রাঙামাটি প্রতিনিধি
অবশেষে ভেঙে ফেলা হয়েছে রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক জুনিয়র হাইস্কুলের সামনে নির্মাণাধীন সেই দোকানগুলো। এসব দোকান নির্মাণের অভিযোগ ওঠে বিজিবির বিরুদ্ধে। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় ভাঙার কাজ শুরু হয়ে আজ বুধবার সকালে শেষ হয়।
এর আগে দোকান নির্মাণ নিয়ে গত ১৪ মার্চ আজকের পত্রিকার অনলাইনে ‘সাজেকে স্কুলের সামনে দোকান নির্মাণ বিজিবির, অসন্তুষ্ট শিক্ষক-শিক্ষার্থীরা’ শিরোনামে সাংবাদ প্রকাশ হয়। এরপর বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নজরে আসে। একপর্যায়ে নির্মাণাধীন দোকানগুলো ভেঙে ফেলার উদ্যোগ নেওয়া হয়।
সাজেক জুনিয়র হাইস্কুলের প্রধান শিক্ষক ববীন্দ্র লাল ত্রিপুরা জানান, গতকাল মঙ্গলবার সন্ধ্যা থেকে নির্মাণাধীন দোকানগুলো ভাঙা শুরু করে বিজিবি। আজ বুধবার সকালে ভাঙার কাজ শেষ হয়। বিদ্যালয়ের সামনে দোকানগুলো ভেঙে ফেলায় শিক্ষক-শিক্ষার্থীরা খুশি হয়েছেন।
চলতি মাসের শুরুতে সাজেক পর্যটন কেন্দ্রের রুইলুইয়ে সড়কের পাশঘেষা সাজেক জুনিয়র হাইস্কুলের সামনে দোকান নির্মাণের কাজ শুরু করে বিজিবি। আধা পাকা ছয়টি দোকানের কারণে পুরো বিদ্যালয়ে অন্ধকার পরিবেশ তৈরি হয়। এতে বিদ্যালয়ের কার্যক্রম ব্যাহত হচ্ছিল।
বিদ্যালয় সূত্র জানায়, স্থানীয়রা সন্তানদের পড়াশোনা করানোর জন্য ১৯৯৮ সালে ‘সাজেক জুনিয়র হাইস্কুল’ নামে বিদ্যালয়টি প্রতিষ্ঠা করেন। পরবর্তীতে ২০১৩ সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাজেক সফর করলে তাঁর সম্মানে মারিশ্যা বিজিবি জোন বিদ্যালয়টি সংস্কার করে নাম দেয় ‘রুইলুই জুনিয়র হাইস্কুল’। এরপর বিজিবি এটি নিয়ন্ত্রণে নেয়। পরবর্তীতে অফিশিয়াল জটিলতায় পড়লে বিদ্যালয়ের নাম প্রতিষ্ঠাকালীন নামে ফিরিয়ে আনা হয়।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক ববীন্দ্র লাল ত্রিপুরা বলেন, ‘বিদ্যালয়টি বাঘাইছড়ি মারিশ্যা বিজিবি জোন পরিচালনা করছে। দোকান নির্মাণের আগে আমাদের বলা হয়েছিল দোকান থেকে যে আয় আসবে সে টাকা দিয়ে বিদ্যালয় পরিচালনার কাজে ব্যবহার করা হবে। সাজেক ভ্যালির মসজিদের পাশে বিদ্যালয়ের নামে দেড় একর জায়গা আছে সেখানে বিদ্যালয়টি স্থানান্তরের কথা বলা হয়েছে। কিন্তু এই কথা ৮-১০ বছর আগে থেকে বলা হয়ে আসছে, কাজ হয়নি।’
প্রধান শিক্ষক জানান, বিদ্যালয়ে বর্তমানে শিক্ষার্থীর সংখ্যা ৮৫ জন। জায়গা না থাকায় বেশি শিক্ষার্থী ভর্তি করানো যাচ্ছে না। বিদ্যালয়ের আশপাশে ৪টি সরকারি প্রাথমিক বিদ্যালয় আছে। এ ছাড়াও বেটলিং, শিয়ালদাহ, তুইচুই এলাকা থেকে শিক্ষার্থীরা বিদ্যালয়ে ভর্তি হতে চায়। কিন্তু শ্রেণিকক্ষের সংকট ও জায়গা না থাকায় ভর্তি করানো যাচ্ছে না।
অবশেষে ভেঙে ফেলা হয়েছে রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক জুনিয়র হাইস্কুলের সামনে নির্মাণাধীন সেই দোকানগুলো। এসব দোকান নির্মাণের অভিযোগ ওঠে বিজিবির বিরুদ্ধে। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় ভাঙার কাজ শুরু হয়ে আজ বুধবার সকালে শেষ হয়।
এর আগে দোকান নির্মাণ নিয়ে গত ১৪ মার্চ আজকের পত্রিকার অনলাইনে ‘সাজেকে স্কুলের সামনে দোকান নির্মাণ বিজিবির, অসন্তুষ্ট শিক্ষক-শিক্ষার্থীরা’ শিরোনামে সাংবাদ প্রকাশ হয়। এরপর বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নজরে আসে। একপর্যায়ে নির্মাণাধীন দোকানগুলো ভেঙে ফেলার উদ্যোগ নেওয়া হয়।
