সম্পাদকীয়
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরের কৃষ্ণনগরে কৃষ্ণনগর হাইস্কুলের দ্বারোদ্ঘাটন হবে। সেখানে অন্যদের মধ্যে আমন্ত্রিত হয়েছেন শেখ মুজিবুর রহমান। সে অনুষ্ঠানে গান গাওয়ার কথা আব্বাসউদ্দীন আহমদ, সোহরাব হোসেন ও বেদারউদ্দিন আহম্মদের। পাকিস্তান হওয়ার আগে এই এলাকার এসডিও ছিলেন এন এম খান। সে সময় তিনি এখানকার অনেক উন্নতি করেছিলেন। তাই এলাকার জনগণ তাঁকে খুব পছন্দ করত। তিনিও এসেছেন আমন্ত্রিত হয়ে।
সে সময় বাংলার গ্রামে গ্রামে আব্বাসউদ্দীন ছিলেন জনপ্রিয়। তাঁর গান ছিল বাঙালির প্রাণের গান। শেখ মুজিবুর রহমান বলছেন, ‘বাংলার মাটির সঙ্গে ছিল তাঁর নাড়ির সম্পর্ক।’
আলোচনা সভা হলো দিনে, সন্ধ্যায় বসল গানের আসর। তিন গায়কই গান গাইলেন।
এটা চল্লিশের দশকের শেষ দিককার কথা। সে সময়ও কেউ জানে না, শেখ মুজিবুর রহমান পরবর্তীকালে হয়ে উঠবেন বঙ্গবন্ধু, হয়ে উঠবেন জাতির পিতা। সে সময় শেখ মুজিবুর রহমান লোকসংস্কৃতির শক্তি উপলব্ধি করেছেন। তাই তিনি সেই গানের অনুষ্ঠানের পরের দিনের কথাও লিখেছেন। সেদিন সবাই মিলে নৌকায় করে ফিরছিলেন। আশুগঞ্জ থেকে ট্রেন ধরবেন। পুরো পথেই চলল গান। মধ্যমণি আব্বাসউদ্দীন আহমদ। এ ব্যাপারে শেখ মুজিবুর রহমান দিচ্ছেন এক গভীর উপলব্ধির ভাষ্য, ‘নদীতে বসে আব্বাসউদ্দীন সাহেবের ভাটিয়ালি গান তাঁর নিজের গলায় না শুনলে জীবনের একটা দিক অপূর্ণ থেকে যেত। তিনি যখন আস্তে আস্তে গাইতেছিলেন, তখন মনে হচ্ছিল, নদীর ঢেউগুলোও যেন তাঁর গান শুনছে।’
প্রখ্যাত শিল্পী আব্বাসউদ্দীন যে কতটা রাজনীতিসচেতন ছিলেন, সেটা বোঝা যায় সে সময় তাঁর বলা কথায়। তিনি তাঁর গানের ভক্ত তরুণ নেতা শেখ মুজিবকে বলেছিলেন, ‘মুজিব, বাংলা ভাষার বিরুদ্ধে বিরাট ষড়যন্ত্র চলছে। বাংলা রাষ্ট্রভাষা না হলে বাংলার কৃষ্টি, সভ্যতা সব শেষ হয়ে যাবে। আজ যে গানকে তুমি ভালোবাস, এর মাধুর্য ও মর্যাদাও নষ্ট হয়ে যাবে। যা কিছু হোক, বাংলাকে রাষ্ট্রভাষা করতেই হবে।’
সূত্র: শেখ মুজিবুর রহমান, অসমাপ্ত আত্মজীবনী, পৃষ্ঠা ১১০-১১১
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরের কৃষ্ণনগরে কৃষ্ণনগর হাইস্কুলের দ্বারোদ্ঘাটন হবে। সেখানে অন্যদের মধ্যে আমন্ত্রিত হয়েছেন শেখ মুজিবুর রহমান। সে অনুষ্ঠানে গান গাওয়ার কথা আব্বাসউদ্দীন আহমদ, সোহরাব হোসেন ও বেদারউদ্দিন আহম্মদের। পাকিস্তান হওয়ার আগে এই এলাকার এসডিও ছিলেন এন এম খান। সে সময় তিনি এখানকার অনেক উন্নতি করেছিলেন। তাই এলাকার জনগণ তাঁকে খুব পছন্দ করত। তিনিও এসেছেন আমন্ত্রিত হয়ে।
সে সময় বাংলার গ্রামে গ্রামে আব্বাসউদ্দীন ছিলেন জনপ্রিয়। তাঁর গান ছিল বাঙালির প্রাণের গান। শেখ মুজিবুর রহমান বলছেন, ‘বাংলার মাটির সঙ্গে ছিল তাঁর নাড়ির সম্পর্ক।’
