সুযোগ খুবই কম।’ আনিকার
১৮ দিন আগেচট্টগ্রাম বন্দরে আন্দোলন দমাতে টাকা দাবির ভিডিও ভাইরালের পর এবার জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) চট্টগ্রাম নগরের যুগ্ম সমন্বয়কারী নিজাম উদ্দিনকে কেন্দ্র থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে তাঁকে কেন স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না তাঁর লিখিত ব্যাখা আগামী ৪৮ ঘণ্টার মধ্যে দলকে জানানো কথা বলা হয়েছে।
১৮ দিন আগে