সম্পাদকীয়
শহীদজননী জাহানারা ইমামের ‘একাত্তরের দিনগুলি’ পড়ার পর থেকেই শেখ হাসিনার মনে হতো, তাঁর সঙ্গে দেখা করবেন। দুরারোগ্য ক্যানসারের সঙ্গে লড়ছেন তখন জাহানারা ইমাম। বিদেশে চিকিৎসা করিয়ে ফিরেছেন তখন। এক সন্তানহারা মায়ের কাছে গেছেন এক মা-বাবা-ভাইহারা নারী। কে কাকে সান্ত্বনা দেবেন? চোখের পানিতেই বুঝি অনেক কথা বলা হয়ে গেল। দুজন দুজনকে ধরে কাঁদলেন অনেকক্ষণ।
শহীদজননী বললেন, ‘তোমার মনকে অনেক শক্ত করতে হবে। অনেক কঠিন দায়িত্ব তোমার ওপর।’ শেখ হাসিনা তাঁর দোয়া চাইলেন।
এরপর অনেকবার তাঁদের দেখা হয়েছে। ঘাতক দালাল নির্মূল কমিটি, গণ-আদালতের কার্যক্রমে তাঁদের দেখা হয়েছে। শেখ হাসিনা চেষ্টা করেছেন ঘাতক দালাল নির্মূল কমিটির সভায় যেন জনসমাগম হয়, তা নিশ্চিত করতে। জাহানারা ইমাম বলেছেন শেখ হাসিনাকে, ‘আমি জানি, তুমি এ আন্দোলনে আমার সঙ্গে আছ।
গণ-আদালতের কার্যক্রম শুরু হওয়ার আগ পর্যন্ত অনেক হেনস্তা করা হয়েছিল শহীদজননীকে। গণ-আদালত যাতে না বসতে পারে, সে জন্যও নানা মহলের চাপ ছিল।
১৯৯২ সালের ২৬ মার্চ গোলাম আযমের প্রতীকী বিচার হয়। অভিযোগকারী হন আনিসুজ্জামান, বোরহানউদ্দিন খান জাহাঙ্গীর ও সৈয়দ শামসুল হক। ২৬ মার্চ ১৪৪ ধারা জারি করল সরকার। ২৫ মার্চ রাতে সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনে মিলিত হন তাঁরা। সেখান থেকে হেঁটে রেসকোর্স ময়দানে আসা হবে বলে ঠিক হয়। আদালতে রায় হয় গোলাম আযমের যে অপরাধ, তা প্রমাণিত হয়েছে, এই অপরাধ সব গণতান্ত্রিক দেশে মৃত্যুদণ্ডতুল্য অপরাধ।
এই আন্দোলনে শহীদজননী জাহানারা ইমামের পাশে শেখ হাসিনা ছিলেন সব সময়। এর অনেক পরে শেখ হাসিনা একাত্তরের ঘাতকদের বিচারের পথ উন্মুক্ত করেন এবং বিশেষ ট্রাইব্যুনালে বিচার হতে থাকে। আজ প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন।
সূত্র: শেখ হাসিনা, শেখ মুজিব আমার পিতা, পৃষ্ঠা ৮৩-৮৮
শহীদজননী জাহানারা ইমামের ‘একাত্তরের দিনগুলি’ পড়ার পর থেকেই শেখ হাসিনার মনে হতো, তাঁর সঙ্গে দেখা করবেন। দুরারোগ্য ক্যানসারের সঙ্গে লড়ছেন তখন জাহানারা ইমাম। বিদেশে চিকিৎসা করিয়ে ফিরেছেন তখন। এক সন্তানহারা মায়ের কাছে গেছেন এক মা-বাবা-ভাইহারা নারী। কে কাকে সান্ত্বনা দেবেন? চোখের পানিতেই বুঝি অনেক কথা বলা হয়ে গেল। দুজন দুজনকে ধরে কাঁদলেন অনেকক্ষণ।
শহীদজননী বললেন, ‘তোমার মনকে অনেক শক্ত করতে হবে। অনেক কঠিন দায়িত্ব তোমার ওপর।’ শেখ হাসিনা তাঁর দোয়া চাইলেন।
