সম্পাদকীয়
রবীন্দ্রনাথ ঠাকুরের চাচাতো ভাই গুণেন্দ্রনাথ ঠাকুরের কনিষ্ঠ পুত্র হলেন অবনীন্দ্রনাথ ঠাকুর। তিনি অবন ঠাকুর নামেও পরিচিত। তাঁকে বলা হয় ভারতবর্ষের আধুনিক চিত্রশিল্পের জনক।
অবনীন্দ্রনাথ ঠাকুরের জন্ম ১৮৭১ সালের ৭ আগস্ট কলকাতার জোড়াসাঁকোর ঠাকুরবাড়িতে। নরমাল স্কুলে তাঁর প্রাতিষ্ঠানিক শিক্ষা শুরু হয়। এরপর কিছুদিন তিনি সংস্কৃত কলেজে অধ্যয়ন করেন, কিন্তু এন্ট্রান্স পরীক্ষার আগেই কলেজ ত্যাগ করেন। পরে তিনি নিজ চেষ্টায় ইংরেজি, ফরাসি, সংস্কৃত, বাংলা সাহিত্য এবং সংগীতে দক্ষতা অর্জন করেন। অবনীন্দ্রনাথের ছবি আঁকা শুরু হয়েছিল ঠাকুরবাড়িতেই। প্রাতিষ্ঠানিকভাবে তাঁর চিত্রকলার পাঠ খানিকটা দেরিতে হয়। ২৫ বা ২৬ বছর বয়সে ইতালীয় শিল্পী গিলার্ডি, বিখ্যাত ইংরেজ চিত্রশিল্পী সি এল পামার, জাপানি টাইকান প্রমুখ চিত্রশিল্পীর কাছে তিনি চিত্রাঙ্কন বিষয়ে শিক্ষালাভ করেন।
কলকাতা আর্ট স্কুলে তাঁর কৃষ্ণলীলা সিরিজ প্রদর্শিত হয়েছিল। পরবর্তীকালে ই বি হ্যাভেলের উদ্যোগে লর্ড কার্জনের দিল্লি দরবারে আরও দুটি প্রদর্শনী এবং লন্ডনের ‘স্টুডিও’ পত্রিকায় চিত্রালোচনা প্রকাশিত হলে তাঁর আঁকা ছবি প্রকাশ্যে আসে। অবন ঠাকুরের আঁকা ‘শাজাহানের অন্তিমকাল’ ভীষণ খ্যাতনামা। এ ছাড়া উল্লেখযোগ্য চিত্রকর্ম হলো—বুদ্ধ ও সুজাতা, কালীদাসের ঋতুসঙ্ঘারবিষয়ক চিত্রকলা, চতুর্ভুজা ভারতমাতা, কচদেবযানী, শেষযাত্রা প্রভৃতি।
তিনি কলকাতা আর্ট কলেজে ১৯০৫ থেকে ১৯১৫ সাল পর্যন্ত কার্যনির্বাহী অধ্যক্ষ ছিলেন। ১৯২১ সালে তিনি কলকাতা বিশ্ববিদ্যালয়ে প্রথম ‘বাগেশ্রী অধ্যাপক’ নিযুক্ত হন এবং ১৯৪২ সালে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের আচার্যের দায়িত্ব পালন করেন।
লিখেছেন শিল্পবিষয়ক প্রবন্ধ-নিবন্ধ, শিল্প আলোচনা ও সমালোচনা। কেবল চিত্রশিল্পেই নয়, অবনীন্দ্রনাথ ঠাকুরের গল্প বলার কুশলতা ও গদ্য লেখার হাতও ছিল অসামান্য। রানি বাগেশ্বরী অধ্যাপক থাকার সময় যে ২৯টি বক্তৃতা তিনি দিয়েছিলেন, সেগুলো কলকাতা বিশ্ববিদ্যালয় ১৯৪১ সালে ‘বাগেশ্বরীশিল্প প্রবন্ধাবলী’ নামে গ্রন্থাকারে প্রকাশ করেছিল। শিশুসাহিত্যেও তিনি প্রতিষ্ঠিত একজন লেখক।
১৯৫১ সালের ৫ ডিসেম্বর তিনি কলকাতায় মৃত্যুবরণ করেন।
রবীন্দ্রনাথ ঠাকুরের চাচাতো ভাই গুণেন্দ্রনাথ ঠাকুরের কনিষ্ঠ পুত্র হলেন অবনীন্দ্রনাথ ঠাকুর। তিনি অবন ঠাকুর নামেও পরিচিত। তাঁকে বলা হয় ভারতবর্ষের আধুনিক চিত্রশিল্পের জনক।
অবনীন্দ্রনাথ ঠাকুরের জন্ম ১৮৭১ সালের ৭ আগস্ট কলকাতার জোড়াসাঁকোর ঠাকুরবাড়িতে। নরমাল স্কুলে তাঁর প্রাতিষ্ঠানিক শিক্ষা শুরু হয়। এরপর কিছুদিন তিনি সংস্কৃত কলেজে অধ্যয়ন করেন, কিন্তু এন্ট্রান্স পরীক্ষার আগেই কলেজ ত্যাগ করেন। পরে তিনি নিজ চেষ্টায় ইংরেজি, ফরাসি, সংস্কৃত, বাংলা সাহিত্য এবং সংগীতে দক্ষতা অর্জন করেন। অবনীন্দ্রনাথের ছবি আঁকা শুরু হয়েছিল ঠাকুরবাড়িতেই। প্রাতিষ্ঠানিকভাবে তাঁর চিত্রকলার পাঠ খানিকটা দেরিতে হয়। ২৫ বা ২৬ বছর বয়সে ইতালীয় শিল্পী গিলার্ডি, বিখ্যাত ইংরেজ চিত্রশিল্পী সি এল পামার, জাপানি টাইকান প্রমুখ চিত্রশিল্পীর কাছে তিনি চিত্রাঙ্কন বিষয়ে শিক্ষালাভ করেন।
