সম্পাদকীয়
আল মাহমুদ ছিলেন বাংলাদেশের অন্যতম কবি। তিনি একাধারে গল্পকার, ঔপন্যাসিক, প্রাবন্ধিক ও সাংবাদিক ছিলেন। তাঁর পুরো নাম মীর আবদুস শুকুর আল মাহমুদ।
কবি জন্মেছিলেন ১৯৩৬ সালের ১১ জুলাই, ব্রাহ্মণবাড়িয়ার মোড়াইল গ্রামে। বেড়ে উঠেছেন ব্রাহ্মণবাড়িয়ায়। কুমিল্লার দাউদকান্দির সাধনা হাইস্কুল এবং পরে চট্টগ্রামের সীতাকুণ্ড হাইস্কুলে পড়াশোনা করেন। মাত্র ১৮ বছর বয়সে সংবাদপত্রে লেখালেখির সূত্র ধরে তিনি ঢাকায় আসেন।
আল মাহমুদের কবিতার মূল উপজীব্য হলো ভাটি বাংলার চিরায়ত জনজীবন, গ্রামীণ আবহ, নদীনির্ভর জনপদ, চরাঞ্চলের জীবনপ্রবাহ এবং নর-নারীর চিরন্তন প্রেম-বিরহ। আধুনিক বাংলা ভাষার প্রচলিত কাঠামোর মধ্যে স্বাভাবিক স্বতঃস্ফূর্ততায় আঞ্চলিক শব্দের প্রয়োগ তাঁর অনন্য কীর্তি।
ঢাকা থেকে প্রকাশিত সিকান্দার আবু জাফর সম্পাদিত ‘সমকাল’ পত্রিকা এবং কলকাতার ‘নতুন সাহিত্য’, ‘চতুষ্কোণ’, ‘ময়ূখ’, ‘কৃত্তিবাস’ এবং বুদ্ধদেব বসু সম্পাদিত ‘কবিতা’ পত্রিকায় তাঁর লেখা প্রকাশিত হয়।
১৯৫৪ সালে ‘দৈনিক মিল্লাত’ পত্রিকায় প্রুফ রিডার হিসেবে তিনি কাজ শুরু করেন। ১৯৫৫ সালে সাপ্তাহিক ‘কাফেলা’ পত্রিকার সম্পাদক হন।
১৯৬৩ সালে প্রকাশিত কাব্যগ্রন্থ ‘লোক লোকান্তর’ প্রথম তাঁকে স্বনামধন্য কবিদের সারিতে জায়গা করে দেয়। এরপর ‘কালের কলস’, ‘সোনালী কাবিন’, ‘মায়াবী পর্দা দুলে উঠো’ কাব্যগ্রন্থগুলো তাঁকে এ দেশের প্রধান কবি হিসেবে প্রতিষ্ঠিত করে। ১৯৭৫ সালে তাঁর প্রথম ছোটগল্প গ্রন্থ ‘পানকৌড়ির রক্ত’ প্রকাশিত হয়। ১৯৯৩ সালে বের হয় তাঁর প্রথম উপন্যাস ‘কবি ও কোলাহল’।
১৯৭১ সালে তিনি মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেন। দেশ স্বাধীনের পর ‘দৈনিক গণকণ্ঠ’ পত্রিকার সম্পাদক হন। ১৯৭৫ সালে বঙ্গবন্ধু তাঁকে শিল্পকলা একাডেমিতে সহকারী পরিচালকের চাকরি দেন। এখান থেকে পরিচালক হিসেবে ১৯৯৩ সালে তিনি অবসর গ্রহণ করেন। ওই বছরই তিনি ‘দৈনিক সংগ্রাম’-এ সহকারী সম্পাদক পদে যোগ দেন।
সাহিত্যচর্চার প্রথম দিকে সমাজতন্ত্রের প্রতি ভীষণভাবে আস্থাশীল ছিলেন আল মাহমুদ। এরপর তিনি ইসলামি চিন্তাধারায় মনোনিবেশ করেন।
২০১৯ সালের ১৫ ফেব্রুয়ারি কবি ঢাকায় মৃত্যুবরণ করেন।
আল মাহমুদ ছিলেন বাংলাদেশের অন্যতম কবি। তিনি একাধারে গল্পকার, ঔপন্যাসিক, প্রাবন্ধিক ও সাংবাদিক ছিলেন। তাঁর পুরো নাম মীর আবদুস শুকুর আল মাহমুদ।
কবি জন্মেছিলেন ১৯৩৬ সালের ১১ জুলাই, ব্রাহ্মণবাড়িয়ার মোড়াইল গ্রামে। বেড়ে উঠেছেন ব্রাহ্মণবাড়িয়ায়। কুমিল্লার দাউদকান্দির সাধনা হাইস্কুল এবং পরে চট্টগ্রামের সীতাকুণ্ড হাইস্কুলে পড়াশোনা করেন। মাত্র ১৮ বছর বয়সে সংবাদপত্রে লেখালেখির সূত্র ধরে তিনি ঢাকায় আসেন।
আল মাহমুদের কবিতার মূল উপজীব্য হলো ভাটি বাংলার চিরায়ত জনজীবন, গ্রামীণ আবহ, নদীনির্ভর জনপদ, চরাঞ্চলের জীবনপ্রবাহ এবং নর-নারীর চিরন্তন প্রেম-বিরহ। আধুনিক বাংলা ভাষার প্রচলিত কাঠামোর মধ্যে স্বাভাবিক স্বতঃস্ফূর্ততায় আঞ্চলিক শব্দের প্রয়োগ তাঁর অনন্য কীর্তি।
