নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সাবেক ভিপি নুরুল হক নুরের নেতৃত্বাধীন বাংলাদেশ গণ অধিকার পরিষদ ও এর অঙ্গসংগঠনের কর্মীদের ওপর স্বেচ্ছাসেবক লীগের নেতা-কর্মীরা হামলা চালিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে।
আজ শনিবার দুপুরে চট্টগ্রাম নগরীর মিউনিসিপ্যাল মডেল হাইস্কুল প্রাঙ্গণে অস্থায়ী শহীদ মিনারের সামনে এ ঘটনা ঘটে। হামলায় ৩২ জন নেতা-কর্মী আহত হয়েছেন বলে দাবি করেছেন গণ অধিকার পরিষদের নেতারা।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুর ১২টার দিকে সদ্য গঠিত মহানগর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি দেবাশীষ নাথ ও সাধারণ সম্পাদক আজিজুর রহমানের নেতৃত্বে নেতা-কর্মীরা শহীদ মিনারে ফুল দেন। এ সময় বিশাল মিছিল নিয়ে ফুল দেওয়ার জন্য আসেন গণ অধিকার পরিষদ ও এর অঙ্গসংগঠনের বিপুল নেতা-কর্মী। তাঁরা মাঠের এক পাশে ও বাইরে অবস্থান করছিলেন। নেতা-কর্মীদের হাতে সরকারবিরোধী ও বিভিন্ন দাবি-সংবলিত ফেস্টুন ছিল। ফুল দিয়ে ফেরার পথে স্বেচ্ছাসেবক লীগের নেতা-কর্মীরা ‘রাজাকার’, ‘রাজাকার’ বলে গণ অধিকার পরিষদের নেতা-কর্মীদের ধাওয়া দেন। ধাওয়া খেয়ে ছত্রভঙ্গ হয়ে যান তাঁরা। পরে মিছিল নিয়ে নিউমার্কেট মোড়ের দিকে চলে যান স্বেচ্ছাসেবক লীগের নেতা-কর্মীরা। আর গণ অধিকার পরিষদের নেতা-কর্মীরা যান আমতলের দিকে।
ছাত্র অধিকার পরিষদের চট্টগ্রাম মহানগর শাখার সভাপতি আমির হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘মহান স্বাধীনতা দিবসে আমরা মিছিল শেষে শহীদ মিনারে ফুল দেওয়ার জন্য শান্তিপূর্ণভাবে অবস্থান করছিলাম। হঠাৎ ছাত্রলীগ-যুবলীগ-স্বেচ্ছাসেবক লীগের কিছু সন্ত্রাসী আমাদের ওপর অতর্কিতে হামলা করে। এতে আমাদের অর্ধশতাধিক নেতা-কর্মী আহত হন। নারী সদস্যদেরও তাঁরা লাঞ্ছিত করেছেন। সিসি ক্যামেরা দেখে সন্ত্রাসীদের গ্রেপ্তারের দাবি জানাচ্ছি। শহীদ মিনার প্রাঙ্গণে হামলা করা সন্ত্রাসীরা এদেশের জন্য হুমকি।’
তবে হামলার অভিযোগ অস্বীকার করেছেন স্বেচ্ছাসেবক লীগের নগর সভাপতি দেবাশীষ নাথ। তিনি বলেন, ‘আমরা ফুল নিয়ে শ্রদ্ধা জানাতে শহীদ মিনার প্রাঙ্গণে যাওয়ার সময় ভিপি নুরের সংগঠনের শতাধিক নেতা-কর্মী বিভিন্ন প্ল্যাকার্ড নিয়ে মাঠে অবস্থান নিয়ে প্রধানমন্ত্রী ও বঙ্গবন্ধুকে কটূক্তি করছিলেন। আমাদের নেতা-কর্মীরা এর প্রতিবাদ করেছেন।’
তবে এ ঘটনায় কেউ থানায় অভিযোগ করেনি বলে জানিয়েছেন কোতোয়ালি থানার পরিদর্শক (তদন্ত) চৌধুরী রেজাউল করিম। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘দুই পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া হয়েছে। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।’
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সাবেক ভিপি নুরুল হক নুরের নেতৃত্বাধীন বাংলাদেশ গণ অধিকার পরিষদ ও এর অঙ্গসংগঠনের কর্মীদের ওপর স্বেচ্ছাসেবক লীগের নেতা-কর্মীরা হামলা চালিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে।
আজ শনিবার দুপুরে চট্টগ্রাম নগরীর মিউনিসিপ্যাল মডেল হাইস্কুল প্রাঙ্গণে অস্থায়ী শহীদ মিনারের সামনে এ ঘটনা ঘটে। হামলায় ৩২ জন নেতা-কর্মী আহত হয়েছেন বলে দাবি করেছেন গণ অধিকার পরিষদের নেতারা।