সম্পাদকীয়
সিপিবির খুলনা জেলার সাবেক সম্পাদক এবং দক্ষিণাঞ্চলের লবণপানির ঘেরবিরোধী আন্দোলনের অন্যতম নেতা ছিলেন আজীবন সংগ্রামী কমরেড রতন সেন।
রতন সেনের জন্ম ১৯২৩ সালের ৩ এপ্রিল বরিশালের উজিরপুরে। দৌলতপুর মহসিন স্কুল থেকে ম্যাট্রিকুলেশন এবং বি এল কলেজ থেকে উচ্চমাধ্যমিক পাস করেন। ছাত্র আন্দোলনে জড়িত হলে গ্রেপ্তার হন, পরে তিনি জেলে বসে ১৯৪২ সালে ডিস্টিংশনসহ বিএ পাস করেন।
রতন সেন রাজনীতিতে যুক্ত হন বড় দাদা মোহিত লাল সেনগুপ্তের মাধ্যমে। ১৯৪৭ সালে দেশভাগের পর পরিবারের সবাই দেশত্যাগ করলেও তিনি যাননি।
১৯৪২ সালের আগস্ট মাসে রতন সেন অবিভক্ত ভারতের কমিউনিস্ট পার্টির সদস্যপদ লাভ করেন। প্রথমে শ্রমিক আন্দোলনে যোগদান করেন। ১৯৪৫ সালে পার্টির সিদ্ধান্তে বটিয়াঘাটার বয়ারভাঙ্গা বিশ্বম্ভর হাইস্কুলে শিক্ষক হিসেবে যোগ দেন। উদ্দেশ্য, গ্রামের কৃষকদের সংগঠিত করা। প্রতি শনিবার ১০ মাইল হেঁটে তিনি খুলনা শহরে আসতেন এবং রোববার খুলনায় থেকে পার্টি ও পার্টির পত্রিকা ‘স্বাধীনতা’র জন্য কাজ করে সোমবার সকালে গিয়ে স্কুলে ক্লাস নিতেন। তিনি ছিলেন ‘স্বাধীনতা’র খুলনার প্রতিনিধি। অল্পদিনে এলাকার সর্বস্তরের মানুষের কাছে প্রিয় ‘মাস্টার মহাশয়’ হিসেবে জনপ্রিয় হয়ে ওঠেন।
বটিয়াঘাটায় কৃষকদের নিয়ে তেভাগা আন্দোলন ও জমিদারিপ্রথা উচ্ছেদের আন্দোলন গড়ে তোলেন। তাঁর ৫০ বছরের রাজনৈতিক জীবনের ২২ বছর কেটেছে জেল ও আত্মগোপনে।
সাপ্তাহিক একতা, মুক্তির দিগন্তসহ অনেক পত্রিকায় তাঁর লেখা নিয়মিত ছাপা হতো। চিরায়িত মার্ক্সবাদ ছাড়া চলতি জাতীয় ও আন্তর্জাতিক ঘটনাবলি নিয়ে তিনি পত্রিকায় লিখতেন। ইংরেজিতে খুবই দখল ছিল তাঁর। মুক্তির দিগন্তের লেখা তিনি ইংরেজি পত্রিকা থেকে অনুবাদ করতেন। তিনি ‘প্রবাসী ভারতীয় বিপ্লবী’ ও ‘জোটনিরপেক্ষ আন্দোলন’ নামে দুটি বই অনুবাদ করেন। ব্যক্তিজীবনে ছিলেন চিরকুমার। অনাড়ম্বর জীবনযাপন করতেন।
রতন সেনকে ১৯৯২ সালের ৩১ জুলাই খুলনা ডিসি অফিসের সামনে ঘাতকেরা নির্মমভাবে ছুরিকাঘাতে হত্যা করে।
সিপিবির খুলনা জেলার সাবেক সম্পাদক এবং দক্ষিণাঞ্চলের লবণপানির ঘেরবিরোধী আন্দোলনের অন্যতম নেতা ছিলেন আজীবন সংগ্রামী কমরেড রতন সেন।
রতন সেনের জন্ম ১৯২৩ সালের ৩ এপ্রিল বরিশালের উজিরপুরে। দৌলতপুর মহসিন স্কুল থেকে ম্যাট্রিকুলেশন এবং বি এল কলেজ থেকে উচ্চমাধ্যমিক পাস করেন। ছাত্র আন্দোলনে জড়িত হলে গ্রেপ্তার হন, পরে তিনি জেলে বসে ১৯৪২ সালে ডিস্টিংশনসহ বিএ পাস করেন।
রতন সেন রাজনীতিতে যুক্ত হন বড় দাদা মোহিত লাল সেনগুপ্তের মাধ্যমে। ১৯৪৭ সালে দেশভাগের পর পরিবারের সবাই দেশত্যাগ করলেও তিনি যাননি।