সাজেক জুনিয়র হাইস্কুলের প্রধান শিক্ষক ববীন্দ্র লাল ত্রিপুরা জানান, গতকাল মঙ্গলবার সন্ধ্যা থেকে নির্মাণাধীন দোকানগুলো ভাঙা শুরু করে বিজিবি। আজ বুধবার সকালে ভাঙার কাজ শেষ হয়। বিদ্যালয়ের সামনে দোকানগুলো ভেঙে ফেলায় শিক্ষক-শিক্ষার্থীরা খুশি হয়েছেন।
চলতি মাসের শুরুতে সাজেক পর্যটন কেন্দ্রের রুইলুইয়ে সড়কের পাশঘেষা সাজেক জুনিয়র হাইস্কুলের সামনে দোকান নির্মাণের কাজ শুরু করে বিজিবি। আধা পাকা ছয়টি দোকানের কারণে পুরো বিদ্যালয়ে অন্ধকার পরিবেশ তৈরি হয়। এতে বিদ্যালয়ের কার্যক্রম ব্যাহত হচ্ছিল।
বিদ্যালয় সূত্র জানায়, স্থানীয়রা সন্তানদের পড়াশোনা করানোর জন্য ১৯৯৮ সালে ‘সাজেক জুনিয়র হাইস্কুল’ নামে বিদ্যালয়টি প্রতিষ্ঠা করেন। পরবর্তীতে ২০১৩ সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাজেক সফর করলে তাঁর সম্মানে মারিশ্যা বিজিবি জোন বিদ্যালয়টি সংস্কার করে নাম দেয় ‘রুইলুই জুনিয়র হাইস্কুল’। এরপর বিজিবি এটি নিয়ন্ত্রণে নেয়। পরবর্তীতে অফিশিয়াল জটিলতায় পড়লে বিদ্যালয়ের নাম প্রতিষ্ঠাকালীন নামে ফিরিয়ে আনা হয়।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক ববীন্দ্র লাল ত্রিপুরা বলেন, ‘বিদ্যালয়টি বাঘাইছড়ি মারিশ্যা বিজিবি জোন পরিচালনা করছে। দোকান নির্মাণের আগে আমাদের বলা হয়েছিল দোকান থেকে যে আয় আসবে সে টাকা দিয়ে বিদ্যালয় পরিচালনার কাজে ব্যবহার করা হবে। সাজেক ভ্যালির মসজিদের পাশে বিদ্যালয়ের নামে দেড় একর জায়গা আছে সেখানে বিদ্যালয়টি স্থানান্তরের কথা বলা হয়েছে। কিন্তু এই কথা ৮-১০ বছর আগে থেকে বলা হয়ে আসছে, কাজ হয়নি।’
প্রধান শিক্ষক জানান, বিদ্যালয়ে বর্তমানে শিক্ষার্থীর সংখ্যা ৮৫ জন। জায়গা না থাকায় বেশি শিক্ষার্থী ভর্তি করানো যাচ্ছে না। বিদ্যালয়ের আশপাশে ৪টি সরকারি প্রাথমিক বিদ্যালয় আছে। এ ছাড়াও বেটলিং, শিয়ালদাহ, তুইচুই এলাকা থেকে শিক্ষার্থীরা বিদ্যালয়ে ভর্তি হতে চায়। কিন্তু শ্রেণিকক্ষের সংকট ও জায়গা না থাকায় ভর্তি করানো যাচ্ছে না।
জাতীয় নাগরিক পার্টি (এনসিপির) উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলমের বিরুদ্ধে মানহানি মামলা করেছেন বিএনপি নেতা। সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যায় বিএনপিকে জড়িয়ে অপপ্রচার করার অভিযোগে গাজীপুর আদালতে এ মামলা করেছেন তিনি।
১৯ দিন আগেলক্ষ্মীপুরে রামগতিতে নৌকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ফারুক হোসেন (৪০) নামে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত মারা গেছেন দুজন। এখনো চিকিৎসাধীন অবস্থায় আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন আরও দুজন। আজ মঙ্গলবার ভোরে জাতীয় বার্ন প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় ফারুক হোসেন মারা যান।
১৯ দিন আগেদুই বছর আগে ফেনী পৌরসভার সুমাইয়া হোসেন আনিকা যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে ফ্রিল্যান্সিং ও গ্রাফিক ডিজাইনের প্রশিক্ষণ নিয়েছিলেন। এরপর বিভিন্ন অনলাইন প্রতিষ্ঠানে চাকরির চেষ্টা করেও সফল হননি। এখন স্বামীর অনলাইন ব্যবসা দেখাশোনা করছেন। আনিকা বলেন, ‘প্রশিক্ষণ পেয়েছি, কিন্তু কাজের সুযোগ খুবই কম।’ আনিকার
১৯ দিন আগেচট্টগ্রাম বন্দরে আন্দোলন দমাতে টাকা দাবির ভিডিও ভাইরালের পর এবার জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) চট্টগ্রাম নগরের যুগ্ম সমন্বয়কারী নিজাম উদ্দিনকে কেন্দ্র থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে তাঁকে কেন স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না তাঁর লিখিত ব্যাখা আগামী ৪৮ ঘণ্টার মধ্যে দলকে জানানো কথা বলা হয়েছে।
১৯ দিন আগে