Ajker Patrika

ন্যাচারাল হিস্ট্রি মিউজিয়াম

সম্পাদকীয়
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

যুক্তরাজ্যের লন্ডনে অবস্থিত ন্যাচারাল হিস্ট্রি মিউজিয়ামটি বিশ্বের অন্যতম প্রাকৃতিক ইতিহাসভিত্তিক জাদুঘর। এটি উদ্বোধন করা হয় ১৮৮১ সালে। ১৭৫৩ সালের দিকে বিজ্ঞানী স্যার হ্যান্স স্লোয়েনের সংগ্রহ দিয়ে যাত্রা শুরু হয় ব্রিটিশ মিউজিয়ামের। ন্যাচারাল হিস্ট্রি মিউজিয়াম ছিল ব্রিটিশ মিউজিয়ামেরই অংশ। পরে এই জাদুঘর ব্রিটিশ মিউজিয়াম অ্যাক্ট ১৯৬৩-এর মাধ্যমে আলাদা হয়ে যায়। যদিও ১৯৯২ সাল পর্যন্ত এটি ‘ব্রিটিশ মিউজিয়াম (ন্যাচারাল হিস্ট্রি)’ নামে পরিচিত ছিল। এর মূল ভবনটি আলফ্রেড ওয়াটারহাউসের নকশায় রোমানেস্ক স্থাপত্যে নির্মিত। এখানে প্রায় ৮ কোটি জীবাশ্ম, প্রাণী, উদ্ভিদ ও খনিজ উপকরণ সংরক্ষিত রয়েছে। জাদুঘরটি চারটি ভিন্ন জোনে ভাগ করা হয়েছে—ব্লু, রেড, গ্রিন ও অরেঞ্জ। জাদুঘরের পাশাপাশি এটি গবেষণা ও শিক্ষা প্রসারের এক গুরুত্বপূর্ণ কেন্দ্র। এখানে প্রবেশ করার জন্য কোনো ফি লাগে না। তবে বিশেষ প্রদর্শনীর জন্য মূল্য নির্ধারণ করা থাকে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত