সম্পাদকীয়
বিপ্লবী গোলাম আম্বিয়ার পুরো নাম গোলাম আম্বিয়া খান লুহানী। তাঁর জন্ম ১৮৯২ সালের ২ ডিসেম্বর তৎকালীন পাবনা জেলার সিরাজগঞ্জের আমলাপাড়ায়। আলীগড় বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা শেষ করে তিনি উচ্চশিক্ষার্থে লন্ডন ইউনিভার্সিটিতে স্কুল অব ইকোনমিকস অ্যান্ড পলিটিক্যাল সায়েন্সে ভর্তি হন। সেখানেই তিনি ১৯১৭ সালে রুশ বিপ্লবে অনুপ্রাণিত হয়ে সমাজতান্ত্রিক আন্দোলনে জড়িয়ে পড়েন।
তিনি ১৯২১ থেকে ১৯২৫ সাল পর্যন্ত ইউরোপের নানা শহরে রুশ বিপ্লবের সপক্ষে কাজ করেন। প্যারিসে অবস্থানকালে ভারতের কমিউনিস্ট পার্টির মুখপত্র ‘দ্য মাসেস অব ইন্ডিয়া’ সম্পাদনা করেছেন। ফ্রান্সে থাকাকালে আরও দুজনের সঙ্গে মিলে ‘ভারত ও বিশ্ববিপ্লব’ থিসিস লিখে পাঠান রুশ বিপ্লবের নায়ক ভ্লাদেমির লেনিনের কাছে। ভারতের ব্রিটিশ শাসনবিরোধী তৎপরতায় লিপ্ত থাকার অভিযোগে তাঁকে ফ্রান্স থেকে বহিষ্কার করা হয়।
এরপর তিনি মস্কোয় চলে যান। সেখানে কাজ করতেন রুশ সরকারের ‘কমিউনিস্ট আন্তর্জাতিক’-এর তথ্য বিভাগে। মস্কোয় দীর্ঘ সময় ধরে স্থায়ীভাবে থাকাকালে তিনি বহু ধরনের রাজনৈতিক তৎপরতায় যুক্ত ছিলেন। তিনি মস্কোর কৃষক আন্তর্জাতিক (পেজেন্টস ইন্টারন্যাশনাল) সংগঠনে কাজ করেছেন এবং বিভিন্ন দেশের বিপ্লবীদের সাহায্য করার আন্তর্জাতিক সংগঠন ‘মোপার’-এর সঙ্গে যুক্ত ছিলেন। তিনি মস্কো পাবলিশিং হাউসে অনুবাদকের দায়িত্ব পালনসহ মস্কো বিশ্ববিদ্যালয়ে ভারত বিষয়ের অধ্যাপক ছিলেন। সেখান থেকেই তিনি ভারতের কমিউনিস্ট আন্দোলনের দেখভাল করতেন।
গোলাম আম্বিয়া লাভ করেছিলেন সোভিয়েত ইউনিয়নের কমিউনিস্ট পার্টির সদস্যপদ এবং সোভিয়েত নাগরিকত্ব। রুশ ভাষায় তাঁকে ‘গুলিয়াম লুগানি’ নামে ডাকা হতো।
স্তালিনের শাসনকালে ভিন্নমতের বিরুদ্ধে যখন দমন-পীড়ন চলছিল, তখন রুশ দেশে আরও অনেকের মতো তাঁকেও মৃত্যুদণ্ড দেওয়া হয়। সেটি কার্যকর হয় ১৯৩৮ সালের ১৭ সেপ্টেম্বর। ভারতের স্বাধীনতার জন্য অক্লান্ত পরিশ্রম করা এই বাঙালি বিপ্লবী আর কোনো দিন মাতৃভূমিতে ফিরতে পারেননি।
বিপ্লবী গোলাম আম্বিয়ার পুরো নাম গোলাম আম্বিয়া খান লুহানী। তাঁর জন্ম ১৮৯২ সালের ২ ডিসেম্বর তৎকালীন পাবনা জেলার সিরাজগঞ্জের আমলাপাড়ায়। আলীগড় বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা শেষ করে তিনি উচ্চশিক্ষার্থে লন্ডন ইউনিভার্সিটিতে স্কুল অব ইকোনমিকস অ্যান্ড পলিটিক্যাল সায়েন্সে ভর্তি হন। সেখানেই তিনি ১৯১৭ সালে রুশ বিপ্লবে অনুপ্রাণিত হয়ে সমাজতান্ত্রিক আন্দোলনে জড়িয়ে পড়েন।