১৯৪২ সালের আগস্ট মাসে রতন সেন অবিভক্ত ভারতের কমিউনিস্ট পার্টির সদস্যপদ লাভ করেন। প্রথমে শ্রমিক আন্দোলনে যোগদান করেন। ১৯৪৫ সালে পার্টির সিদ্ধান্তে বটিয়াঘাটার বয়ারভাঙ্গা বিশ্বম্ভর হাইস্কুলে শিক্ষক হিসেবে যোগ দেন। উদ্দেশ্য, গ্রামের কৃষকদের সংগঠিত করা। প্রতি শনিবার ১০ মাইল হেঁটে তিনি খুলনা শহরে আসতেন এবং রোববার খুলনায় থেকে পার্টি ও পার্টির পত্রিকা ‘স্বাধীনতা’র জন্য কাজ করে সোমবার সকালে গিয়ে স্কুলে ক্লাস নিতেন। তিনি ছিলেন ‘স্বাধীনতা’র খুলনার প্রতিনিধি। অল্পদিনে এলাকার সর্বস্তরের মানুষের কাছে প্রিয় ‘মাস্টার মহাশয়’ হিসেবে জনপ্রিয় হয়ে ওঠেন।
বটিয়াঘাটায় কৃষকদের নিয়ে তেভাগা আন্দোলন ও জমিদারিপ্রথা উচ্ছেদের আন্দোলন গড়ে তোলেন। তাঁর ৫০ বছরের রাজনৈতিক জীবনের ২২ বছর কেটেছে জেল ও আত্মগোপনে।
সাপ্তাহিক একতা, মুক্তির দিগন্তসহ অনেক পত্রিকায় তাঁর লেখা নিয়মিত ছাপা হতো। চিরায়িত মার্ক্সবাদ ছাড়া চলতি জাতীয় ও আন্তর্জাতিক ঘটনাবলি নিয়ে তিনি পত্রিকায় লিখতেন। ইংরেজিতে খুবই দখল ছিল তাঁর। মুক্তির দিগন্তের লেখা তিনি ইংরেজি পত্রিকা থেকে অনুবাদ করতেন। তিনি ‘প্রবাসী ভারতীয় বিপ্লবী’ ও ‘জোটনিরপেক্ষ আন্দোলন’ নামে দুটি বই অনুবাদ করেন। ব্যক্তিজীবনে ছিলেন চিরকুমার। অনাড়ম্বর জীবনযাপন করতেন।
রতন সেনকে ১৯৯২ সালের ৩১ জুলাই খুলনা ডিসি অফিসের সামনে ঘাতকেরা নির্মমভাবে ছুরিকাঘাতে হত্যা করে।
একটি ছোট পার্টি, একটি সাধারণ কমিউনিটি রুম এবং এক যুবক—১৫২০ সেডগউইক অ্যাভিনিউ, নিউইয়র্ক সিটির ব্রঙ্কস এলাকা তখন জানত না, যে এক রাতের অনুষ্ঠানই বিশ্বসংগীতের ইতিহাস বদলে দেবে। ১৯৭৩ সালের আজকের এই দিনে (১১ আগস্ট), যখন স্কুলফেরত কিছু কিশোর-তরুণীরা জমে উঠেছিল...
২১ দিন আগেযুক্তরাষ্ট্রের নিউইয়র্ক শহরের ম্যানহাটানে অবস্থিত মেট্রোপলিটন মিউজিয়াম অব আর্টকে বলা হয় দেশটির বৃহত্তম শিল্প জাদুঘর। আর বিশ্বে তৃতীয় বৃহত্তম। সংক্ষেপে জাদুঘরটি ‘দ্য মেট’ নামেও পরিচিত। ১৫৫ বছর পুরোনো এই জাদুঘর প্রতিষ্ঠিত হয় ১৮৭০ সালে।
২৫ দিন আগেবাংলা বর্ষার দ্বিতীয় মাস শ্রাবণ। বাতাসে আর্দ্রতা, আকাশে ঘনঘোর মেঘ, আর রিমঝিম শব্দে প্রকৃতির নীরব সংগীত। এই শ্রাবণেই, ১৩৪৮ বঙ্গাব্দের ২২ তারিখ, আমাদের ছেড়ে গিয়েছিলেন বাংলা সাহিত্যের শ্রেষ্ঠ কবি, বিশ্বকবি, রবীন্দ্রনাথ ঠাকুর। সেই থেকে ২২ শ্রাবণ বাঙালির জন্য শুধু এক প্রাকৃতিক ঋতুর উপলব্ধি নয়—এ এক স্মরণ,
০৬ আগস্ট ২০২৫যুক্তরাজ্যের লন্ডনে অবস্থিত ন্যাচারাল হিস্ট্রি মিউজিয়ামটি বিশ্বের অন্যতম প্রাকৃতিক ইতিহাসভিত্তিক জাদুঘর। এটি উদ্বোধন করা হয় ১৮৮১ সালে। ১৭৫৩ সালের দিকে বিজ্ঞানী স্যার হ্যান্স স্লোয়েনের সংগ্রহ দিয়ে যাত্রা শুরু হয় ব্রিটিশ মিউজিয়ামের। ন্যাচারাল হিস্ট্রি মিউজিয়াম ছিল ব্রিটিশ মিউজিয়ামেরই অংশ।
০৬ আগস্ট ২০২৫