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুর ১২টার দিকে সদ্য গঠিত মহানগর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি দেবাশীষ নাথ ও সাধারণ সম্পাদক আজিজুর রহমানের নেতৃত্বে নেতা-কর্মীরা শহীদ মিনারে ফুল দেন। এ সময় বিশাল মিছিল নিয়ে ফুল দেওয়ার জন্য আসেন গণ অধিকার পরিষদ ও এর অঙ্গসংগঠনের বিপুল নেতা-কর্মী। তাঁরা মাঠের এক পাশে ও বাইরে অবস্থান করছিলেন। নেতা-কর্মীদের হাতে সরকারবিরোধী ও বিভিন্ন দাবি-সংবলিত ফেস্টুন ছিল। ফুল দিয়ে ফেরার পথে স্বেচ্ছাসেবক লীগের নেতা-কর্মীরা ‘রাজাকার’, ‘রাজাকার’ বলে গণ অধিকার পরিষদের নেতা-কর্মীদের ধাওয়া দেন। ধাওয়া খেয়ে ছত্রভঙ্গ হয়ে যান তাঁরা। পরে মিছিল নিয়ে নিউমার্কেট মোড়ের দিকে চলে যান স্বেচ্ছাসেবক লীগের নেতা-কর্মীরা। আর গণ অধিকার পরিষদের নেতা-কর্মীরা যান আমতলের দিকে।
ছাত্র অধিকার পরিষদের চট্টগ্রাম মহানগর শাখার সভাপতি আমির হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘মহান স্বাধীনতা দিবসে আমরা মিছিল শেষে শহীদ মিনারে ফুল দেওয়ার জন্য শান্তিপূর্ণভাবে অবস্থান করছিলাম। হঠাৎ ছাত্রলীগ-যুবলীগ-স্বেচ্ছাসেবক লীগের কিছু সন্ত্রাসী আমাদের ওপর অতর্কিতে হামলা করে। এতে আমাদের অর্ধশতাধিক নেতা-কর্মী আহত হন। নারী সদস্যদেরও তাঁরা লাঞ্ছিত করেছেন। সিসি ক্যামেরা দেখে সন্ত্রাসীদের গ্রেপ্তারের দাবি জানাচ্ছি। শহীদ মিনার প্রাঙ্গণে হামলা করা সন্ত্রাসীরা এদেশের জন্য হুমকি।’
তবে হামলার অভিযোগ অস্বীকার করেছেন স্বেচ্ছাসেবক লীগের নগর সভাপতি দেবাশীষ নাথ। তিনি বলেন, ‘আমরা ফুল নিয়ে শ্রদ্ধা জানাতে শহীদ মিনার প্রাঙ্গণে যাওয়ার সময় ভিপি নুরের সংগঠনের শতাধিক নেতা-কর্মী বিভিন্ন প্ল্যাকার্ড নিয়ে মাঠে অবস্থান নিয়ে প্রধানমন্ত্রী ও বঙ্গবন্ধুকে কটূক্তি করছিলেন। আমাদের নেতা-কর্মীরা এর প্রতিবাদ করেছেন।’
তবে এ ঘটনায় কেউ থানায় অভিযোগ করেনি বলে জানিয়েছেন কোতোয়ালি থানার পরিদর্শক (তদন্ত) চৌধুরী রেজাউল করিম। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘দুই পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া হয়েছে। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।’
জাতীয় নাগরিক পার্টি (এনসিপির) উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলমের বিরুদ্ধে মানহানি মামলা করেছেন বিএনপি নেতা। সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যায় বিএনপিকে জড়িয়ে অপপ্রচার করার অভিযোগে গাজীপুর আদালতে এ মামলা করেছেন তিনি।
২৩ দিন আগেলক্ষ্মীপুরে রামগতিতে নৌকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ফারুক হোসেন (৪০) নামে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত মারা গেছেন দুজন। এখনো চিকিৎসাধীন অবস্থায় আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন আরও দুজন। আজ মঙ্গলবার ভোরে জাতীয় বার্ন প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় ফারুক হোসেন মারা যান।
২৩ দিন আগেদুই বছর আগে ফেনী পৌরসভার সুমাইয়া হোসেন আনিকা যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে ফ্রিল্যান্সিং ও গ্রাফিক ডিজাইনের প্রশিক্ষণ নিয়েছিলেন। এরপর বিভিন্ন অনলাইন প্রতিষ্ঠানে চাকরির চেষ্টা করেও সফল হননি। এখন স্বামীর অনলাইন ব্যবসা দেখাশোনা করছেন। আনিকা বলেন, ‘প্রশিক্ষণ পেয়েছি, কিন্তু কাজের সুযোগ খুবই কম।’ আনিকার
২৩ দিন আগেচট্টগ্রাম বন্দরে আন্দোলন দমাতে টাকা দাবির ভিডিও ভাইরালের পর এবার জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) চট্টগ্রাম নগরের যুগ্ম সমন্বয়কারী নিজাম উদ্দিনকে কেন্দ্র থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে তাঁকে কেন স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না তাঁর লিখিত ব্যাখা আগামী ৪৮ ঘণ্টার মধ্যে দলকে জানানো কথা বলা হয়েছে।
২৩ দিন আগে