তিনি ১৯২১ থেকে ১৯২৫ সাল পর্যন্ত ইউরোপের নানা শহরে রুশ বিপ্লবের সপক্ষে কাজ করেন। প্যারিসে অবস্থানকালে ভারতের কমিউনিস্ট পার্টির মুখপত্র ‘দ্য মাসেস অব ইন্ডিয়া’ সম্পাদনা করেছেন। ফ্রান্সে থাকাকালে আরও দুজনের সঙ্গে মিলে ‘ভারত ও বিশ্ববিপ্লব’ থিসিস লিখে পাঠান রুশ বিপ্লবের নায়ক ভ্লাদেমির লেনিনের কাছে। ভারতের ব্রিটিশ শাসনবিরোধী তৎপরতায় লিপ্ত থাকার অভিযোগে তাঁকে ফ্রান্স থেকে বহিষ্কার করা হয়।
এরপর তিনি মস্কোয় চলে যান। সেখানে কাজ করতেন রুশ সরকারের ‘কমিউনিস্ট আন্তর্জাতিক’-এর তথ্য বিভাগে। মস্কোয় দীর্ঘ সময় ধরে স্থায়ীভাবে থাকাকালে তিনি বহু ধরনের রাজনৈতিক তৎপরতায় যুক্ত ছিলেন। তিনি মস্কোর কৃষক আন্তর্জাতিক (পেজেন্টস ইন্টারন্যাশনাল) সংগঠনে কাজ করেছেন এবং বিভিন্ন দেশের বিপ্লবীদের সাহায্য করার আন্তর্জাতিক সংগঠন ‘মোপার’-এর সঙ্গে যুক্ত ছিলেন। তিনি মস্কো পাবলিশিং হাউসে অনুবাদকের দায়িত্ব পালনসহ মস্কো বিশ্ববিদ্যালয়ে ভারত বিষয়ের অধ্যাপক ছিলেন। সেখান থেকেই তিনি ভারতের কমিউনিস্ট আন্দোলনের দেখভাল করতেন।
গোলাম আম্বিয়া লাভ করেছিলেন সোভিয়েত ইউনিয়নের কমিউনিস্ট পার্টির সদস্যপদ এবং সোভিয়েত নাগরিকত্ব। রুশ ভাষায় তাঁকে ‘গুলিয়াম লুগানি’ নামে ডাকা হতো।
স্তালিনের শাসনকালে ভিন্নমতের বিরুদ্ধে যখন দমন-পীড়ন চলছিল, তখন রুশ দেশে আরও অনেকের মতো তাঁকেও মৃত্যুদণ্ড দেওয়া হয়। সেটি কার্যকর হয় ১৯৩৮ সালের ১৭ সেপ্টেম্বর। ভারতের স্বাধীনতার জন্য অক্লান্ত পরিশ্রম করা এই বাঙালি বিপ্লবী আর কোনো দিন মাতৃভূমিতে ফিরতে পারেননি।
একটি ছোট পার্টি, একটি সাধারণ কমিউনিটি রুম এবং এক যুবক—১৫২০ সেডগউইক অ্যাভিনিউ, নিউইয়র্ক সিটির ব্রঙ্কস এলাকা তখন জানত না, যে এক রাতের অনুষ্ঠানই বিশ্বসংগীতের ইতিহাস বদলে দেবে। ১৯৭৩ সালের আজকের এই দিনে (১১ আগস্ট), যখন স্কুলফেরত কিছু কিশোর-তরুণীরা জমে উঠেছিল...
২০ দিন আগেযুক্তরাষ্ট্রের নিউইয়র্ক শহরের ম্যানহাটানে অবস্থিত মেট্রোপলিটন মিউজিয়াম অব আর্টকে বলা হয় দেশটির বৃহত্তম শিল্প জাদুঘর। আর বিশ্বে তৃতীয় বৃহত্তম। সংক্ষেপে জাদুঘরটি ‘দ্য মেট’ নামেও পরিচিত। ১৫৫ বছর পুরোনো এই জাদুঘর প্রতিষ্ঠিত হয় ১৮৭০ সালে।
২৪ দিন আগেবাংলা বর্ষার দ্বিতীয় মাস শ্রাবণ। বাতাসে আর্দ্রতা, আকাশে ঘনঘোর মেঘ, আর রিমঝিম শব্দে প্রকৃতির নীরব সংগীত। এই শ্রাবণেই, ১৩৪৮ বঙ্গাব্দের ২২ তারিখ, আমাদের ছেড়ে গিয়েছিলেন বাংলা সাহিত্যের শ্রেষ্ঠ কবি, বিশ্বকবি, রবীন্দ্রনাথ ঠাকুর। সেই থেকে ২২ শ্রাবণ বাঙালির জন্য শুধু এক প্রাকৃতিক ঋতুর উপলব্ধি নয়—এ এক স্মরণ,
০৬ আগস্ট ২০২৫যুক্তরাজ্যের লন্ডনে অবস্থিত ন্যাচারাল হিস্ট্রি মিউজিয়ামটি বিশ্বের অন্যতম প্রাকৃতিক ইতিহাসভিত্তিক জাদুঘর। এটি উদ্বোধন করা হয় ১৮৮১ সালে। ১৭৫৩ সালের দিকে বিজ্ঞানী স্যার হ্যান্স স্লোয়েনের সংগ্রহ দিয়ে যাত্রা শুরু হয় ব্রিটিশ মিউজিয়ামের। ন্যাচারাল হিস্ট্রি মিউজিয়াম ছিল ব্রিটিশ মিউজিয়ামেরই অংশ।
০৬ আগস্ট ২০২৫