কলকাতা আর্ট স্কুলে তাঁর কৃষ্ণলীলা সিরিজ প্রদর্শিত হয়েছিল। পরবর্তীকালে ই বি হ্যাভেলের উদ্যোগে লর্ড কার্জনের দিল্লি দরবারে আরও দুটি প্রদর্শনী এবং লন্ডনের ‘স্টুডিও’ পত্রিকায় চিত্রালোচনা প্রকাশিত হলে তাঁর আঁকা ছবি প্রকাশ্যে আসে। অবন ঠাকুরের আঁকা ‘শাজাহানের অন্তিমকাল’ ভীষণ খ্যাতনামা। এ ছাড়া উল্লেখযোগ্য চিত্রকর্ম হলো—বুদ্ধ ও সুজাতা, কালীদাসের ঋতুসঙ্ঘারবিষয়ক চিত্রকলা, চতুর্ভুজা ভারতমাতা, কচদেবযানী, শেষযাত্রা প্রভৃতি।
তিনি কলকাতা আর্ট কলেজে ১৯০৫ থেকে ১৯১৫ সাল পর্যন্ত কার্যনির্বাহী অধ্যক্ষ ছিলেন। ১৯২১ সালে তিনি কলকাতা বিশ্ববিদ্যালয়ে প্রথম ‘বাগেশ্রী অধ্যাপক’ নিযুক্ত হন এবং ১৯৪২ সালে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের আচার্যের দায়িত্ব পালন করেন।
লিখেছেন শিল্পবিষয়ক প্রবন্ধ-নিবন্ধ, শিল্প আলোচনা ও সমালোচনা। কেবল চিত্রশিল্পেই নয়, অবনীন্দ্রনাথ ঠাকুরের গল্প বলার কুশলতা ও গদ্য লেখার হাতও ছিল অসামান্য। রানি বাগেশ্বরী অধ্যাপক থাকার সময় যে ২৯টি বক্তৃতা তিনি দিয়েছিলেন, সেগুলো কলকাতা বিশ্ববিদ্যালয় ১৯৪১ সালে ‘বাগেশ্বরীশিল্প প্রবন্ধাবলী’ নামে গ্রন্থাকারে প্রকাশ করেছিল। শিশুসাহিত্যেও তিনি প্রতিষ্ঠিত একজন লেখক।
১৯৫১ সালের ৫ ডিসেম্বর তিনি কলকাতায় মৃত্যুবরণ করেন।
একটি ছোট পার্টি, একটি সাধারণ কমিউনিটি রুম এবং এক যুবক—১৫২০ সেডগউইক অ্যাভিনিউ, নিউইয়র্ক সিটির ব্রঙ্কস এলাকা তখন জানত না, যে এক রাতের অনুষ্ঠানই বিশ্বসংগীতের ইতিহাস বদলে দেবে। ১৯৭৩ সালের আজকের এই দিনে (১১ আগস্ট), যখন স্কুলফেরত কিছু কিশোর-তরুণীরা জমে উঠেছিল...
১৯ দিন আগেযুক্তরাষ্ট্রের নিউইয়র্ক শহরের ম্যানহাটানে অবস্থিত মেট্রোপলিটন মিউজিয়াম অব আর্টকে বলা হয় দেশটির বৃহত্তম শিল্প জাদুঘর। আর বিশ্বে তৃতীয় বৃহত্তম। সংক্ষেপে জাদুঘরটি ‘দ্য মেট’ নামেও পরিচিত। ১৫৫ বছর পুরোনো এই জাদুঘর প্রতিষ্ঠিত হয় ১৮৭০ সালে।
২৪ দিন আগেবাংলা বর্ষার দ্বিতীয় মাস শ্রাবণ। বাতাসে আর্দ্রতা, আকাশে ঘনঘোর মেঘ, আর রিমঝিম শব্দে প্রকৃতির নীরব সংগীত। এই শ্রাবণেই, ১৩৪৮ বঙ্গাব্দের ২২ তারিখ, আমাদের ছেড়ে গিয়েছিলেন বাংলা সাহিত্যের শ্রেষ্ঠ কবি, বিশ্বকবি, রবীন্দ্রনাথ ঠাকুর। সেই থেকে ২২ শ্রাবণ বাঙালির জন্য শুধু এক প্রাকৃতিক ঋতুর উপলব্ধি নয়—এ এক স্মরণ,
২৪ দিন আগেযুক্তরাজ্যের লন্ডনে অবস্থিত ন্যাচারাল হিস্ট্রি মিউজিয়ামটি বিশ্বের অন্যতম প্রাকৃতিক ইতিহাসভিত্তিক জাদুঘর। এটি উদ্বোধন করা হয় ১৮৮১ সালে। ১৭৫৩ সালের দিকে বিজ্ঞানী স্যার হ্যান্স স্লোয়েনের সংগ্রহ দিয়ে যাত্রা শুরু হয় ব্রিটিশ মিউজিয়ামের। ন্যাচারাল হিস্ট্রি মিউজিয়াম ছিল ব্রিটিশ মিউজিয়ামেরই অংশ।
২৫ দিন আগে