আজকের পত্রিকা ডেস্ক
নজরুলের মতো প্রাণোচ্ছল মানুষ খুঁজে পাওয়া কঠিন। হইহই করতে করতে কোথায় কখন গিয়ে বসে পড়ছেন আড্ডায়, তা কেউ আগে থেকে বলতে পারে না। লিখতে বসলেই তিনি অন্য মানুষ। বিস্তর চা আর পান তাকে দিয়ে লিখিয়ে নিতে পারত অনবদ্য সব লেখা। নজরুলের ধারাবাহিক উপন্যাস ‘মৃত্যুক্ষুধা’ তখন ধারাবাহিকভাবে বের হচ্ছে সওগাতে। উপন্যাসের পরবর্তী অংশ আর একটা গান না লিখেই দিব্যি ফুরফুরে মেজাজে এখানে-ওখানে ঘুরে বেড়াচ্ছেন নজরুল।
তাই সওগাত অফিসে ধরে আনা হলো নজরুলকে। চা, পান আর জর্দা দিয়ে তুষ্ট করা হলো। তারপর তাঁকে বুঝিয়ে বলা হলো, উপন্যাসের পরবর্তী অংশ আর গানটা না পেলে সওগাত ছাপা যাচ্ছে না।নজরুল বললেন, ‘আজ জরুরি কাজ আছে। কাল এসে লিখে দেব।’কিন্তু তাঁকে ছেড়ে দিলে আবার বাগে পাওয়া যাবে, এ ভরসা কম। তাই একটা আলাদা কামরায় নিয়ে যাওয়া হলো কবিকে। পান-জর্দা দেওয়া হলো। তারপর বাইরে থেকে দরজা তালাবদ্ধ করে দিলেন সওগাত সম্পাদক মোহাম্মদ নাসিরউদ্দীন। এরপরও বাইরে যাওয়ার নানা রকম ফন্দিফিকির করেছিলেন নজরুল; কিন্তু নাসিরউদ্দীন তাতে টলেননি। অবশেষে লেখা শেষ করে বের হলেন কবি। ততক্ষণে সওগাত অফিসে অন্যরাও চলে এসেছেন। সেখানেই নজরুল জমিয়ে ফেললেন আড্ডা। সদ্য যা লিখলেন, তা পড়ে শোনাতে লাগলেন মুগ্ধ শ্রোতাদের।
একটা দারুণ ব্যাপার হলো, নজরুলের প্রথম লেখা ‘বাউন্ডুলের আত্মকাহিনী’ ছাপা হয়েছিল সওগাত পত্রিকায়। সেটি ছিল বাংলা ১৩২৬ সনের জ্যৈষ্ঠ সংখ্যা। এরপর বহু লেখা লিখেছেন নজরুল। নজরুলের শেষ লেখা ‘কবির মুক্তি’ও ছাপা হয় ১৩৪৮ সনের চৈত্র মাসের সওগাতে। এর পরের মাসেই অসুস্থ হয়ে পড়েন কবি এবং স্মৃতিশক্তি হারিয়ে ফেলেন তিন মাসের মাথায়। সওগাতেই নজরুলের প্রথম ও শেষ লেখা ছাপা হয়।
সূত্র: মোহাম্মদ নাসিরউদ্দীন, নজরুল: এক অম্লান স্মৃতি
নজরুলের মতো প্রাণোচ্ছল মানুষ খুঁজে পাওয়া কঠিন। হইহই করতে করতে কোথায় কখন গিয়ে বসে পড়ছেন আড্ডায়, তা কেউ আগে থেকে বলতে পারে না। লিখতে বসলেই তিনি অন্য মানুষ। বিস্তর চা আর পান তাকে দিয়ে লিখিয়ে নিতে পারত অনবদ্য সব লেখা। নজরুলের ধারাবাহিক উপন্যাস ‘মৃত্যুক্ষুধা’ তখন ধারাবাহিকভাবে বের হচ্ছে সওগাতে। উপন্যাসের পরবর্তী অংশ আর একটা গান না লিখেই দিব্যি ফুরফুরে মেজাজে এখানে-ওখানে ঘুরে বেড়াচ্ছেন নজরুল।