আলোচনা সভা হলো দিনে, সন্ধ্যায় বসল গানের আসর। তিন গায়কই গান গাইলেন।
এটা চল্লিশের দশকের শেষ দিককার কথা। সে সময়ও কেউ জানে না, শেখ মুজিবুর রহমান পরবর্তীকালে হয়ে উঠবেন বঙ্গবন্ধু, হয়ে উঠবেন জাতির পিতা। সে সময় শেখ মুজিবুর রহমান লোকসংস্কৃতির শক্তি উপলব্ধি করেছেন। তাই তিনি সেই গানের অনুষ্ঠানের পরের দিনের কথাও লিখেছেন। সেদিন সবাই মিলে নৌকায় করে ফিরছিলেন। আশুগঞ্জ থেকে ট্রেন ধরবেন। পুরো পথেই চলল গান। মধ্যমণি আব্বাসউদ্দীন আহমদ। এ ব্যাপারে শেখ মুজিবুর রহমান দিচ্ছেন এক গভীর উপলব্ধির ভাষ্য, ‘নদীতে বসে আব্বাসউদ্দীন সাহেবের ভাটিয়ালি গান তাঁর নিজের গলায় না শুনলে জীবনের একটা দিক অপূর্ণ থেকে যেত। তিনি যখন আস্তে আস্তে গাইতেছিলেন, তখন মনে হচ্ছিল, নদীর ঢেউগুলোও যেন তাঁর গান শুনছে।’
প্রখ্যাত শিল্পী আব্বাসউদ্দীন যে কতটা রাজনীতিসচেতন ছিলেন, সেটা বোঝা যায় সে সময় তাঁর বলা কথায়। তিনি তাঁর গানের ভক্ত তরুণ নেতা শেখ মুজিবকে বলেছিলেন, ‘মুজিব, বাংলা ভাষার বিরুদ্ধে বিরাট ষড়যন্ত্র চলছে। বাংলা রাষ্ট্রভাষা না হলে বাংলার কৃষ্টি, সভ্যতা সব শেষ হয়ে যাবে। আজ যে গানকে তুমি ভালোবাস, এর মাধুর্য ও মর্যাদাও নষ্ট হয়ে যাবে। যা কিছু হোক, বাংলাকে রাষ্ট্রভাষা করতেই হবে।’
সূত্র: শেখ মুজিবুর রহমান, অসমাপ্ত আত্মজীবনী, পৃষ্ঠা ১১০-১১১
একটি ছোট পার্টি, একটি সাধারণ কমিউনিটি রুম এবং এক যুবক—১৫২০ সেডগউইক অ্যাভিনিউ, নিউইয়র্ক সিটির ব্রঙ্কস এলাকা তখন জানত না, যে এক রাতের অনুষ্ঠানই বিশ্বসংগীতের ইতিহাস বদলে দেবে। ১৯৭৩ সালের আজকের এই দিনে (১১ আগস্ট), যখন স্কুলফেরত কিছু কিশোর-তরুণীরা জমে উঠেছিল...
১১ আগস্ট ২০২৫যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক শহরের ম্যানহাটানে অবস্থিত মেট্রোপলিটন মিউজিয়াম অব আর্টকে বলা হয় দেশটির বৃহত্তম শিল্প জাদুঘর। আর বিশ্বে তৃতীয় বৃহত্তম। সংক্ষেপে জাদুঘরটি ‘দ্য মেট’ নামেও পরিচিত। ১৫৫ বছর পুরোনো এই জাদুঘর প্রতিষ্ঠিত হয় ১৮৭০ সালে।
০৭ আগস্ট ২০২৫বাংলা বর্ষার দ্বিতীয় মাস শ্রাবণ। বাতাসে আর্দ্রতা, আকাশে ঘনঘোর মেঘ, আর রিমঝিম শব্দে প্রকৃতির নীরব সংগীত। এই শ্রাবণেই, ১৩৪৮ বঙ্গাব্দের ২২ তারিখ, আমাদের ছেড়ে গিয়েছিলেন বাংলা সাহিত্যের শ্রেষ্ঠ কবি, বিশ্বকবি, রবীন্দ্রনাথ ঠাকুর। সেই থেকে ২২ শ্রাবণ বাঙালির জন্য শুধু এক প্রাকৃতিক ঋতুর উপলব্ধি নয়—এ এক স্মরণ,
০৬ আগস্ট ২০২৫যুক্তরাজ্যের লন্ডনে অবস্থিত ন্যাচারাল হিস্ট্রি মিউজিয়ামটি বিশ্বের অন্যতম প্রাকৃতিক ইতিহাসভিত্তিক জাদুঘর। এটি উদ্বোধন করা হয় ১৮৮১ সালে। ১৭৫৩ সালের দিকে বিজ্ঞানী স্যার হ্যান্স স্লোয়েনের সংগ্রহ দিয়ে যাত্রা শুরু হয় ব্রিটিশ মিউজিয়ামের। ন্যাচারাল হিস্ট্রি মিউজিয়াম ছিল ব্রিটিশ মিউজিয়ামেরই অংশ।
০৬ আগস্ট ২০২৫