ঢাকা থেকে প্রকাশিত সিকান্দার আবু জাফর সম্পাদিত ‘সমকাল’ পত্রিকা এবং কলকাতার ‘নতুন সাহিত্য’, ‘চতুষ্কোণ’, ‘ময়ূখ’, ‘কৃত্তিবাস’ এবং বুদ্ধদেব বসু সম্পাদিত ‘কবিতা’ পত্রিকায় তাঁর লেখা প্রকাশিত হয়।
১৯৫৪ সালে ‘দৈনিক মিল্লাত’ পত্রিকায় প্রুফ রিডার হিসেবে তিনি কাজ শুরু করেন। ১৯৫৫ সালে সাপ্তাহিক ‘কাফেলা’ পত্রিকার সম্পাদক হন।
১৯৬৩ সালে প্রকাশিত কাব্যগ্রন্থ ‘লোক লোকান্তর’ প্রথম তাঁকে স্বনামধন্য কবিদের সারিতে জায়গা করে দেয়। এরপর ‘কালের কলস’, ‘সোনালী কাবিন’, ‘মায়াবী পর্দা দুলে উঠো’ কাব্যগ্রন্থগুলো তাঁকে এ দেশের প্রধান কবি হিসেবে প্রতিষ্ঠিত করে। ১৯৭৫ সালে তাঁর প্রথম ছোটগল্প গ্রন্থ ‘পানকৌড়ির রক্ত’ প্রকাশিত হয়। ১৯৯৩ সালে বের হয় তাঁর প্রথম উপন্যাস ‘কবি ও কোলাহল’।
১৯৭১ সালে তিনি মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেন। দেশ স্বাধীনের পর ‘দৈনিক গণকণ্ঠ’ পত্রিকার সম্পাদক হন। ১৯৭৫ সালে বঙ্গবন্ধু তাঁকে শিল্পকলা একাডেমিতে সহকারী পরিচালকের চাকরি দেন। এখান থেকে পরিচালক হিসেবে ১৯৯৩ সালে তিনি অবসর গ্রহণ করেন। ওই বছরই তিনি ‘দৈনিক সংগ্রাম’-এ সহকারী সম্পাদক পদে যোগ দেন।
সাহিত্যচর্চার প্রথম দিকে সমাজতন্ত্রের প্রতি ভীষণভাবে আস্থাশীল ছিলেন আল মাহমুদ। এরপর তিনি ইসলামি চিন্তাধারায় মনোনিবেশ করেন।
২০১৯ সালের ১৫ ফেব্রুয়ারি কবি ঢাকায় মৃত্যুবরণ করেন।
একটি ছোট পার্টি, একটি সাধারণ কমিউনিটি রুম এবং এক যুবক—১৫২০ সেডগউইক অ্যাভিনিউ, নিউইয়র্ক সিটির ব্রঙ্কস এলাকা তখন জানত না, যে এক রাতের অনুষ্ঠানই বিশ্বসংগীতের ইতিহাস বদলে দেবে। ১৯৭৩ সালের আজকের এই দিনে (১১ আগস্ট), যখন স্কুলফেরত কিছু কিশোর-তরুণীরা জমে উঠেছিল...
১১ আগস্ট ২০২৫যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক শহরের ম্যানহাটানে অবস্থিত মেট্রোপলিটন মিউজিয়াম অব আর্টকে বলা হয় দেশটির বৃহত্তম শিল্প জাদুঘর। আর বিশ্বে তৃতীয় বৃহত্তম। সংক্ষেপে জাদুঘরটি ‘দ্য মেট’ নামেও পরিচিত। ১৫৫ বছর পুরোনো এই জাদুঘর প্রতিষ্ঠিত হয় ১৮৭০ সালে।
০৭ আগস্ট ২০২৫বাংলা বর্ষার দ্বিতীয় মাস শ্রাবণ। বাতাসে আর্দ্রতা, আকাশে ঘনঘোর মেঘ, আর রিমঝিম শব্দে প্রকৃতির নীরব সংগীত। এই শ্রাবণেই, ১৩৪৮ বঙ্গাব্দের ২২ তারিখ, আমাদের ছেড়ে গিয়েছিলেন বাংলা সাহিত্যের শ্রেষ্ঠ কবি, বিশ্বকবি, রবীন্দ্রনাথ ঠাকুর। সেই থেকে ২২ শ্রাবণ বাঙালির জন্য শুধু এক প্রাকৃতিক ঋতুর উপলব্ধি নয়—এ এক স্মরণ,
০৬ আগস্ট ২০২৫যুক্তরাজ্যের লন্ডনে অবস্থিত ন্যাচারাল হিস্ট্রি মিউজিয়ামটি বিশ্বের অন্যতম প্রাকৃতিক ইতিহাসভিত্তিক জাদুঘর। এটি উদ্বোধন করা হয় ১৮৮১ সালে। ১৭৫৩ সালের দিকে বিজ্ঞানী স্যার হ্যান্স স্লোয়েনের সংগ্রহ দিয়ে যাত্রা শুরু হয় ব্রিটিশ মিউজিয়ামের। ন্যাচারাল হিস্ট্রি মিউজিয়াম ছিল ব্রিটিশ মিউজিয়ামেরই অংশ।
০৬ আগস্ট ২০২৫