তাই সওগাত অফিসে ধরে আনা হলো নজরুলকে। চা, পান আর জর্দা দিয়ে তুষ্ট করা হলো। তারপর তাঁকে বুঝিয়ে বলা হলো, উপন্যাসের পরবর্তী অংশ আর গানটা না পেলে সওগাত ছাপা যাচ্ছে না।নজরুল বললেন, ‘আজ জরুরি কাজ আছে। কাল এসে লিখে দেব।’কিন্তু তাঁকে ছেড়ে দিলে আবার বাগে পাওয়া যাবে, এ ভরসা কম। তাই একটা আলাদা কামরায় নিয়ে যাওয়া হলো কবিকে। পান-জর্দা দেওয়া হলো। তারপর বাইরে থেকে দরজা তালাবদ্ধ করে দিলেন সওগাত সম্পাদক মোহাম্মদ নাসিরউদ্দীন। এরপরও বাইরে যাওয়ার নানা রকম ফন্দিফিকির করেছিলেন নজরুল; কিন্তু নাসিরউদ্দীন তাতে টলেননি। অবশেষে লেখা শেষ করে বের হলেন কবি। ততক্ষণে সওগাত অফিসে অন্যরাও চলে এসেছেন। সেখানেই নজরুল জমিয়ে ফেললেন আড্ডা। সদ্য যা লিখলেন, তা পড়ে শোনাতে লাগলেন মুগ্ধ শ্রোতাদের।
একটা দারুণ ব্যাপার হলো, নজরুলের প্রথম লেখা ‘বাউন্ডুলের আত্মকাহিনী’ ছাপা হয়েছিল সওগাত পত্রিকায়। সেটি ছিল বাংলা ১৩২৬ সনের জ্যৈষ্ঠ সংখ্যা। এরপর বহু লেখা লিখেছেন নজরুল। নজরুলের শেষ লেখা ‘কবির মুক্তি’ও ছাপা হয় ১৩৪৮ সনের চৈত্র মাসের সওগাতে। এর পরের মাসেই অসুস্থ হয়ে পড়েন কবি এবং স্মৃতিশক্তি হারিয়ে ফেলেন তিন মাসের মাথায়। সওগাতেই নজরুলের প্রথম ও শেষ লেখা ছাপা হয়।
সূত্র: মোহাম্মদ নাসিরউদ্দীন, নজরুল: এক অম্লান স্মৃতি
একটি ছোট পার্টি, একটি সাধারণ কমিউনিটি রুম এবং এক যুবক—১৫২০ সেডগউইক অ্যাভিনিউ, নিউইয়র্ক সিটির ব্রঙ্কস এলাকা তখন জানত না, যে এক রাতের অনুষ্ঠানই বিশ্বসংগীতের ইতিহাস বদলে দেবে। ১৯৭৩ সালের আজকের এই দিনে (১১ আগস্ট), যখন স্কুলফেরত কিছু কিশোর-তরুণীরা জমে উঠেছিল...
১১ আগস্ট ২০২৫যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক শহরের ম্যানহাটানে অবস্থিত মেট্রোপলিটন মিউজিয়াম অব আর্টকে বলা হয় দেশটির বৃহত্তম শিল্প জাদুঘর। আর বিশ্বে তৃতীয় বৃহত্তম। সংক্ষেপে জাদুঘরটি ‘দ্য মেট’ নামেও পরিচিত। ১৫৫ বছর পুরোনো এই জাদুঘর প্রতিষ্ঠিত হয় ১৮৭০ সালে।
০৭ আগস্ট ২০২৫বাংলা বর্ষার দ্বিতীয় মাস শ্রাবণ। বাতাসে আর্দ্রতা, আকাশে ঘনঘোর মেঘ, আর রিমঝিম শব্দে প্রকৃতির নীরব সংগীত। এই শ্রাবণেই, ১৩৪৮ বঙ্গাব্দের ২২ তারিখ, আমাদের ছেড়ে গিয়েছিলেন বাংলা সাহিত্যের শ্রেষ্ঠ কবি, বিশ্বকবি, রবীন্দ্রনাথ ঠাকুর। সেই থেকে ২২ শ্রাবণ বাঙালির জন্য শুধু এক প্রাকৃতিক ঋতুর উপলব্ধি নয়—এ এক স্মরণ,
০৬ আগস্ট ২০২৫যুক্তরাজ্যের লন্ডনে অবস্থিত ন্যাচারাল হিস্ট্রি মিউজিয়ামটি বিশ্বের অন্যতম প্রাকৃতিক ইতিহাসভিত্তিক জাদুঘর। এটি উদ্বোধন করা হয় ১৮৮১ সালে। ১৭৫৩ সালের দিকে বিজ্ঞানী স্যার হ্যান্স স্লোয়েনের সংগ্রহ দিয়ে যাত্রা শুরু হয় ব্রিটিশ মিউজিয়ামের। ন্যাচারাল হিস্ট্রি মিউজিয়াম ছিল ব্রিটিশ মিউজিয়ামেরই অংশ।
০৬ আগস্ট ২০২৫