এরপর অনেকবার তাঁদের দেখা হয়েছে। ঘাতক দালাল নির্মূল কমিটি, গণ-আদালতের কার্যক্রমে তাঁদের দেখা হয়েছে। শেখ হাসিনা চেষ্টা করেছেন ঘাতক দালাল নির্মূল কমিটির সভায় যেন জনসমাগম হয়, তা নিশ্চিত করতে। জাহানারা ইমাম বলেছেন শেখ হাসিনাকে, ‘আমি জানি, তুমি এ আন্দোলনে আমার সঙ্গে আছ।
গণ-আদালতের কার্যক্রম শুরু হওয়ার আগ পর্যন্ত অনেক হেনস্তা করা হয়েছিল শহীদজননীকে। গণ-আদালত যাতে না বসতে পারে, সে জন্যও নানা মহলের চাপ ছিল।
১৯৯২ সালের ২৬ মার্চ গোলাম আযমের প্রতীকী বিচার হয়। অভিযোগকারী হন আনিসুজ্জামান, বোরহানউদ্দিন খান জাহাঙ্গীর ও সৈয়দ শামসুল হক। ২৬ মার্চ ১৪৪ ধারা জারি করল সরকার। ২৫ মার্চ রাতে সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনে মিলিত হন তাঁরা। সেখান থেকে হেঁটে রেসকোর্স ময়দানে আসা হবে বলে ঠিক হয়। আদালতে রায় হয় গোলাম আযমের যে অপরাধ, তা প্রমাণিত হয়েছে, এই অপরাধ সব গণতান্ত্রিক দেশে মৃত্যুদণ্ডতুল্য অপরাধ।
এই আন্দোলনে শহীদজননী জাহানারা ইমামের পাশে শেখ হাসিনা ছিলেন সব সময়। এর অনেক পরে শেখ হাসিনা একাত্তরের ঘাতকদের বিচারের পথ উন্মুক্ত করেন এবং বিশেষ ট্রাইব্যুনালে বিচার হতে থাকে। আজ প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন।
সূত্র: শেখ হাসিনা, শেখ মুজিব আমার পিতা, পৃষ্ঠা ৮৩-৮৮
একটি ছোট পার্টি, একটি সাধারণ কমিউনিটি রুম এবং এক যুবক—১৫২০ সেডগউইক অ্যাভিনিউ, নিউইয়র্ক সিটির ব্রঙ্কস এলাকা তখন জানত না, যে এক রাতের অনুষ্ঠানই বিশ্বসংগীতের ইতিহাস বদলে দেবে। ১৯৭৩ সালের আজকের এই দিনে (১১ আগস্ট), যখন স্কুলফেরত কিছু কিশোর-তরুণীরা জমে উঠেছিল...
১১ আগস্ট ২০২৫যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক শহরের ম্যানহাটানে অবস্থিত মেট্রোপলিটন মিউজিয়াম অব আর্টকে বলা হয় দেশটির বৃহত্তম শিল্প জাদুঘর। আর বিশ্বে তৃতীয় বৃহত্তম। সংক্ষেপে জাদুঘরটি ‘দ্য মেট’ নামেও পরিচিত। ১৫৫ বছর পুরোনো এই জাদুঘর প্রতিষ্ঠিত হয় ১৮৭০ সালে।
০৭ আগস্ট ২০২৫বাংলা বর্ষার দ্বিতীয় মাস শ্রাবণ। বাতাসে আর্দ্রতা, আকাশে ঘনঘোর মেঘ, আর রিমঝিম শব্দে প্রকৃতির নীরব সংগীত। এই শ্রাবণেই, ১৩৪৮ বঙ্গাব্দের ২২ তারিখ, আমাদের ছেড়ে গিয়েছিলেন বাংলা সাহিত্যের শ্রেষ্ঠ কবি, বিশ্বকবি, রবীন্দ্রনাথ ঠাকুর। সেই থেকে ২২ শ্রাবণ বাঙালির জন্য শুধু এক প্রাকৃতিক ঋতুর উপলব্ধি নয়—এ এক স্মরণ,
০৬ আগস্ট ২০২৫যুক্তরাজ্যের লন্ডনে অবস্থিত ন্যাচারাল হিস্ট্রি মিউজিয়ামটি বিশ্বের অন্যতম প্রাকৃতিক ইতিহাসভিত্তিক জাদুঘর। এটি উদ্বোধন করা হয় ১৮৮১ সালে। ১৭৫৩ সালের দিকে বিজ্ঞানী স্যার হ্যান্স স্লোয়েনের সংগ্রহ দিয়ে যাত্রা শুরু হয় ব্রিটিশ মিউজিয়ামের। ন্যাচারাল হিস্ট্রি মিউজিয়াম ছিল ব্রিটিশ মিউজিয়ামেরই অংশ।
০৬ আগস্ট ২০২৫